কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে মৃত মহিলা চিকিৎসকের নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে নবান্ন সূত্রে।
নবান্ন সূত্রে আরও খবর পাওয়া গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি কর হাসপাতাল সংলগ্ন সাড়ে ৩ একর জমিতে গড়ে তোলা হবে একটি নতুন ভবন। আরজি করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ওই ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে।
রাজ্য প্রশাসন সূত্রে আরও জানা গেছে, আজ বিকেল চারটে নাগাদ নবান্নে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি বৈঠকে বসবেন মুখ্যসচিব,স্বরাষ্ট্রসচিব,স্বাস্থ্যসচিব, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ওই বৈঠকে আরজি কর হাসপাতালের তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের নাম নিহত মহিলা চিকিৎসকের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
নবান্ন সূত্রে এই খবর যখন পাওয়া গেছে তখন নিহত মহিলা চিকিৎসকের খুনির উপযুক্ত শাস্তি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল করতে দেখা যায় বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের। তাঁরা মিছিল করে এসে আরজি কর হাসপাতালের সামনে আসতেই ভেতরে ঢুকতে তাঁদের বাধা দেয় পুলিশ। যা নিয়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের আত্মীয়রা। এদিকে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। শুধুমাত্র জরুরি বিভাগেই পরিষেবা দিচ্ছেন তাঁরা। চিকিৎসকের সংখ্যাও অন্যদিনের তুলনায় কম রয়েছেন। ফলে হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।