Bangladesh News: পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে, এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক, এবিপি আনন্দে বিস্ফোরক হাসিনা-পুত্র
Sajeeb Wazed Joy: ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্র প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দে ।

কলকাতা: মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) । বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই রায়কে ইতিমধ্যেই প্রহসন বলে উল্লেখ করেছেন হাসিনা । এবার সেই নিয়ে মুখ খুললেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) ।
ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্র প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দে । আমেরিকা থেকে এবিপি আনন্দে হাসিনা-পুত্র এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন । একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন হাসিনা-পুত্র ।
সজীব ওয়াজেদ জয় এবিপি আনন্দকে বলেছেন, 'বাংলাদেশের মাটি ব্যবহার করেই পাক-জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে । পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে ইউনূসের বাংলাদেশ । এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক ।'
এবিপি আনন্দে বিস্ফোরক কথাবার্তা বলেছেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় । সাফ বলেছেন, 'শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে জঙ্গি কার্যকলাপ হতে দেওয়া হয়নি । আমরা জঙ্গিদের আস্তানা ভেঙে দিয়েছিলাম । ইউনূস সরকার জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছে, তারা ভারতেও যাবে ।'
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনাও খুন হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন, জানিয়েছেন তাঁর পুত্র । সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'খুন হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা ।' যদিও বাংলাদেশের ছবি পাল্টাবে, আশ্বাস দিয়েছেন জয় । বলেছেন, 'আমরা আবার বাংলাদেশে ফিরে আসব, কোথাও পালিয়ে যাব না ।'
শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণাকে সম্পূর্ণ অবৈধ বলে আখ্যা দিয়েছেন হাসিনা-পুত্র । বলেছেন, 'অবৈধভাবে ঢাকার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে । শেখ হাসিনার কোনও আইনজীবীও দেওয়া হয়নি, পুরোটাই অবৈধ । বাংলাদেশে অবৈধ সরকার, খাটবে না ভারতের সঙ্গে প্রত্যপর্ণ চুক্তি ।' এবিপি আনন্দে এক্সক্লুসিভ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে ওয়াজেদ ।
হাসিনার সঙ্গেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) । আসাদুজ্জামান প্রথম সারির মুক্তিযোদ্ধাও । হাসিনা জমানায়, শেষ একদশক তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ।
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'বঙ্গবন্ধুর কন্যা । বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাংলার জয়গান করেছেন । বঙ্গবন্ধু কিছুই ভয় পেতেন না । ঠিক তাঁরই মেয়ে । ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত বইছে । ফাঁসি নিয়ে বঙ্গবন্ধু যেমন গান গেয়েছেন, ‘আমরা আবশ্যই ওভারকাম করব । আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব । আবার সুন্দর বাংলাদেশ তৈরি করব আমরা’ ।























