Andrey Botikov: শরীরে ক্ষতচিহ্ন, গলায় আটকে বেল্ট, খুন হলেন প্রথম কোভিড টিকার আবিষ্কারক!
Russian Scientist Murdered: রাশিয়ার গামালিয়া রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্সে সিনিয়র গবেষক হিসেবে কর্মরত ছিলেন ৪৭ বছর বয়সি আন্দ্রেই।
নয়াদিল্লি: অতিমারিতে যখন যুঝছে গোটা বিশ্ব, সর্বপ্রথম করোনার টিকা (ণধঘঅ োমমগলা) নিয়ে হাজির হয়েছিল রাশিয়া। তার কার্যকারিতা নিয়ে পশ্চিমি দেশগুলি সন্দেহ প্রকাশ করলেও, হু হু করে বিকিয়েছিল রাশিয়ার স্পুটনিক-ভি টিকা (Russian Scientist Murdered)। সেই টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুশ বিজ্ঞানী আন্দ্রেই বোতিকভের (Andrey Botikov)। তাঁর রহস্যমৃত্যুতে এই মুহূর্তে উত্তাল গোটা মস্কো। রুশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আন্দ্রেইকে।
হু হু করে বিকিয়েছিল রাশিয়ার স্পুটনিক-ভি টিকা
রাশিয়ার গামালিয়া রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্সে সিনিয়র গবেষক হিসেবে কর্মরত ছিলেন ৪৭ বছর বয়সি আন্দ্রেই। বৃহস্পতিবার মস্কোর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। তাদের দাবি, বচসা চলাকালীন আন্দ্রেইয়ের গলায় বেল্ট পরিয়ে, তাঁকে খুন করেন ২৯ বছরের সন্দেহভাজন ওই যুবক। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই খুন বলে দাবি রুশ তদন্তকারীদের।
এই নিয়ে খুনের মামলাও দায়ের করেছে রুশ তদন্তকারী সংস্থা। তাদের দাবি, অল্প সময়ের মধ্যেই হামলাকারীর অবস্থান জানা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন ওই যুবক। সেই মতো খুনের মামলা দায়ের করা হয়েছে। আগেও অপরাধ মামলায় ওই যুবকের নাম ছিল বলে দাবি তদন্তকারীদের।
খুনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে সন্দেহভাজন ওই যুবকের। আপাতত দুই মাসের জন্য হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। সন্দেহভাজন ওই যুবককে অ্যালেক্সেই জ়মানোভস্কি বলে শনাক্ত করা গিয়েছে। আন্দ্রেইয়কে কোপানোও হয়েছিল বলে দাবি পুলিশের। তাঁর শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। সন্দেহভাজন ওই যুবকের বান্ধবী, ১৮ বছরের ওলগা দুবোইস্কাকেও আটক করেছে পুলিশ।
খুনের মামলা দায়ের করেছে রুশ তদন্তকারী সংস্থা
ভাইরোলজিস্ট তথা গবেষক হিসেবে পরিচিতি তৈরি হয়েছিল আন্দ্রেইয়ের। করোনার টিকা স্পুটনিক-ভি তৈরির জন্য ২০২১ সালে তাঁকে ‘অর্ডার অফ দ্য মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারেও সম্মানিত করেন রুশ প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন। ২০২০ সালে স্পুটনিক-ভি টিকা তৈরি করেন যে ১৮ জন রুশ বিজ্ঞানী মিলে, আন্দ্রেই তাঁদের মধ্যে অন্যতম ছিলেন।