এক্সপ্লোর
চাষে ক্ষতির জেরে আত্মঘাতী কৃষক? খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

পূর্ব বর্ধমান: ফের পূর্ব বর্ধমানে আত্মঘাতী কৃষক। চাষে ক্ষতির জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পরিবারের দাবি,চার বিঘা জমিতে, ভাগে বোরো ধান চাষ করেছিলেন গলসির বাসিন্দা সুকুমার রুইদাস।চাষের জন্য স্থানীয় মহাজনের থেকে ২০ হাজার টাকা ঋণ করেন। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি। অভিযোগ, এ নিয়ে পরিবারে অশান্তিও চলছিল। পরিবারের দাবি, এর জেরেই সোমবার সকালে বিষ খান সুকুমার। ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতের দিকে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে বলেছেন, বাবার ২০ হাজার টাকার দেনা ছিল। গলসি- ২ নম্বর ব্লকের বিডিও অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন,চাষে ক্ষতির কারণে এই মৃত্যু কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় প্রশাসনের টিম যাবে। ক’দিন এই জেলারই ভাতারে এক ভাগচাষী আত্মঘাতী হন। ওই ক্ষেত্রেও পরিবার দাবি করেছিল, দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ধাক্কা সামলাতে না পেরেই আত্মহত্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















