এক্সপ্লোর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'সহবাস', জোর করে বিধবার 'গর্ভপাত', গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

মুর্শিদাবাদ: ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’।গ্রেফতার সিভিক ভলান্টিয়ার।মুর্শিদাবাদের বড়ঞার সাটিতাড়া গ্রামের ঘটনা। মহিলার দাবি,বছর ছয়েক আগে তাঁর স্বামী মারা যান। এরপর বড়ঞা থানার সিভিক ভলান্টিয়ার গোপাল দাসের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন গোপাল। মাস ছয়েক আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে গর্ভপাত করানো হয়। রবিবার বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সোমবার সকালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















