আন্তঃরাজ্য মাদক পাচার-চক্রের পর্দাফাঁস, উদ্ধার প্রায় ৫০০ কেজি মাদক, আটক ৪

মুর্শিদাবাদ: আন্তঃরাজ্য মাদক পাচার-চক্রের পর্দাফাঁস! একরাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মুর্শিদাবাদে! পুলিশের জালে ৪ মাদক পাচারকারী! মঙ্গলবার সন্ধ্যে ৬টা নাগাদ মুর্শিদাবাদের বহরমপুরের উত্তরপাড়া মোড়ে একটি পণ্যবাহী গাড়ি আটকায় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৪৩৮ কেজি গাঁজা! মাদক পাচারের অভিযোগে, গাড়ি চালক ভক্তি ভূষণ ও আহমেদ শেখকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অসম থেকে কোচবিহার হয়ে নদিয়ার হোগলবেড়িয়ায় পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ মাদক। এই অভিযানের ঘণ্টা তিনেক পরেই, রাত ১০টার সময়, মুর্শিদাবাদের সূতির অজগরপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশিতে ৪০ কেজি মাদক উদ্ধার হয়! গ্রেফতার করা হয় অসমের কোকড়াঝাড়ের বাসিন্দা অর্জুন সূত্রধর ও কালাম শেখকে। মাদক পাচারের আন্তঃরাজ্য চক্রের পাণ্ডাদের হদিশ পেতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।






















