Aushgram Barachowmatha Sweet Shop: সীতাভোগ-মিহিদানার পর বর্ধমানের সেরা মিষ্টির তালিকায় নতুন সংযোজন বড়ার মন্ডা
ভোজন রসিক বাঙালির মিষ্টি প্রিয়দের কাছে নতুন ডেস্টিনেশন এনএইচ ২ বি এর উপর আউশগ্রামের বড়াচৌমাথা। এখানকার মন্ডার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে।
কমলকৃষ্ণ দে, আউশগ্রাম (পূর্ব বর্ধমান): মাছে ভাতে বাঙালির শেষ পাতে একটু মিষ্টি চাই চাই। তবে সেই মিষ্টি যদি হয় বড়ার মন্ডা, তাহলে তো তার জুড়ি মেলা ভার। বর্ধমানের সঙ্গে জড়িয়ে রয়েছে সীতাভোগ-মিহিদানার নাম। খ্যাতি লাভ করেছে শক্তিগরের ল্যাংচাও। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে আউশগ্রামের বড়া চৌমাথার মন্ডা। ফলে ভোজন রসিক বাঙালি বা মিষ্টি প্রিয়দের কাছে নতুন ডেস্টিনেশন এনএইচ ২ বি-এর উপর আউশগ্রামের বড়া চৌমাথা। এখানকার মন্ডার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ছে। আর তাই, বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়গাড়ি থামিয়ে একবার মন্ডা খেতে অনায়াসে নেমে পড়েন বড়া চৌমাথায়।
কলকাতা থেকে তারাপীঠ অথবা বোলপুর শান্তিনিকেতন যাওয়া বা উত্তরবঙ্গ যাওয়ার জন্য অন্যতম রাস্তা এনএইচ ২ বি। জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা এই ছোট্ট জনপথে অনেকেই দাঁড়িয়ে পড়েন। তারপর চা, সিঙাড়া খাওয়ার পাশাপাশি বড়ার মন্ডা কিনতে ভোলেন না পর্যটকরা। মুখে দিলেই সন্দেশের মতো মিলিয়ে যায় এই মন্ডা। ৫-১৫ টাকা পর্যন্ত দামের মন্ডা রয়েছে বড়া চৌমাথায়।
যে মিষ্টির সুনাম এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, কীভাবে তৈরি হয় সেই মিষ্টি? জানা যাচ্ছে যে, ছানার সঙ্গে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে এই সুস্বাদু মন্ডা তৈরি করেন এখানকার কারিগররা। ফলে এর স্বাদও হয় অসাধারণ। তবে কারিগরদের মতে, মন্ডার দুর্দান্ত এই স্বাদ পুরোটাই নির্ভর করছে এর পাকের উপর। তাঁদের মতে, ঠিক মতো পাক দিতে না পারলে কমে যায় মন্ডার মান। তাই সেইদিকে তীক্ষ্ণ নজর থাকে ময়রার। কোনও কারণেই মন্ডার মান কমাতে রাজি নন তাঁরা। আর গত বেশ কয়েক বছর ধরে সেই কাজে সিদ্ধহস্ত বড়ার মন্ডার কারিগররা। ফলে মন্ডার লোভ কিছুতেই ছাড়তে পারেন না। স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে আসা সাধারণ মানুষের পছন্দের মিষ্টি এই মন্ডা। দোকানে বসে খাওয়া ছাড়াও বাড়ির জন্যও তাঁরা নিয়ে যান বড়া চৌমাথার এই স্পেশাল মন্ডা।