এক্সপ্লোর
মেমারিতে প্রতিবন্ধী নাবালিকাকে ‘ধর্ষণ’, গ্রেফতার অভিযুক্ত

বর্ধমান: মুখ দিয়ে কথা বেরোয় না। রয়েছে বধিরত্বও। অন্যের সাহায্য ছাড়া চলে না। এরকম এক অসহায় নাবালিকারও নির্যাতনের হাত থেকে রেহাই মিলল না! ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মেমারি। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে নাবালিকা বাড়িতে একাই ছিল। সেই সময় ভাদু দুর্লভ নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামেরই জামাই। কিশোরীর চিৎকার শুনে এক আত্মীয় ছুটে এলে, ধরা পড়ে যায় অভিযুক্ত। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতিতার। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















