WB By-Poll Result: ভিকট্রি সাইন নয়, তিন আঙুল দেখিয়ে সেলিব্রেশন মমতার, কিন্তু কেন?
ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় উৎসব।
কলকাতা: ভবানীপুর উপনির্বাচনের ফলাফলে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী। জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। তবে শুধু ভবানীপুর নয় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও বিপুল ভোটে জিতছেন তৃণমূল প্রার্থীরা। তাই ভিকট্রি সাইন নয়, তিন আঙুল দেখিয়ে সেলিব্রেশন মমতার।
সামশেরগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ২৬ হাজার ১১১ ভোটে জয়ী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ৭১ হাজার ৬৬৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জঙ্গিপুরে তৃণমূলের এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৬৬.২১ শতাংশ। জঙ্গিপুরে বিজেপির এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ২৫.৫৮ শতাংশ।
ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় উৎসব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হয় বিজয়োত্সব। হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস।
আরও পড়ুন, মমতাদির জয়ই সত্যের জয়, টুইটে শুভেচ্ছা অখিলেশ যাদবের
গুঁইয়াদহ গ্রামে সবুজ আবীর মেখে, ডিজে বক্স বাজিয়ে হয় নাচ। পিংলায় বিজয় মিছিল করেন তৃণমূলকর্মীরা। মালদার ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী,সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ। চলল আবীর খেলা। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে। বীরভূমের রামপুরহাটে দলীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের নিয়ে আবীর খেলায় মাতলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহরের কার্জন গেটে সবুজ আবীর খেলে বিজয়োত্সব পালন তৃণমূল কর্মী, সমর্থকদের। আসানসোল সিটি বাস স্ট্যান্ডেও আবীর মেখে উত্সব আইএনটিটিইউসি-র সদস্যদের।
আরও পড়ুন, ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার
এদিকে, ভোটের ফল প্রকাশের পর হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে এও বলা হয়েছে, অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর কোনওরকম বিজয় উত্সব পালন করা যাবে না।