Mamata Banerjee: অক্টোবরে রোমে আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে
সমাজসেবায় তাঁর অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন।
কলকাতা: আগামী অক্টোবরে অক্টোবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সমাজসেবায় তাঁর অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন।
৬ অক্টোবর রোমে ২ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলকেও। বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্যেও মমতাকে শুভেচ্ছা জানানো হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে।
এই আমন্ত্রণ গ্রহণ করলে তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার রোম সফর। এর আগে মাদার টেরেসাকে সন্ত ঘোষণার সময়ও ২০১৬-তে রোমে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় সাত বার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি কেন্দ্রে রেল, কয়লা ও ক্রীড়া মন্ত্রকেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০১১-তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় টানা তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিগত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবারই বিদেশি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছিলেন।
তিন বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জার্মানি ও ইতালি সফর করেছিলেন। ওই সময় তিনি জার্মানির ফ্রাঙ্কফার্টে ইন্দো-জার্মান কমার্স ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেইসঙ্গে ইতালির মিলান শহরে শারোদৎসব ও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশী লগ্নিকারীদের রাজ্যে লগ্নি নিয়ে আমন্ত্রণ জানাতে ওই সফর করেছিলেন মুখ্যমন্ত্রী।
রোমের ওই সংগঠনের পক্ষ থেকে সমাজসেবায় অবদানের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলও।
আগামী অক্টোবরে মুখ্যমন্ত্রীকে রোমে শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে কমিনিউনিটি অফ সন্ত এগিডিও। সমাজসেবাই এই সংগঠনের লক্ষ্য। আগামী ৬ ও ৭ অক্টোবর সংগঠনের উদ্যোগে শান্তি সম্মেলন হবে।