এক্সপ্লোর
Advertisement
পর পর দুদিন দুই ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা, গ্রেফতার যুবক
কলকাতা: ২ দিনের ব্যবধানে বরানগরে দুই কলেজছাত্রীর উপর ব্লেড নিয়ে আক্রমণ। গ্রেফতার অভিযুক্ত।
প্রথমে বাইশ তারিখ। তারপর পঁচিশ। দু’দিন দুই তরুণীর উপর ব্লেড-হামলা। অভিযুক্ত যুবককে সোমবার গ্রেফতার করে বরানগর থানার পুলিশ।
রবিবার, রাত সাড়ে ন’টা নাগাদ বরানগরের বাসিন্দা, প্রথম বর্ষের ছাত্রী, প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে গলিতে আচমকা চড়াও হয় এক যুবক। সাইকেল এসে, থুতনির কাছে ব্লেড চালিয়ে পালায়।
রক্তাক্ত অবস্থায় বাড়ি ঢোকেন ওই কলেজ ছাত্রী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর যায় থানায়। রাতেই কলেজ ছাত্রীর থেকে অভিযুক্ত যুবকের বিবরণ নেয় পুলিশ। এর আগে,গত বাইশ তারিখ রাতে, বরানগরেই আরেক কলেজ ছাত্রীর গালে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায় এক যুবক। সেই তরুণীর দাবি, কানের দুল ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা চালায় দুষ্কৃতী।
বৃহস্পতিবারের পর রবিবার।
পর পর একই রকম ঘটনা ঘটায় নড়েচড়ে বসে পুলিশ ।সূত্রের খবর, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাই করে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত হয়ে যান, দুটি ঘটনার নেপথ্যে একই লোক। তারপর সোমবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
ধৃত শিবু বিশ্বাসের বাড়ি বরানগরেরই কুঠিঘাটে।
রবিবারের ঘটনায় আক্রান্ত তরুণীকে দিয়ে তাকে চিহ্নিতও করানো হয়েছে। ওই কলেজ ছাত্রীর বাড়ির বাইরে এখন ২৪ ঘণ্টা পুলিশি পাহারা।
কিন্তু, বাড়ির লোক এখনও আতঙ্কে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক জেরায় দাবি করেছে, সে একটি কারখানায় কাজ করত। দু’মাস ধরে চাকরি নেই। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছে।
ধৃতের বয়ানের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩২৬ ধারায় জামিন অযোগ্য গুরুতর আঘাতের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement