এক্সপ্লোর
পাশে রক্তাক্ত স্বামী, নন্দীগ্রামে গৃহবধূর রহস্যমৃত্যু

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দক্ষিণ কেন্দামারিতে রহস্যময়ভাবে মারা গেলেন এক গৃহবধূ। শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। পাশেই ছিলেন সংজ্ঞাহীন, রক্তাক্ত স্বামী। মৃতার নাম দিপালি ওঝা। স্থানীয় সূত্রে খবর, বছরচারেক আগে উত্তম ওঝার সঙ্গে বিয়ে হয় দীপালির। তাঁদের একটি বছরদুয়েকের কন্যাসন্তান রয়েছে। আজ সকালে প্রতিবেশীরা দেখতে পান দিপালির ঝুলন্ত দেহ। উত্তমকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিপালির পরিবারের অভিযোগ, স্বামীই খুন করেছেন তাঁকে। স্বামী স্ত্রীর বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















