এক্সপ্লোর
Advertisement
রামমন্দির নির্মাণ ভারতকে শক্তিশালী রাষ্ট্র বলে তুলে ধরবে, বললেন আডবাণী
আগামীকাল অযোধ্য়ায় রামমন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে এহেন অভিমত আডবাণীর। কালকের দিনটি তাঁর ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময় হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
নয়াদিল্লি: ১৯৯০ এ সোমনাথ থেকে তিনি অযোধ্যা অভিমুখে যে রথযাত্রায় বেরিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে প্রবীণ লালকৃষ্ণ আডবাণী বললেন, তিনি বিশ্বাস করেন, রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতিতে ভরা দেশ হিসাবে তুলে ধরবে যেখানে সবাই ন্যয়বিচার পাবে, কাউকে বাইরে রাখা হবে না যা সুশাসনের পরাকাষ্ঠা রামরাজ্য নিয়ে আসবে।
আগামীকাল অযোধ্য়ায় রামমন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে এহেন অভিমত আডবাণীর। কালকের দিনটি তাঁর ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময় হতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষুদ্র, বিনম্র মনে ভাবি যে, রামজন্মভূমি আন্দোলনের সময় ভাগ্যের ফেরে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা যাত্রায় বেরিয়ে কেন্দ্রীয় ভূমিকা, কর্তব্য পালন করেছিলাম। ওই যাত্রা অসংখ্য অংশগ্রহণকারীর আবেগ, শক্তি, বাসনার মেলবন্ধন ঘটিয়েছিল। ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার ঐতিহ্যে শ্রী রামের এক শ্রদ্ধার আসন রয়েছে। রাম হলেন সম্মান, মর্যাদা, মাধুর্য্য ও শৃঙ্খলার মূ্র্ত রূপ। এই মন্দির তাঁর মহান গুণাবলী অনুসরণ করতে সব ভারতবাসীকে উদ্ধুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
আডবাণীর বয়স এখন ৯২। দেশে কোভিড অতিমারী সংক্রমণ ঘিরে উদ্বেগ, তাঁর বয়স, সব মাথায় রেখে কাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুসারে আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি আডবাণীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement