এক্সপ্লোর
ক্রিকেটে বাজি ধরা নিয়ে বচসা, মালদায় আক্রান্ত যুবক

মালদা: হাওড়ার পর মালদা। ক্রিকেট খেলা ঘিরে বাজি ধরা নিয়ে ফের বন্ধুদের হাতে আক্রান্ত যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিল্কি গ্রামে। আহত যুবক হাসপাতালে ভর্তি। অভিযুক্তরা পলাতক। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ক্রিকেট ম্যাচ চলাকালীন স্থানীয় যুবক সফিকুল শেখকে বাজি ধরতে বলেন তাঁর দুই বন্ধু আন্নুর শেখ ও সাদ্দাম শেখ। বাজি ধরতে রাজি হননি সফিকুল। অভিযোগ, এর জেরে দুই বন্ধু সফিকুলকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেন। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















