এক্সপ্লোর
বছর গড়ালেই রাজ্যে পঞ্চায়েত ভোট, কৃষিজমির খাজনা মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

খড়্গপুর: নোট বাতিলের ধাক্কায় ঠিকমতো খরিফ চাষ হয়নি। আলুচাষিরা দাম পায় না। এতে আমার সরকারের ১২০ কোটি থেকে ২০০ কোটি টাকা আয় হবে না। তবু মনে করি চাষিদের স্বার্থে... কৃষিজমির খাজনা মকুব করা প্রয়োজন। সব জেলার জন্যই সেটা হল। এই সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রকেও খোঁচা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরেই কৃষিঋণ মকুবের দাবি জানাচ্ছে কংগ্রেস। সম্প্রতি যন্তর-মন্তরে তামিলনাড়ুর কৃষকদের ধর্না মঞ্চে গিয়ে ফের এই দাবি তোলেন রাহুল গাঁধী। এদিন কৃষি জমির খাজনা মকুব করার জন্য কেন্দ্রকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ইস্তেহারেও বিজেপি বলেছিল, ক্ষমতায় এলে তারা কৃষিঋণ মকুব করবে। কিন্তু, মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর দু’সপ্তাহ কেটে গেলেও এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বিরোধীরা কটাক্ষের সুরে প্রশ্ন করছে, কসাইখানা বন্ধ করতে কিংবা অ্যান্টি রোমিও স্কোয়াড বানাতে বিন্দুমাত্র বিলম্ব না করলেও, কৃষকদের ঋণ মকুবের ঘোষণা করতে কেন এত সময় নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার? এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কৃষিজমির খাজনা মকুব করার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, বিরোধীরা তড়িঘড়ি এই পদক্ষেপকে সাধুবাদ দিতে নারাজ। বিগত ভোটগুলিতে গ্রাম ঢেলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ ও কৃষক ভোটব্যাঙ্ক আরও সুসংহত করতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারস্ট্রোক? প্রশ্ন রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি যখন পশ্চিমবঙ্গের মাটিতে কামড় বসাতে চাইছে, তখন কৃষিজমির খাজনা মকুবের সিদ্ধান্ত গ্রামাঞ্চলের মন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















