এক্সপ্লোর
Bihar Assembly Elections 2025: রাজনীতিতে নতুন মুখ, শুধুই কালো পোশাক পরেন, মুখ ঢেকে রাখেন মাস্কে, ধর্ম-জাতপাতের ঊর্ধ্বে নতুন বিহার গড়তে চান পুষ্পম প্রিয়া
Pushpam Priya Chaudhary: উচ্চশিক্ষিত, বিদেশফেরত নেত্রী। বিহারকে পাল্টে ফেলার স্বপ্ন দেখেন। -ফাইল চিত্র।
-ফাইল চিত্র।
1/10

নির্বাচনের সময় ভূরি ভূরি প্রতিশ্রুতি। নির্বাচন মিটলে আর টিকি দেখা যায় না। বছরের পর বছর এই ধারাই চলে আসছে। কিন্তু এবার সেই ধারার পরিবর্তন চান পুষ্পম প্রিয়া চৌধরি। বিহারের রাজনীতিতে পট পরিবর্তন চান তিনি।
2/10

তথাকথিত রাজনীতিক নন তিনি। বিদেশ থেকে উচ্চশিক্ষা লাভ করে ফিরেছেন। ধর্ম ও জাতপাতের রাজনীতিতে বিশ্বাস নেই একেবারেই। বিহারে বিধানসভা নির্বাচনের মুখে খবরের শিরোনামে উঠে এসেছেন পুষ্পম প্রিয়া।
Published at : 19 Oct 2025 02:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















