SIR-র বিরুদ্ধে প্রতিবাদ-কর্মসূচি! সাংসদদের মিছিল আটকালো পুলিশ, ব্যারিকেডে উঠলেন মহুয়া,সুস্মিতা, আটক রাহুল-প্রিয়ঙ্কা
এদিন জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল সংসদ থেকে মিছিল শুরু করেন বিরোধীরা । নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ECI) সদর দফতরের দিকে এগোতেই বিরোধীদের মিছিল আটকায় পুলিশ। সংসদের মকর দ্বার থেকে বের হয় প্রতিবাদ মিছিল ।

নয়াদিল্লি : ‘চুপি চুপি ভোটের কারচুপি’ .... 'ভোট চুরি মানছি না মানব না' হাতে পোস্টার, গলায় স্লোগান। সোমবার উত্তাল সংসদ চত্বর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) - এর বিরুদ্ধে একযোগে পথে নামেন বিরোধী সাংসদরা। সংসদ ভবন পের হতেই তাদের বাধা দেয় পুলিশ। আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে।
'ভোট চুরি ' বিরুদ্ধে স্লোগান
এদিন জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল সংসদ থেকে মিছিল শুরু করেন বিরোধীরা । নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ECI) সদর দফতরের দিকে এগোতেই বিরোধীদের মিছিল আটকায় পুলিশ। সংসদের মকর দ্বার থেকে বের হয় প্রতিবাদ মিছিল । লোকসভা এবং রাজ্যসভা উভয়ের কক্ষেরই বিরোধী দলের সাংসদরা অংশ নেন মিছিলে। কিন্তু সংসদ চত্বর ছাড়তেই পরিবহণ ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। স্লোগান তুলে ব্যারিকেডের ওপর উঠে পড়েন মহুয়া মৈত্র, সুস্মিতা দেবরা। একই সঙ্গে অখিলেশ যাদবও 'ভোট চুরি ' বিরুদ্ধে স্লোগান তোলেন। কর্মসূচিতে শামিল হয় আম আদমি পার্টিও।
সংজ্ঞা হারালেন মহুয়া, মিতালি
পরিবহণ ভবনের সামনে মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন প্রতিবাদরত সাংসদরা। কমিশনের বিরুদ্ধে স্লোগান শাউটিং শুরু হয়। অনেকেই আঞ্চলিক ভাষায় স্লোগান তোলেন। বাংলায় 'ভোট চুরি মানছি না মানব না' বলে গলা তোলেন তৃণমূল সাংসদরা। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিরোধী সাংসদদের। একে এরে আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী-সহ একাধিক সাংসদকে। বাসের মধ্যে সংজ্ঞা হারান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন আরেক তৃণমূল সাংসদ মিতালি বাগও। পুলিশের দাবি, পদযাত্রার জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি।
এদিন এই ইস্যুতে এদিন লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় কংগ্রেস ও আম আদমি পার্টি। হই-হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। অন্যদিকে, আলোচনার জন্য বেলা ১২টায় সময় দিয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। ৩০ জন প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়। তারপর সকাল সাড়ে ১১ টা নাগাদ সংসদ চত্বরে সব বিরোধীরা জড়ো হয়ে মিছিল বের করেন। ৬টি আঞ্চলিক ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান INDIA জোটের সদস্যরা।























