এক্সপ্লোর
অধিগৃহীত জমিতে শিল্পই চাই, আবাসন নয়, বিক্ষোভ বীরভূমের শিবপুরে

বীরভূম: ফের জমি আন্দোলনে উতপ্ত বীরভূম। রঘুনাথপুরের পর এবার উতপ্ত বোলপুরের শিবপুর মৌজা। অধিগহীত জমির ভেতরে ঢুকে নির্মাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর। সংস্থার আধিকারিকদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। চরমে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় হাজির বিরাট পুলিশ বাহিনী। অবশেষে মঙ্গলবার এলাকার বিধায়ক ও রাজ্যের বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে আলোচনার প্রস্তাব পেলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনার সূত্রপাত, সোমবার সকালে। স্থানীয় সূত্রে খবর, রাজ্য সরকারের অধিগৃহীত এই ২০০ একর জমিতে আবাসন তৈরির কাজ শুরু করতে যান কর্মীরা। বাধা দেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, শিল্পের জন্য নেওয়া জমিতে শিল্পই করতে হবে। নইলে ফিরিয়ে দিতে হবে জমি। এই জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। ২০০২ সালে, শিল্প স্থাপনের জন্য শিবপুর মৌজার এই জমিটি অধিগ্রহণ করে বাম সরকার। কিন্তু সেসময় তীব্র প্রতিবাদ করে তৃণমূল। কার্যত তৃণমূলের নেতৃত্বেই হয় আন্দোলন। পরে জোর করে ফের জমির দখল নিয়ে নেন কৃষকরা। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এখানে আবাসন প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম থেকেই তার প্রতিবাদ করছেন জমিদাতারা। এবার আরও জোরাল আন্দোলন শুরু করছেন জমিদাতারা। এর আগে বীরভূমের রঘুনাথ পুরেও বাম আমলে অধিগৃহীত জমি ফেরত চেয়ে শুরু হয়েছিল আন্দোলন। এবার আন্দোলন বোলপুরের শিবপুরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















