Post Office Scheme: ১৫০০ টাকা দিয়ে পান ৩৫ লক্ষ , ঝুঁকিহীন বিনিয়োগ এই যোজনা
পোস্ট অফিসের (Post Office Scheme) গ্রাম সুরক্ষা যোজনার (Gram Suraksha scheme) মাধ্যমে ৮০ বছরে প্রতিশ্রুতি দেওয়া অর্থের পাশাপাশি পাওয়া যাবে বোনাস।
নয়াদিল্লি: অবসরের পর সুরক্ষিত ভবিষ্যৎ চান! সরকারি ভরসার সঙ্গে ভালো আয়ের স্বপ্ন দেখেন ? ঝুঁকিহীন এই ধরনের বিনিয়াগকারীদের জন্য রয়েছে পোস্ট অফিসের (Post Office Scheme) গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha scheme)। যেখানে অবসর পরবর্তী জীবনে নিশ্চিত আর্থিক নিরাপত্তা দেবে এই স্কিম।
Gram Suraksha scheme কারা করতে পারবেন ?
পোস্ট অফিসের (Post Office Scheme) গ্রাম সুরক্ষা যোজনার (Gram Suraksha scheme) মাধ্যমে ৮০ বছরে প্রতিশ্রুতি দেওয়া অর্থের পাশাপাশি পাওয়া যাবে বোনাস। আমানতকারী নিজে বেঁচে থাকলে এই অর্থ পাবেন। অন্যথায় তাঁর আইনি উত্তরাধিকারী বা নমিনি জমা করা অর্থ পাবেন। ১৯ থেকে ৫৫ বছরের যেকোনও ভারতীয় নাগরিক এই বিমা স্কিমে টাকা জমাতে পারবেন।
Post Office Scheme কত টাকা জমা দিতে হবে ?
এই যোজনার অধীনে সর্বনিম্ন বিমার অর্থ ১০,০০০ টাকা। আমানতকারীরা চাইলেই ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ বাড়াতে পারেন। এই যোজনায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবর্ষ ও বার্ষিক স্কিমে টাকা জমা দিতে পারেন গ্রাহক। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয় বিনিয়োগকারীকে। কোনও কারণে পলিসি বন্ধ হয়ে গেলেও পুরোনা প্রিমিয়াম দিয়ে ফের পলিসি শুরু করতে পারেন গ্রাহক।
কী সুবিধা পাওয়া যায় Post Office-এর এই স্কিমে ?
পলিসি শুরু হওয়ার চার বছর পর থেকে ঋণ নিতে পারবেন পলিসি হোল্ডার। গ্রাহক চাইলেই তিন বছর পর এই পলিসি সারেন্ডার করতে পারেন।যদিও সেই ক্ষেত্রে পলিসির সুবিধা পাবেন না আমানতকারী। এই পলিসির সব থেকে আকর্ষণের বিষয় ইন্ডিয়া পোস্টের (India Post) দেওয়া বোনাস। গত বছরের বোনাস বলছে, প্রতি হাজার টাকায় ৬৫ টাকা বোনাস দিয়েছে Gram Suraksha scheme।
কীভাবে ১৫০০ টাকা দিয়ে পাবেন ৩৫ লক্ষ ?
কেউ যদি গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha scheme) ১৯ বছর বয়সে শুরু করেন, তবে ৫৫ বছরের জন্য তাঁর মাসিক প্রিমিয়াম হবে ১৫১৫ টাকা। একইভাবে ৫৮ বছরের জন্য তাঁর প্রিমিয়াম হবে ১৪৬৩ টাকা। ৬০ বছরের ক্ষেত্রে ওই ব্যক্তির মাসিক প্রিমিয়াম হবে ১৪১১ টাকা। এই হিসেবে ওই পলিসি হোল্ডার ৫৫ বছরের জন্য পাবেন ৩১.৬০ লক্ষ টাকা। ৫৮ বছরের হিসেবে তাঁর অ্যাকাউন্টে আসবে ৩৩.৪০ লক্ষ টাকা। সর্বশেষে ৬০ বছরের হিসেব মেয়াদ পূরণের সুবিধা স্বরূপ যেকানও পলিসি হোল্ডার পাবেন ৩৪.৬০ লক্ষ টাকা।
আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা
আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ
Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান