Narendra Modi: 'কংগ্রেস যে দাবি করছে, পাকিস্তানও সেই দাবিই করেছে', নিশানা প্রধানমন্ত্রীর
Operation Sindoor Debate: এদিন লোকসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

নয়াদিল্লি : 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। 'কংগ্রেস যে দাবি করছে, পাকিস্তানও সেই দাবিই করেছে' বলে তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "দেশ অবাক হয়ে গেছে এটা দেখে যে কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছে। ওরা বলছে, পহেলগাঁওয়ে জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছিল, আমাদের তার প্রমাণ দিন।"
#WATCH | PM Narendra Modi says, "The country is surprised that Congress has given a clean chit to Pakistan. They are saying that the terrorists of Pahalgam were from Pakistan. Give us proof of this. Pakistan is also demanding the same thing that Congress is making..." pic.twitter.com/s68wutsuYv
— ANI (@ANI) July 29, 2025
এদিন লোকসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, "ডোনাল্ড ট্রাম্প ২৯ বার বলেছেন যে উনি যুদ্ধ থামিয়েছেন। যদি এটা সত্যি না হয়, তাহলে প্রধানমন্ত্রীর তা অস্বীকার করে বলা উচিত, ট্রাম্প আপনি মিথ্যুক...যদি আপনার ইন্দিরা গান্ধীর সাহসিকতার ৫০ শতাংশও থেকে থাকে।" এর জবাবে এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, "বিশ্বের কোনও নেতা ভারতকে অপারেশন রুখতে বলেননি।"
এরপরই কংগ্রেসকে একহাত নেন তিনি। বলেন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কংগ্রেস সবসময়ই আপোস করেছে। আজ যারা জিজ্ঞাসা করছেন কেন পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়া হয়নি, তাদের প্রথমে উত্তর দেওয়া উচিত যে কার সরকার পাকিস্তানকে PoK দখল করার সুযোগ দিয়েছিল। উত্তর স্পষ্ট। যখনই আমি নেহরুজির কথা বলি, কংগ্রেস এবং তার বাস্তুতন্ত্র কেঁপে ওঠে... 'লামহোঁ নে খাতা কি, সদিয়োঁ নে সাজা পায়ি'। আজ পর্যন্ত, দেশ স্বাধীনতার পর থেকে নেওয়া সমস্ত সিদ্ধান্তের শাস্তি ভোগ করছে।"
#WATCH | Operation Sindoor | PM Narendra Modi says, "Congress has always compromised on national security. Those who are asking today why PoK was not taken back should first answer whose Govt gave the opportunity to Pakistan to capture PoK. The answer is clear. Whenever I mention… pic.twitter.com/sYzTNNgdAl
— ANI (@ANI) July 29, 2025
এদিন তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্যে উঠে আসে পাক-অধিকৃত কাশ্মীরের কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরে তৃণমূল সাংসদের প্রশ্ন, "যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রেও বহুবার এবং আজ অবধি বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যে কোনও প্রকারে নিয়ে ছাড়ব, আমি জানতে চাই যে, এত একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এটা হাতছাড়া করলাম ?"






















