এক্সপ্লোর
আদালতে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়

হাওড়া: হাওড়া আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। ২৫ এপ্রিল ভোটের দিন সালকিয়া শ্রীকৃষ্ণ প্রাথমিক শিক্ষা নিকেতনের বুথে এক ভোটারকে ধাক্কা মারধরের অভিযোগ ওঠে হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। মালিপাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করেন সোমা দাস নামে ওই ভোটার। রূপার বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এর প্রেক্ষিতেই আজ হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রূপা গঙ্গোপাধ্যায়। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















