Mamata Banerjee Live Updates ‘যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব’, বহরমপুরের সভায় মমতা
‘গরু চুরি, কয়লা পাচারে অনেক টাকা করেছে বলে বিজেপিতে’... তোপ তৃণমূলনেত্রীর

Background
কালনা : কালনায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি স্বাগত জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া হুমায়ন কবীরকে। তৃণমূল সুপ্রিমোর কালনার জনসভায় রাজ্যের শাসকদলে নাম লেখান কিছুদিন আগে দায়িত্ব ছাড়া চন্দননগরের প্রাক্তন সিপি।
বক্তব্য রাখতে গিয়ে ফের দলত্যাগীদের নিশানা করে তৃণমূলনেত্রী বলেন, 'কয়েকটা দুষ্টু গরু দল ছেড়ে গেছে, ভাল হয়েছে, পাপ বিদায় নিয়েছে। যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না তাঁরা কুসন্তান।
‘বিজেপি তাঁদের নিয়েছে, পরে বুঝতে পারবে।'
Mamata At Baharmpur Rally: ‘যদি অন্যায় করে, দল ছাড়ুক, খুশি হব’, বহরমপুরের সভায় মমতা
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মাথার উপর আমি আছি। যদি অন্যায় করে, দল ছাড়ুক, খুশি হব। দুর্নীতি করলে বরদাস্ত করব না। জনগণের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি। ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন, কী ভুল করেছেন। বিজেপি বাংলার মনীষীদের জানে না, বাংলাকে চেনে না।’
Mamata At Baharmpur Rally: ‘গুজরাত না, বাংলাই বাংলা শাসন করবে’, বহরমপুরের সভায় মমতা
বহরমপুরের জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি পার্টি জমিদারদের দল, লুঠ করতে দেব না। নোটবন্দির পর ঘরবন্দি করেছে। এবার জনগনের আদালতে বিজেপিকে বন্দি হতে হবে। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে, তৃণমূলই বাংলা শাসন করবে।’






















