এক্সপ্লোর
দুর্নীতি ইস্যুতে নাম না করে চিদম্বরমকে কটাক্ষ, পিকচার অভি বাকি হ্যায়! বললেন মোদি
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লড়াই দুর্নীতি ও যারা তাতে জড়িত, তাদের বিরুদ্ধেই। এদের কয়েকজনকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। দুর্নীতি দমনে ব্যাপক অভিযান শুরু হয়েছে। যারা মানুষের টাকা লুঠ করার চেষ্টা করবে, তাদের যথাযথ স্থানেই জায়গা হবে।

নয়াদিল্লি: ঝাড়খন্ডের জনসভা থেকে পি চিদম্বরমকে কটাক্ষ নরেন্দ্র মোদির। আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে তিহাড় জেলে আছেন এখন। আজ চিদম্বরমের নাম না করে তাঁর সরকার দুর্নীতিগ্রস্তদের জেলে পোরার শপথ নিয়েছিল এবং কয়েকজন এর মধ্যেই সেখানে ঢুকেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর সরকার ১০০ দিনে যা যা করেছে, সেটা ট্রেলারমাত্র, পুরো ছবি এখনও বাকি (পিকচার অভি বাকি হ্যায়) বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লড়াই দুর্নীতি ও যারা তাতে জড়িত, তাদের বিরুদ্ধেই। এদের কয়েকজনকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। দুর্নীতি দমনে ব্যাপক অভিযান শুরু হয়েছে। যারা মানুষের টাকা লুঠ করার চেষ্টা করবে, তাদের যথাযথ স্থানেই জায়গা হবে। আমরা দুর্নীতির রাশ টানা, মুসলিম বোনদের অধিকারের জন্য লড়াই করা, সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করার শপথ নিয়েছি। কিছু দুর্নীতিবাজকে এর মধ্যেই তাদের আসল জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে ভাবত, তারা এখন জামিন চেয়ে আদালতে যাচ্ছে। ঝাড়খন্ডের মানুষের জন্য আজ কয়েকটি প্রকল্পের সূচনাও করেন তিনি। চিদম্বরমকে গত ২১ আগস্ট আইএনএক্স মামলায় তাঁর নয়াদিল্লির বাসভবন থেকে গ্রেফতার করে সিবিআই। গত সপ্তাহে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠানো হয়। ২০০৭ সালে চিদম্বরম তত্কালীন ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডকে বিদেশি বিনিয়োগে সরকারি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেই মামলা হয়। তদন্তের ভার পায় সিবিআই। যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির দাবি, কেন্দ্রের এনডিএ সরকারের রাজনৈতিক প্রতিশোধ তোলার বাসনা রয়েছে এর পিছনে। দেশের প্রধান দুর্নীতি দমন ও বেআইনি আর্থিক লেনদেন মোকাবিলার এজেন্সি সিবিআই ও ইডি মোদি সরকার দ্বিতীয়বার সরকার গড়ার পর গত তিন মাসে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোন ও কয়েকজনকে গ্রেফতার করেছে। বিরোধীদের অভিযোগ, জনগণের আসল সমস্যা থেকে নজর ঘোরাতে বা তাদের নেতাদের ভয় দেখাতেই বিজেপি তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার করছে। তবে পাল্টা বিজেপি চিদম্বরমের পক্ষ নেওয়ায় দুষছে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলিকে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, আইন প্রনয়ণকারী সংস্থাগুলি তাদের কাজ করবে, আদালত তার কাজ করবে। কিন্তু কংগ্রেস ও তার নেতৃত্ব দুর্নীতিকে বিপ্লবে পরিণত করার চেষ্টা করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















