CBI Director Appointment: নতুন CBI ডিরেক্টর নিয়োগে মতানৈক্য, একমত হতে পারলেন না মোদি-রাহুল-CJI
Next CBI Director: CBI-এর পরবর্তী ডিরেক্টর কে হবেন, তা নির্বাচন করতে সোমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না।

নয়াদিল্লি: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র প্রধান হিসেবে আরও একবছর কার্যকালের মেয়াদ বর্ধিত হতে পারে প্রবীণ সুদের। নয়া CBI- প্রধান নির্বাচন নিয়ে ঐক্যমত্য তৈরি হয়নি। তার জেরেই প্রবীণ সুদকে কাজ চালিয়ে যেতে বলা হতে পারে বলে খবর। নির্বাচন কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে এ নিয়ে ঘোষণা হতে পারে। (CBI Director Appointment)
CBI-এর পরবর্তী ডিরেক্টর কে হবেন, তা নির্বাচন করতে সোমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। বৈঠকে বেশ কয়েক জন IPS অফিসারের নাম উঠে এলেও, পরবর্তী CBI ডিরেক্টর বাছাই নিয়ে ঐক্যমত্যে পৌঁছনো যায়নি। আর তাতেও আরও একবছরের জন্য প্রবীণের কার্যকালের মেয়াদ বর্ধিত করার কথা ওঠে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। (Next CBI Director)
সোমবার প্রধানমন্ত্রীর দফতরে CBI নির্বাচন কমিটির বৈঠক বসে। সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত চলে বৈঠক। কিন্তু ঐক্যমত্য তৈরি না হওয়ায়, কোনও একটি নামে সিলমোহর দেওয়া সম্ভব হয়নি। গত দু’বছর ধরে CBI ডিরেক্টর হিসেবে পদে মোতায়েন রয়েছেন প্রবীণ। ২৫ মে তাঁর বর্তমান কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে নয়া CBI ডিরেক্টর নির্বাচন করা গেল না।
১৯৮৬ ব্যাচের, কর্নাটক ক্যাডারের IPS অফিসার প্রবীণ। CBI-প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কর্নাটকের DGP ছিলেন তিনি। বেল্লারি, রায়চূড়ের SP, বেঙ্গালুরু শহরের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), মহীশূর এবং বেঙ্গালুরুর CP, মরিশাস সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০২৩ সালের ২৫ মে CBI ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিন সদস্যের নির্বাচন কমিটিই CBI ডিরেক্টর নির্বাচন করেন। কমিটির মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। অন্য় দুই সদস্য হলেন লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি। ২০১৯ সালে CBI ডিরেক্টর নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে বলা হয়েছিল, ছ’মাসের কম কার্যকালের মেয়াদ বাকি রয়েছে, এমন কাউকে CBI ডিরেক্টর পদে অধিষ্ঠিত করা যাবে না। পাশাপাশি, কোনও CBI ডিরেক্টরের কার্যকালের মেয়াদ দু’বছরের কম হওয়া চলবে না বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিটির অনুমোদন ছাড়া বদলিও করা যাবে না কাউকে। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিটি CBI ডিরেক্টরের কার্যকালের মেয়াদ দু’বছরে বেঁধে দেয়।























