৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, বিভিন্ন জেলায় শুরু বৃষ্টি
কলকাতা: চৈত্রের শুরুতেই কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শিলাবৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ নিতাইচন্দ্র ভট্টাচার্য বলেন, মধ্যপ্রদেশ থেকে তেলঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে হচ্ছে বৃষ্টি। স্বাভাবিকের থেকে ১ থেকে কম হবে তাপমাত্রা। কলকাতার সঙ্গে ভিজতে শুরু করেছে জেলা। পূর্ব মেদিনীপুরের দিঘা ও রামনগরে কয়েক পশলা শিলাবৃষ্টি হয়েছে। হুগলির বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও এক ছবি। সকাল থেকে মুখভার ছিল আকাশের। বেলা বাড়তেই বৃষ্টিপাত। বেলপাহাড়িতে বাজ পড়ে একজনের মৃত্যুও হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বষ্টি হয়েছে। পুরুলিয়াতেও কয়েক পশলা বৃষ্টিতে গা ভিজিয়েছে শহরবাসী। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি। মার্চে হঠাৎ বৃষ্টি মন্দ লাগছে না রাজ্যবাসীর। কিন্তু, শরীর নিয়ে সাবধান! আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে শরীর বিগড়োলে কিন্তু মুডও বিগড়োতে বাধ্য।