এক্সপ্লোর
Advertisement
তেরো বছর আগে দুর্ঘটনায় মাথায় মারাত্মক চোট পেয়েও শান্ত ছিলেন প্রণববাবু,জানাচ্ছেন সেদিনের চিকিৎসক
রীতিমতো বিস্ময়ের সঙ্গে ডঃ মন্ডল বলেন, ‘সে সময়ে দুর্ঘটনার পর মাথায় অসহ্য যন্ত্রণা সত্ত্বেও উনি যথেষ্ট শান্ত এবং চুপচাপ ছিলেন।ছিলেন অত্যন্ত নমনীয়।
নয়াদিল্লি: দিনকয়েক আগে বাথরুমে পড়ে মাথায় চোট পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাথায় অস্ত্রোপচারের আগে টেস্টে করোনাভাইরাস ধরা পড়ে তাঁর। অস্ত্রোপচারের পর এখনও সঙ্কট কাটেনি, তবে ৮৪ বছরের রাজনীতিক চিকিত্সায় সাড়া দিচ্ছেন বলে খবর। আর এই সময়ে অনেক পুরানো একটি ঘটনা শোনালেন নদিয়া জেলার চিকিৎসক ডঃ বাসুদেব মন্ডল যিনি ১৩ বছর আগে এক গাড়ি দুর্ঘটনার পর প্রণববাবুর চিকিৎসা করেছিলেন। তিনি জানাচ্ছেন,সেবারের দুর্ঘটনার পর মাথায় অসহ্য যন্ত্রণা সত্ত্বেও যখেষ্ট শান্ত এবং চুপচাপ ছিলেন প্রণববাবু।
কী হয়েছিল সেদিন? ডঃ মন্ডলের থেকে জানা যাচ্ছে, ২০০৭ সালের ৭ এপ্রিল রাতে কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরার পথে নদিয়া জেলার নাকাশিপাড়ার কাছে প্রণববাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে। সে সময়ে বিদেশমন্ত্রী ছিলেন প্রণববাবু। প্রথমে তাঁকে একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে দ্রুত মাথার ক্ষতস্থানে সেলাই করা হয়। তারপর নিয়ে আসা হয় কৃষ্ণনগরের এক সরকারি হাসপাতালে।
ডঃ মন্ডল জানাচ্ছেন, ‘ওই হাসপাতালে সিটি-স্ক্যান কিংবা এক্স-রে করার ব্যবস্থা ছিল না। আমি জেলা প্রশাসকদের ফোন করি। ওঁরা উপযুক্ত কোনও নার্সিং হোমে প্রণববাবুকে শিফট করার পরামর্শ দেন। নার্সিং হোমে নিয়ে আসার পর তাঁকে দেখতে ছুটে যান কলকাতার এসএসকেএমের কয়েকজন চিকিৎসক।‘ রীতিমতো বিস্ময়ের সঙ্গে ডঃ মন্ডল বলেন, ‘সে সময়ে দুর্ঘটনার পর মাথায় অসহ্য যন্ত্রণা সত্ত্বেও উনি যথেষ্ট শান্ত এবং চুপচাপ ছিলেন।ছিলেন অত্যন্ত নমনীয়। আমরা ওঁর টেস্ট করি। দেখতে পাই ভাগ্যক্রমে ওঁর কোনও ইন্টারনাল ইনজুরি হয়নি। পরে আরও রাতের দিকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।‘
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement