বেআইনি স্টল ভাঙা পজডার সুযোগে হাওড়া স্টেশনে চলছে জলের কালোবাজারি
![বেআইনি স্টল ভাঙা পজডার সুযোগে হাওড়া স্টেশনে চলছে জলের কালোবাজারি Packaged drinking water bottles sold at higher price at Howrah Station বেআইনি স্টল ভাঙা পজডার সুযোগে হাওড়া স্টেশনে চলছে জলের কালোবাজারি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19223451/hwh-water-black-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া: হাওড়া স্টেশনে চড়া দামে বিকোচ্ছে বোতলবন্দি পানীয় জল। আর সেটাউ কিনে খেতে হচ্ছে রেলযাত্রীদের। কারণ, সম্প্রতি লাইসেন্স পুনর্নবীকরণ না করার অভিযোগে হাওড়া স্টেশনে ৯২টি স্টল ভেঙে দিয়েছে রেল। পানীয় জল থেকে চা-বিস্কুট--সবকিছুই মিলত এই সব স্টলে। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে অসাধু কারবারিরা। প্রকাশ্যে চলছে পানীয় জলের কালোবাজারি। জল বিক্রেতার স্বীকারোক্তি, ১৫ টাকার জল, ২০ টাকায় বিক্রি করছি। হাওড়া স্টেশনে রোজ ১০ লক্ষেরও বেশি যাত্রীর যাতায়াত। অনেকের সঙ্গেই খাবার বা পানীয় জল থাকে না। তাই স্টেশন থেকে কিনে নিতেন তাঁরা।কিন্তু এখন এতগুলি স্টল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। খরচ করতে হচ্ছে বাড়তি কড়ি। এনিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য, সমস্যা সমাধানে শীর্ঘই ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি বলেই স্টলগুলি ভেঙে দেওয়া হয়েছে। নতুন স্টলের জন্য টেন্ডার ডাকা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)