Pakistan India War: প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? সমুদ্রপৃষ্ঠে মাল্টি ইনফ্লুয়েন্সড গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা !
Pakistan India War DRDO Indian Navy On MIGM: প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? সমুদ্রপৃষ্ঠে সফল পরীক্ষা চালাল DRDO এবং ভারতীয় নৌবাহিনী !

কলকাতা: কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশনে সেনাবাহিনী। নজরে ওভারগ্রাউন্ড ওয়াকাররা। কীভাবে চলে সার্চ অপারেশন, মক ড্রিল করল বিএসএফ। ঠিক এমন এক মুহূর্তে এবিপি আনন্দ-র 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠান চলাকালীনই এল বড়সড় খবর। তা হল, মাল্টি ইনফ্লুয়েন্সড গ্রাউন্ড মাইনের একটি সফল পরীক্ষা চালিয়েছে যৌথভাবে DRDO এবং ভারতীয় নৌবাহিনী (Indian Navy) । যদিও এটি ভূপৃষ্ঠে প্রয়োগ করা হয়নি, মূলত এটি সমুদ্রবক্ষের উপর সফল পরীক্ষা চালিয়েছে DRDO এবং ভারতীয় নৌবাহিনী।
আরও পড়ুন, কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশনে সেনাবাহিনী , মক ড্রিল করল BSF
পহেলগাঁও হামলায় ফের কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। দেশের দিকে চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন রাজনাথ সিং। এই প্রেক্ষাপটে রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আপনারা যেমনটা চাইছেন তেমনটাই হবে।'
যে কোনও মুহূর্তে হতে পারে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত! দেশজুড়ে এখন একটাই প্রশ্ন...পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে কবে? এই প্রক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজনাথ সিং। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই সন্ত্রাসবাদীদের কড়া জবাব দেওয়ার বার্তা দিয়েছেন। চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের সমর্থন করে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দেশের ইঞ্চি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে গোড়া সমেত উপড়ে ফেলাই আমাদের সংকল্প।'সন্ত্রাসবাদীদের ফের একবার যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'আমার দায়িত্ব সেনার সঙ্গে মিলে দেশের ওপর চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া। প্রধানমন্ত্রী মোদি শত্রুদের তাদের ভাষাতেই জবাব দেবেন।' কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরাও।কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন,' সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা সর্বদলীয় সভাতেও এই কথা বলেছি এবং আবার বলছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চরম লড়াই করো।'
রবিবার প্রধানমন্ত্রী আলোচনায় বসেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংহের সঙ্গে।মেজর জেনারেল জে কে বনসল (অবসরপ্রাপ্ত) বলেন, ভারতীয় সেনা যথেষ্ট শক্তিশালী, ভারতের সামনে পাকিস্তানের টিকে থাকার ক্ষমতা নেই। পাকিস্তানের সেনার মধ্যে বিদ্রোহ হচ্ছে, বালোচিস্তান পাকিস্তানের ওপর হামলা করছে, তাদের সেনাদের মারছে, ধরে নিয়ে যাচ্ছে। (পাকিস্তানের) ট্যাঙ্কে পেট্রোল নেই, খুবই খারাপ অবস্থা, পাকিস্তান কোথাও টিকতে পারবে না। এর মধ্যেই... রবিবার, শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করেন কাশ্মীর পুলিশের IG ভি. কে. বিরদি। কেন্দ্রীয় বাহিনী, সেনা ও পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কর্তারা।
এদিকে, গ্রাউন্ড জিরোতে গিয়ে পহেলগাঁও হামলার তদন্ত শুরু করেছে NIA।জম্মু-কাশ্মীর পুলিশের থেকে মামলার তদন্তভার বুঝে নিয়ে নতুন করে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শুরু করেছে NIA। ANI সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীরা ৩টি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত। উঠে এসেছে ১৪ জনের নাম, যাদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এদের মধ্যে তিনজন হিজবুলের, আট জন লস্করের এবং তিন জন জইশের।























