এক্সপ্লোর
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি,জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা,বাঁকুড়ায় বাজ পড়ে মৃত ৪,উত্তরবঙ্গেও ঢুকল মৌসুমি বায়ু

কলকাতা: সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। বাঁকুড়ায় বাজ পড়ে মৃত ৪। জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। ব্যাহত যানচলাচল। আগামীকালও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুরুতেই চালিয়ে খেলতে শুরু করেছে বর্ষা। সোমবারই শহরে ঢুকেছে বর্ষা। মঙ্গলবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে ভাসল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। এদিনও দুপুরের শহর ছেয়ে যায় কালো মেঘে। নেমে আসে রাতের অন্ধকার। টানা এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন অংশ। জমা জলের জেরে ধীর হয়ে যায় যানবাহনের গতি। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এর মধ্যে ডাফরিন রোডে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। দ্রুত গাছ সরানোর ব্যবস্থা করেন পুরকর্মীরা। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ৮৪ মিলিমিটার, জোকায় ৫৮.১৭ মিলিমিটার, বেহালায় ৫৫ মিলিমিটার, পাটুলিতে ৪৬.২৩ মিলিমিটার। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। এর মধ্যে বাঁকুড়ায় বাজ পড়ে মা-মেয়ে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টা বৃষ্টিপাত চলবে রাজ্যে। অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গেও ঢুকে পড়েছে মৌসুমি বায়ু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















