এক্সপ্লোর
চাঁদার ‘জুলুম’, প্রৌঢ়কে ধাক্কা, হাসপাতালে মৃত্যু

হাওড়া: চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রৌঢ়কে ধাক্কা, পরে হাসপাতালে মৃত্যু। দাবি পরিবারের। হাওড়ার নিশ্চিন্দার ঘটনা। বর্ধমানের মির্জাপুরেও এক ছবি।কালীপুজোর আগে দিকে দিকে চাঁদার ‘জুলুম’! হাওড়ার নিশ্চিন্দায় প্রাণ গেল প্রৌঢ়ের।বর্ধমানের মির্জাপুরে আক্রান্ত ব্যক্তি। পরিবারের দাবি, এরপরই মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান প্রৌঢ় দুলাল সেন। প্রথমে তাঁকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় উত্তরপাড়ার এক নার্সিংহোমে। প্রৌঢ়কে ভেলিন্টেশনে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে নার্সিংহোমেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ২ ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হয়েছে। বর্ধমানের মির্জাপুরেও এক ছবি। রোগীকে নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে চাঁদা আদায় এবং প্রতিবাদ করলে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















