WB Election 2021 Voting LIVE: বিকেল ৫ টা পর্যন্ত  ভোটের হার ৭৬.০৭ শতাংশ

West Bengal Election 2021, Eighth Phase Voting Percentage LIVE Updates: 'হামলার নেপথ্যে পিসি-ভাইপোর গুণ্ডারা', বলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Apr 2021 06:13 AM
WB Election 2021 Voting LIVE: বিকেল ৫ টা পর্যন্ত  ভোটের হার ৭৬.০৭ শতাংশ

বিকেল ৫ টা পর্যন্ত  ভোটের হার ৭৬.০৭ শতাংশ।


মালদায় ৮০.০৬, মুর্শিদাবাদে ৭৮.০৭, কলকাতা উত্তর ৫৭.৫৩, বীরভূম ৮১.৮৭ শতাংশ ভোট পড়েছে।

WB Election 2021 LIVE:  ইলামবাজারে জয়দেবের ছোট চক গ্রামে ব্যাপক বোমাবাজি

ইলামবাজারে ফের উত্তেজনা। জয়দেবের ছোট চক গ্রামে ব্যাপক বোমাবাজি। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।

WB Election 2021 Voting LIVE: ডোমকলে ২৩টা তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ভোটের দিন ডোমকলের লস্করপুর রমনাপাড়ায় বুথের কাছে ২৩টা তাজা বোমা উদ্ধার। খেতের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। ভোটের জন্য ওই এলাকায় বোমা মজুত করা হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।

WB Election 2021 LIVE:  অকারণে 'লাঠিচার্জ' বাহিনীর,  ট্যাংরায় উত্তেজনা

ট্যাংরায় গোবিন্দ ফটিক রোডে উত্তেজনা। জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী। অকারণে লাঠিচার্জের অভিযোগ।

WB Election 2021 Voting LIVE: বুথের বাইরে বসে বিজেপি এজেন্ট, সামাজিক দূরত্ব বিধি মানতেই করা হয়েছে, দাবি প্রিসাইডিং অফিসারের

জোড়াসাঁকোর ২৩২ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টকে বুথের বাইরে বসিয়ে রাখার অভিযোগ। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। সামাজিক দূরত্ব বিধি মানার জন্যই ওই এজেন্টকে বাইরে বসিয়ে রাখা হয়। জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।

WB Election 2021 LIVE:  বোলপুরের ধরমপুরে বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, ভাঙা হল গাড়ির কাচ

দফায় দফায় সংঘর্ষ বোলপুরে। জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। এবার ধরমপুরে বিক্ষোভের মুখে অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ধরমপুরে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পাথর ছোড়াছুড়ি হয়। বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। পাল্টা হামলা হয়। সবমিলিয়ে রণক্ষেত্রর চেহারা নেয় বোলপুর। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের সামনেই হামলা তৃণমূলের, অভিযোগ অণির্বানের। 'হার বুঝতে পেরে হামলা তৃণমূলের। নেপথ্যে পিসি-ভাইপোর গুণ্ডারা', বলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ। 
পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়, অনির্বাণই অশান্তিতে প্ররোচনা দেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন বলেও দাবি শাসক শিবিরের। পরে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। 

WB Election 2021 Voting LIVE: পুলিশের সামনেই মারধর-হাতাহাতি, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

WB Election 2021 Voting LIVE: পুলিশের সামনেই মারধর-হাতাহাতি, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার


https://twitter.com/ANI/status/1387690507623489537

WB Election 2021 Voting LIVE: ‘প্রার্থীর পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে না’, মীনাদেবী পুরোহিতকে প্রিসাইডিং অফিসার

জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থীকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। বৈধ সচিত্র পরিচয় না থাকার অভিযোগে বাধা। ‘প্রার্থীর পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে না’, প্রার্থী মীনাদেবী পুরোহিতকে জানিয়ে দেন প্রিসাইডিং অফিসার। মীনাদেবীর দাবি, প্রতিবার, তিনি প্রার্থী কার্ড দেখিয়েই ভোট দেন। কিন্তু, তাঁর কথা শোনেননি প্রিসাইডিং অফিসার। আধ-ঘণ্টা ধরে বুথে দাঁড়িয়ে ছিলেন প্রার্থী। তাঁর বাড়ি থেকে ভোটার কার্ড আনানো হয়। সেই দিয়ে তিনি ভোট দেন। 

WB Election 2021 LIVE:  বালতিতে রয়েছে বোমা, খবর গেল বম্ব ডিজপোজাল স্কোয়াডে

ভোটের দিন ডোমকলের লস্করপুর রমনাপাড়ায় বুথের কাছে বালতিতে বোমা রাখা আছে সন্দেহ। 

WB Election 2021 Voting LIVE: তেলেঙ্গাবাগানে বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ বাহিনীর, প্রতিবাদ সাধন-কন্যা শ্রেয়ার

তেলেঙ্গাবাগানে বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে পথে নামলেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। 

WB Election 2021 LIVE:  প্রতিবেশীর হয়ে ভোট দেওয়ার অভিযোগ, আটক যুবক

খড়গ্রাম বিধানসভার এ এম হাইস্কুলের ১২১ নম্বর বুথে প্রতিবেশীর হয়ে ভোট দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে আটক করে বুথেই বসিয়ে রাখেন সেক্টর অফিসার।

WB Election 2021 Voting LIVE: বুথে গিয়ে জীবিত ভোটার দেখলেন তালিকায় তিনি মৃত!

তিনি জীবিত। কিন্তু, ভোট দিতে বুথে গিয়ে দেখলেন তালিকায় তাঁকে মৃত বলে উল্লেখ! ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের সিংহপাড়ায়। ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বিডিও অফিসে ছুটলেন ভোটার।

WB Election 2021 LIVE:  খয়রাশোলে বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খয়রাশোলে বিজেপি কর্মীকে মারধর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

WB Election 2021 Voting LIVE: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.১৯ শতাংশ, জানাল কমিশন

সকাল ১১টা পর্যন্ত মোট ভোটদানের হার ৫৬.১৯ শতাংশ। জেলাওয়াড়ি ভোটের হার-- মালদা ৫৮.৭৮ শতাংশ। মুর্শিদাবাদ ৫৮.৮৯ শতাংশ। উত্তর কলকাতা ৪১.৫৮ শতাংশ। বীরভূম ৬০.০৮ শতাংশ

WB Election 2021 LIVE:  পুলিশের সামনেই মারধর-হাতাহাতি, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার। ইলামবাজারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। শুরু হয়ে যায় হাতাহাতি। চলে লাথি। পুলিশের সামনেই মারধর, হাতাহাতি। ছোড়া হয় পাথরও। তৃণমূলের অভিযোগ, বোলপুরের বিজেপি প্রার্থীই গোলমাল পাকাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেন বিজেপি প্রার্থী। কমিশনে নালিশ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল বাহিনী। 

WB Election 2021 Voting LIVE: 'দুটি বড় ধরনের চকোলেট বোমা ফেটেছে', মহাজাতি সদন ঘটনায় জানাল কমিশন

মহাজাতি সদনের সামনে 'বোমাবাজি'-র ঘটনায় প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের। 'বোমা নয়, দুটো নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে। দুটি বড় ধরনের চকোলেট বোমা ফেটেছে', এমনটাই জানাল কমিশন। 

WB Election 2021 LIVE: 'জোর করে ভোটের কাজে নিযুক্ত করিয়েছে বিডিও', বিস্ফোরক অভিযোগ মালদার করোনা সংক্রমিত আশাকর্মীর

মালদার ১৭০ নম্বর বুথে করোনা সংক্রমিত আশাকর্মী ভোটের কাজে নিযুক্ত বলে অভিযোগ। জোর করে ডিউটিতে পাঠিয়েছেন বিডিও। অভিযোগ আশাকর্মীর। যদিও, তা অস্বীকার করেছেন বিডিও। এদিকে, কমিশন জানিয়েছেন, ওই আশাকর্মী সংক্রমিত জেনে গতকালই অন্য একজনকে সেখানে ভোটের ডিউটির জন্য নিয়োগ করা হয়েছিল। তারপরেও ওই আশাকর্মী আজ কীভাবে ভোটের ডিউটি করছেন, তা কমিশন জানতে চেয়েছে। অনুমান, তাঁকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ, সেটা হয়তো তাঁর কাছে সময়মতো পৌঁছয়নি। 

WB Election 2021 Voting LIVE: নানুরে ভোটারদের ভয় দেখিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নানুরে ভোটারদের ভয় দেখিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE: নারকেলডাঙায় ভোটারদের উপর 'লাঠিচার্জ' কেন্দ্রীয় বাহিনীর

মানিকতলা বিধানসভার নারকেলডাঙা মেন রোডে ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জওয়ানদের লাঠির বাড়িতে এক মহিলা হাতে চোট পান বলে অভিযোগ। ঘটনাস্থলে যান মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে।

WB Election 2021 LIVE: ইস্যু হয়েছে পোস্টাল ব্যালট, লাইনে ভোট দিতে পারলেন না কলেজ পড়ুয়া

বিশেষভাবে সক্ষম হিসেবে তাঁর নামে পোস্টাল ব্যালট ইস্যু হওয়ায় ভোট দিতে পারলেন না কলেজ পড়ুয়া বাবন বাদ্যকর। দুবরাজপুর বিধানসভার লোকপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ নম্বর বুথের ঘটনা। ওই ভোটারের দাবি, সকালে ভোট দিতে গিয়ে জানতে পারেন, বিশেষভাবে সক্ষমদের কোটায় তাঁর নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে। প্রিসাইডিং অফিসার জানান, বিষয়টি তিনি কমিশনে জানাবেন। যদিও শেষপর্যন্ত ভোট দিতে পারেননি ওই ভোটার।

WB Election 2021 Voting LIVE: বৈষ্ণবনগরে ভোটের লাইনে বচসা, বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে 'আঘাত' তৃণমূল কর্মীর

বৈষ্ণবনগরের সাহাবান চক এলাকায় বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে আঘাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে ভোট চলাকালীন লাইনে দাঁড়িয়ে তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি কর্মীর বচসা শুরু হয়। তার জেরে তৃণমূল কর্মী রফিকুল শেখ বিজেপি কর্মী সুকুমার সাহাকে কাঁচি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। 

WB Election 2021 LIVE: মানিকতলায় ফের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ

মানিকতলায় ফের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ১৬৭ নম্বর বুথে কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। কল্যাণ চৌবে ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ তৃণমূলের। তাঁকে ঘিরে কেন বারবার বিক্ষোভ? কল্যাণ চৌবে বলেনস, ভিতরে বিজেপি মহিলা এজেন্টকে হুমকি দেওয়া হয়। আমি আসলে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমাকে 'লাইফ থ্রেট' করা হচ্ছে। আমি প্রাণহানির আশঙ্কা বোধ করছি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কল্যাণ এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। 

WB Election 2021 Voting LIVE: এন্টালিতে মাইকিং করে ভোটারদের দূরত্ব বিধি বজায় রাখার আবেদন পুলিশের

এন্টালি বিধানসভার ধাপা রোডের একটি বুথে ভোটের লাইনে গাদাগাদি ভিড়। মাইকিং করে সবাইকে দূরত্ব বিধি বজায় রাখার আবেদন পুলিশের। 

WB Election 2021 LIVE: বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে 'হামলা'

বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজারের ১১৫ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB Election 2021 Voting LIVE: মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন অনুব্রত মণ্ডল

বাড়ি থেকে বের হলেন অনুব্রত মণ্ডল। ভোট শুরুর পাঁচ ঘণ্টা পর বের হলেন বাড়ি থেকে। বাইকে করে ভোট দিতে গেলেন অনুব্রত মণ্ডল। মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি।। সঙ্গে যাচ্ছেন জওয়ানরা। 

WB Election 2021 Voting LIVE: তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফের আইজি

ভোটের দিন সকালে তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফের আইজি।

WB Election 2021 LIVE: খয়রাশোলে বুথের কাছেই জঙ্গল থেকে উদ্ধার বস্তাভর্তি সকেট বোমা

ভোটের দিন খয়রাশোলের কদমডাঙা জে বি স্কুলের কাছে বুথের কাছেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার বস্তাভর্তি সকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভোটের দিন সকালে ২০টিরও বেশি বোমা উদ্ধার করে পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

WB Election 2021 Voting LIVE: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮ শতাংশ, জানাল কমিশন

সকাল ১১টা পর্যন্ত মোট ভোটদানের হার ৩৭.৮ শতাংশ। জেলাওয়াড়ি ভোটের হার-- মালদা ৪১.৫৮ শতাংশ। মুর্শিদাবাদ ৪১.০৪ শতাংশ। উত্তর কলকাতা ২৭.৬০ শতাংশ। বীরভূম ৩৮.১১ শতাংশ

WB Election 2021 LIVE: পুলিশের সঙ্গে বচসায় চৌরঙ্গির বিজেপি প্রার্থী

চৌরঙ্গি বিধানসভার রানি রাসমণি হাইস্কুলের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী দেবদত্ত মাঝি। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই স্থানীয় তৃণমূল নেতা ভোটারদের প্রভাবিত করছেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: বাহিনীর তত্‍পরতায় তৃণমূলের ছব বানচাল হয়েছে, দাবি অধীরের

বিধানসভা নির্বাচনেও পঞ্চায়েত ভোটের ছক নিয়েছিল তৃণমূল। কিন্তু, কেন্দ্রীয় বাহিনীর তত্‍পরতায় তা বানচাল হয়ে গিয়েছে। দাবি অধীর চৌধুরীর।

WB Election 2021 LIVE: ডোমকলে লোহার ফলা লাগানো পাঁচটি তির উদ্ধার 

ডোমকলের আলিনগরের ২০১ ও ২০৪ নম্বর বুথে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থল থেকে লোহার ফলা লাগানো পাঁচটি তির উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী।

WB Election 2021 Voting LIVE: ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়

চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত বিবাদী বাগের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের বিল্ডিংয়ে গিয়ে ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। বললেন, দুর্দান্ত কাজ করেছে নির্বাচন কমিশন, বাহিনী। গোটা ব্যবস্থাপনায় আমি খুশি। 

WB Election 2021 LIVE: বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে হামলা, ইটবৃষ্টি

ভোটের দিন রণক্ষেত্র বেলেঘাটা। রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ঝরল রক্ত। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ, বোতল ছোড়া, পাথরবৃষ্টি। মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মার। সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। দুপক্ষের মধ্যে বোতল-পাথর ছোড়াছুড়ি। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ।বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। জমায়েত হঠাল পুলিশ। 

WB Election 2021 Voting LIVE: মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ

মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি। বিজেপি প্রার্থীর অভিযোগ, কাউন্সিলের ছেলে তাঁর গাড়িতে হামলা চালিয়েছে, লাথি মারছে। পুলিশের জামা ছিঁড়ে দিয়েছে। বুথের সামনে চেয়ারে বসে প্রতিবাদ বিজেপি প্রার্থীর। তৃণমূলের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। কল্যাণ এসে অশান্তির সৃষ্টি করছেন। বিজেপি প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে বলেন, তাঁর দলের মহিলা কাউন্সিলের গায়ে হাত তোলা হয়েছে। কল্যাণ বলেন, ৪০-৪২ জন এসে হামলা করেছে। আমি আক্রান্ত। খিমচে দিয়েছে। 

WB Election 2021 LIVE: গাড়িতে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, কাশীপুর-বেলগাছিয়ায় দাবি বিজেপি প্রার্থীর

কাশীপুর-বেলগাছিয়ায় একটি গাড়ি ধরেন বিজেপি প্রার্থী। অভিযোগ, ওই গাড়িতে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

WB Election 2021 Voting LIVE: শীতলকুচির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কমিশনের

পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে। এনিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসি-কে কমিশনের দালাল বলে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের। অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থীর। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কমিশনের। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর, শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। 

WB Election 2021 LIVE: মানিকতলায় বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা

মানিকতলা বিধানসভার ২৪৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাদানুবাদ বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাসের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: পাড়ুইয়ে তৃণমূল নেতার নির্মীয়মাণ বাড়িতে বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী

নির্বাচনের আগের রাতে বোলপুর বিধানসভার পাড়ুইয়ে উত্তেজনা। বাতিকার গ্রামে তৃণমূলের ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা রহমানের নির্মীয়মাণ বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। রাতেই ওই এলাকায় যায় পাড়ুই থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 

WB Election 2021 LIVE: বোলপুর বিধানসভায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বোলপুর বিধানসভার ইলামবাজারের খয়েরবুনি ও তুলামোড়া গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, গত চারটি নির্বাচনে ভোট দিতে পারেননি তাঁরা। কেন্দ্রীয় বাহিনী গ্রামে গিয়ে আশ্বাস দিয়ে ফিরে যায়। এরপরও আতঙ্কে ভোট দিতে যেতে পারছেন না ভোটাররা।

WB Election 2021 Voting LIVE: মুর্শিদাবাদের ভরতপুরে বুথের সামনে মিমের পতাকা খুলল কমিশন

ভোট চলাকালীন ভরতপুর বিধানসভার দক্ষিণ ভরতপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭১ নম্বর বুথের সামনে মিমের পতাকা খুললেন কমিশনের কর্মীরা। খবর পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। সেক্টর অফিসারের সঙ্গে কথা বলার পর সরিয়ে নেওয়া হয় মিমের পতাকা। 

WB Election 2021 LIVE: লাঠি উঁচিয়ে ডোমকলে অবৈধ জমায়েত হঠাল পুলিশ, বাহিনীর

মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ জমায়েত হঠাতে গ্রামে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে জমায়েত হঠিয়ে দেওয়া হয়।

WB Election 2021 Voting LIVE: তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার নেতাকে মারধরের অভিযোগ ইংরেজবাজারে

ইংরেজবাজার বিধানসভার বাগবাড়ি এলাকায় বিজেপি যুব মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ব্যবসার কাজে বেরিয়েছিলেন বিজেপির যুব মোর্চার নেতা বাপ্পা মণ্ডল। অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে। এনিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB Election 2021 LIVE: লাভপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

লাভপুর বিধানসভার পূর্ণ গ্রামে ১৩২ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে জমায়েত করে বিজেপি। তৃণমূল কর্মীরা প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

WB Election 2021 Voting LIVE: মারের চোটে ফাটল নাক, ময়ূরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই

ময়ূরেশ্বরের বিননগরী গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডলের ভাই বিশ্বজিৎ মণ্ডল। মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসক শিবিরের দাবি, উল্টে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের উপর হামলা চালায়। তিন তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।

WB Election 2021 LIVE:  নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

বীরভূমের নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর

WB Election 2021 Voting LIVE: তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা

চৌরঙ্গির মেট্রোপলিটন স্কুলের বুথে ঢোকার সময় তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বাধা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা।

WB Election 2021 LIVE: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬ শতাংশ, জানাল কমিশন

আজ অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮৫ লক্ষ ভোটার। 


সকাল ৯টা পর্যন্ত মোট ভোটদানের হার ১৬.০৪ শতাংশ। জেলাওয়াড়ি ভোটের হার-- মালদা ১৮.৯৪ শতাংশ। মুর্শিদাবাদ ১৮.৮৯ শতাংশ। উত্তর কলকাতা ১২.৮৯ শতাংশ। বীরভূম ১৩.৫ শতাংশ

WB Election 2021 Voting LIVE: ভোটের দিন উত্তপ্ত এন্টালি, এলাকায় রুট মার্চ বাহিনীর

বুথে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত এন্টালি। আজ সকালে ১২৩ নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। দলীয় কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানান, কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতমূলক আচরণ করছে। তৃণমূল এজেন্টকেও বুথে বসতে দেওয়া হয়নি। বুথ পরিদর্শনের পর একই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। দফায় দফায় অশান্ত এন্টালি। এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।

WB Election 2021 LIVE: কলকাতার জোড়াসাঁকো বিধানসভার রবীন্দ্র সরণিতে বোমাবাজি

ভোটের দিন কলকাতায় দফায় দফায় বোমাবাজি। জোড়াসাঁকো বিধানসভা এলাকায় ফের বোমাবাজি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার রবীন্দ্র সরণিতে বোমাবাজি। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

WB Election 2021 Voting LIVE: কাঁকুড়গাছির কন্ট্রোল রুম থেকে ভোট তদারকি পরেশ পালের

কাঁকুড়গাছির দলীয় অফিসে কন্ট্রোল রুম খুলে ভোট তদারকি করছেন তৃণমূল প্রার্থী পরেশ পাল।

WB Election 2021 LIVE: পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা

পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসি-কে তোপ তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের। রীতিমতো হুমকির সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। এদিন ওই বুথে যান সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুধাংশু প্রামাণিকও। পুলিশের সঙ্গে তৃণমূল প্রার্থীর বচসা। আইসি-কে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূল প্রার্থীর। বলেন, 'পুলিশ কমিশনের দালাল। বিজেপির কথায় চলছে কমিশন।'

WB Election 2021 Voting LIVE: নানুরে বিজেপির এজেন্টকে মার, ফাটল মাথা

নানুরে বিজেপির এজেন্টকে মার, ফাটল মাথা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। নানুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুর। 

WB Election 2021 Voting LIVE: শ্যামপুরে শিকেয় কোভিড বিধি, সামাজিক দূরত্ব

সকালেই লম্বা লাইন শ্যামপুর বিধানসভার অন্তর্গত মণীন্দ্র কলেজের সামনে। কেউ সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়িয়েছেন। কেউ আবার এখানে ধরা পড়েছে কোভিড বিধি না মানার ছবিও। 

WB Election 2021 LIVE: মহাজাতি সদনের সামনে বোমাবাজি

মহাজাতি সদনের সামনে বোমাবাজি। ভোটের দিন খাস কলকাতায় বোমাবাজি। সাড়ে ৭টা নাগাদ ঘটে বোমাবাজির ঘটনা। এলাকায় ব্যাপক আতঙ্ক। 

WB Election 2021 Voting LIVE: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পরপর বাড়ি ভাঙচুর

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পরপর বাড়ি ভাঙচুর। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও কংগ্রেস। খবর পেয়ে এলাকায় যান তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মীর আলমগির পলাশ। 

WB Election 2021 LIVE: মানিকতলায়  শিকেয় সামাজিক দূরত্ব বিধি

মানিকতলায় কলকাতা পুরসভার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল থেকে লম্বা লাইন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকলেও, ভিড়ের মধ্যে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। ভোটের লাইনে দাঁড়িয়ে চলছে ঠেলাঠেলি।

WB Election 2021 Voting LIVE: লাভপুর বিধানসভার হাতিয়া-হাজরাপাড়া গ্রামে বোমা উদ্ধার, আটক ১

ভোটের দিন সকালে লাভপুর বিধানসভার হাতিয়া-হাজরাপাড়া গ্রামে বোমা উদ্ধার। একজনকে আটক করেছে পুলিশ। বিজেপি সমর্থকদের দাবি, গতকাল রাতে বোমা খোঁজার অছিলায় পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে চড়াও হয় তৃণমূল কর্মীরা। বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তৃণমূল কর্মীরা ভোট না দেওয়ার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। যদিও এদিন সকালে ভোট দেন গ্রামবাসীরা।

WB Election 2021 LIVE: ভোট দিলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

ভোট দিলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

WB Election 2021 Voting LIVE:  বেআইনি জমায়েত হঠাল পুলিশ

ভোটের দিন সকালে বেলেঘাটায় বেআইনি জমায়েত হঠাল পুলিশ

WB Election 2021 LIVE: নজরবন্দি অনুব্রত, বাড়িতে বাহিনী ও কমিশনের প্রতিনিধিরা

কমিশনের নজরবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের দিন সকালে তাঁর বাড়িতে গেলেন বাহিনী ও কমিশনের প্রতিনিধিরা।

WB Election 2021 Voting LIVE: ময়ূরেশ্বরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা

ময়ূরেশ্বরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা। ঘটনাস্থলে গেলেন বিজেপি প্রার্থী। রয়েছে তৃণমূলের জমায়েতও। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

WB Election 2021 LIVE: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা

কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার জে কে মিত্র রোডে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, নথি ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ধাওয়া করে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: কাশীপুর বেলগাছিয়ায় ভোট দিলেন মিঠুন চক্রবর্তী

কাশীপুর বেলগাছিয়ার ২৪৭ নম্বর বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। এই এলাকাতেই মিঠুন চক্রবর্তীর এক বোনের বাড়ি রয়েছে। সম্প্রতি এই ঠিকানাতেই ভোটার কার্ড তৈরি করেন মিঠুন চক্রবর্তী। 

WB Election 2021 LIVE: নানুরে বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে 'মারধর', নিশানায় তৃণমূল

নানুরের বেলুটি গ্রামে উত্তেজনা। বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয় দেখিয়ে আটকে রাখারও অভিযোগ উঠেছ। আতঙ্কিত গ্রামবাসীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Voting LIVE: বেলেঘাটায় বিজেপির এজেন্টদের বাধা, মারধরের অভিযোগ

ভোট শুরুর আগে বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজের বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টদের বাধা, মারধর করে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 LIVE: ভোটের আগের রাতে নানুরের রাতভর বোমাবাজি, সিসি ক্যামেরা ভাঙচুর

ভোটের আগের রাতে নানুরের বেজরা গ্রামে রাতভর বোমাবাজি। রাস্তায় পড়ে রয়েছে তাজা বোমা। ১১২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রাতে বোমাবাজির পাশাপাশি, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে হুমকি দেওয়া হয়। এর পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ভোটের আগে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে শাসকদলই। 

WB Election 2021 Voting LIVE: ভোটের আগের রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীর মৃত্যু

ভোটের আগের রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীর মৃত্যু। তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত আরও ২ সিপিএম কর্মী। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১১টা নাগাদ ডোমকলের শাহাবাজপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। সিপিএমের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটের আগের রাতে গ্রামে সভা করছিলেন  তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। বাধা দেওয়ায় দু পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল প্রার্থীর গাড়ি তিন সিপিএম কর্মীকে চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। গুরুতর আহত আব্দুল কাদিরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূল প্রার্থীর।

প্রেক্ষাপট

আজ অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৮৫ লক্ষ ভোটার। 


মালদার ৬টা আসন হল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর।


মুর্শিদাবাদের ১১টা আসন হল, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি। 


বীরভূমের ১১টা আসন হল, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। 


কলকাতার যে ৭টা আসনে ভোট হচ্ছে, সেগুলো হল, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও শ্যামপুকুর। 


কমিশন সূত্রে খবক, শেষ দফার ভোটপর্ব তত্ত্বাবধানের দায়িত্বে থাকছেন ২৪ জন জেনারেল পর্যবেক্ষক, ৯ জন ব্যয় সংক্রান্ত বিষয়ক পর্যবেক্ষক এবং ৯জন পুলিশ পর্যবেক্ষক।


অন্যান্য পর্বের মতো এবারও থাকছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা।  শেষ দফার ভোটের জন্য মোট ৬০ হাজার ২৪০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে বুথে থাকবে ৫১ হাজার ২৮০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। 


চার জেলার মধ্যে বীরভূমের জন্য কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে সবচেয়ে বেশি, ১৭ হাজার ৯২০  জন। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় ভোট নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৬ হাজার ৯৬০ জন জওয়ান। 


মালদায় মোতায়েন থাকবেন ৮ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট নিরাপত্তার দায়িত্বে ৭ হাজার ৬০০ জওয়ান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.