Heatwave: হিটওয়েভে পুরো বিশ্বের অবস্থাই নাজেহাল। ভারত থেকে আমেরিকা প্রতি দেশেই এক অবস্থা। ইউরোপের দেশগুলিও বাদ যাচ্ছে না। কিছু দিন আগেই ভারতে হিটওয়েভের জেরে মৃত্যুর হার ছাড়িয়েছে ১০০। কিন্তু এর থেকেও শোচনীয় পরিস্থিতি ভারতের এক প্রতিবেশী দেশে। সম্প্রতি সেই তথ্যই প্রকাশ্যে এল। সংবাদমাধ্যম বিবিসি-র তথ্য অনুযায়ী, পাকিস্তানে মারাত্মক আকার নিচ্ছে হিটওয়েভ (Pakistan Heatwave)। প্রায় মহামারির মতো একের পর এক ব্যক্তি প্রাণ হারাচ্ছেন হিটওয়েভে। গত ছয় দিনে ৫০০-র ও বেশি মানুষের মৃত্যু হয়েছে হিটওয়েভে! 


বিপদ বাড়াচ্ছে আর্দ্রতা


তাপমাত্রা ৪৫ ডিগ্রি নয় (Pakistan Heatwave Death)। ৪০ ডিগ্রির আশেপাশেই রয়েছে। কিন্তু হলে কী হবে। বাতাসের আর্দ্রতা অত্যাধিক বেশি। যে কারণে প্রচণ্ড হাঁসফাঁস দশা (Pakistan Heatwave News)। অতিরিক্ত আর্দ্রতা বলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আসলে মনে হচ্ছে যেন ৪৯ ডিগ্রি সেলসিয়াস। আর পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া (Heatwave Death)। সংবাদমাধ্যম বিবিসি-র সূত্র অনুযায়ী, গত ছয় দিনে মোট ৫৬৮ জন প্রাণ হারিয়েছেন হিটওয়েভে। 


করুণ অভিজ্ঞতা চিকিৎসকদেরও


করাচির এক হাসপাতালের চিত্র। রবিবার ও সোমবার ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জনেরও বেশি রোগী। হিটওয়েভের শিকার হয়ে। ডায়রিয়া, বমি আর প্রচণ্ড জ্বর নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে ১২ জনকে বাঁচানো সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এমার্জেন্সিবিভাগের চিকিৎসক ইমরান সারওয়ার শেখ। চিকিৎসকের কথায়, বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক ব্যক্তিরা হিট ওয়েভের শিকার হচ্ছেন। হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তবে তরুণরাও রয়েছে এই ভিড়ে। সম্প্রতি ২০ বছর বয়সি দুজনকে ভর্তি করা হয়। তরুণদের সংখ্যা কম হলেও উড়িয়ে দেওয়ার মতো নয় মোটেই।


শববাহী যানচালকের কথায়…


বিবিসি সংবাদমাধ্যমকে একটি কথোপকথনে নিজেদের মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন এধি অ্যাম্বুলেন্স সংস্থা। তাদের কথায়, বর্তমানে রোজই ৩০-৪০ জনকে করাচির মর্গে নিয়ে যেতে হয়। তাদের অধিকাংশই হিটওয়েভের শিকার। অন্যান্য দিনে এত ‘চাপ’ থাকে না তাদের উপর। সংস্থার প্রধান জানাচ্ছেন, মঙ্গলবার প্রায় ১৪১ জনকে নিয়ে যেতে হয়েছিল মর্গে!


আরও পড়ুন -Viral News: লক্ষ লক্ষ ভারতীয় প্রজাতির কাক মেরে ফেলবে কেনিয়া প্রশাসন, কেন এই সিদ্ধান্ত ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।