West Bengal News Live : রাজ্যে একসঙ্গে ৫৫জন আইপিএসের রদবদল
Get the latest West Bengal News and Live Updates: ‘দিঘার সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে’, বললেন মুখ্যমন্ত্রী
রাজ্যে একসঙ্গে ৫৫জন আইপিএসের রদবদল। ঝাড়গ্রাম-বাঁকুড়ার পুলিশ সুপার বদল। ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। বাঁকুড়ার নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার। ডিআইজি মালদা হলেন প্রবীণ ত্রিপাঠী।
পাইপলাইন মেরামতির জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পৌর নিগমের ১ থেকে ৫০ ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে, বিজ্ঞপ্তি জারি হাওড়া পৌর নিগমের।
ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-তে রিপোর্ট না করার জন্য শো কজ করা হল রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।
‘আমি নিয়মমাফিক প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক চেয়েছিলাম, বৈঠকের কাঠামো বদলে আপনার দলের স্থানীয় বিধায়ককে ডাকলেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে তাঁর থাকার এক্তিয়ার নেই, মাননীয় রাজ্যপাল ও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে আপনি ডেকেছিলেন, আপনিও জানেন, মাননীয় রাজ্যপালের ওই বৈঠকে কোনও ভূমিকা নেই,’ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বি পি গোপালিকা।
আলাপনকে নর্থ ব্লকে যোগ দিতে ফের চিঠি কেন্দ্রের। রাজ্যের আবেদনের পরও আলাপনকে ফের চিঠি কেন্দ্রের। ‘করোনা পরিস্থিতিতে লড়াইয়ের জন্য চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, প্রতিশোধমূলক আচরণ, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখিনি,’ মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা।
রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানকে আংশিক ছাড়। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খুচরো দোকানে ছাড় দিল রাজ্য সরকার।
এক বিপর্যয়ের ঝাপটা সামলাতে না সামলাতেই আরেক বিপর্যয়ের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টি। দোসর অমাবস্যার কটাল। দুয়ের জেরে কী হতে চলেছে পরিণতি তা ভেবেই বুক কাঁপছে কাঁথির শৌলা গ্রামের বাসিন্দাদের।
আগামী ২ দিন ধরে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে চলবে বৃষ্টি।বিহার-সংলগ্ন উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত,বঙ্গোপসাগরে জলীয় বাষ্প।ঘূর্ণাবর্তের সঙ্গে জলীয় বাষ্পের জেরে চলবে বৃষ্টি
এসএসকেএম থেকে পালিয়ে গেল অভিযুক্ত।দুপুর সোয়া দু’টো নাগাদ অভিযুক্তকে নিয়ে আসা হয় হাসপাতালে।মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে।গাড়ি খোলা থাকার সুযোগ নিয়ে চম্পট অভিযুক্তর।অভিযুক্তের খোঁজে চারপাশে তল্লাশি কলকাতা পুলিশের।আশপাশের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে
নারদ-মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টে আজকের শুনানি শেষ। কাল সকাল ১১.৩০টায় ফের নারদকাণ্ডে হাইকোর্টে শুনানি
‘স্বর্ণ মৎস্য প্রকল্পে মৎস্যজীবীদের ক্ষতিপূরণ। ভরা কটালের জলের সঙ্গে বৃষ্টিতে জল আরও বাড়বে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল ছাড়বে, কথা বলে ছাড়তে হবে। কথা না বলে ছাড়লে নতুন করে গ্রামগুলি প্লাবিত হবে।’ নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যে ২০ হাজার কোটির ক্ষতি। দুই ২৪ পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।’ নবান্নর বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
‘যেখানে জল ঢুকে ক্ষতিগ্রস্ত, সেখানে দুয়ারে ত্রাণের ক্যাম্প। ক্ষতিপূরণের জন্য হাতে লিখে আবেদন করতে হবে। দুয়ারে ত্রাণের শিবির, বিডিও, এসডিও অফিসে আবেদন করতে হবে। এখনও ২ লক্ষ মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন।’ নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যে বিধিনিষেধে খুচরো দোকানকে আংশিক ছাড়। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খুচরো দোকানে ছাড়। তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড়।
সিউড়ি শহরে নার্সিংহোমে বোমাবাজি। সিসিটিভি-র ফুটেজে ধরা পড়েছে বোমা ছোড়ার ছবি। সেখানে দেখা যায়, রাত ১০টা ১৭ মিনিটে বাইক আরোহী দুই দুষ্কৃতী নার্সিংহোমের বন্ধ শাটার লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। কী কারণে হামলা, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।
একে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব। এরই সঙ্গে প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।যার প্রভাব পড়েছে বাজারে। দাম বেড়েছে সবজি, মাছ-মুরগির মাংসের। চড়া রান্নার তেলের দামও। সব মিলিয়ে বাজারে গিয়ে সাধ আর সাধ্যের দড়ি টানাটানিতে নাজেহাল মধ্যবিত্ত ক্রেতারা।
বেনিয়াপুকুরের লিন্টন স্ট্রিটে ব্যবসায়ীর বাড়িতে চুরি। ১৫ লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শনিবার সপরিবারে আত্মীয়ের বাড়িতে যান গ্রিল ব্যবসায়ী মহম্মদ শাকিল। ব্যবসায়ীর দাবি, গতকাল বাড়ি ফিরে দেখা যায় ঘর লন্ডভন্ড, বক্স খাটের ভিতরে ট্রলি ব্যাগের মধ্যে রাখা ১৫ লক্ষ টাকা উধাও। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিচিত কারোর হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাইপ্যাপ-নির্ভরতা কমছে। স্টেরয়েডের মাত্রা কমানো হয়েছে। তবে হালকা কাশি রয়েছে। সেটাও কমে যাবে বলে চিকিত্সকদের মত। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট সজাগ রয়েছেন। চিকিত্সকদের সঙ্গে কথাবার্তা বলছেন। খোঁজ নিচ্ছেন পারিপার্শ্বিক ঘটনাক্রম সম্পর্কে।
ইয়াসের তাণ্ডবের জেরে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবল বৃষ্টি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে রাজনীতির অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ত্রাণ বিলিতে বেছে বেছে তাদের কর্মী-সমর্থকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। শাসক শিবিরের দাবি, পঞ্চায়েত কংগ্রেসের হাতে থাকায় শুধুমাত্র ওই দলের কর্মী-সমর্থকরাই ত্রাণ পাচ্ছেন। এনিয়ে বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। ত্রাণ বিলিতে দলবাজির অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা দাবি, পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন তৃণমূল নেতা-কর্মীরা। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
আলাপন-ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করেন। বলেন, ‘২৮ তারিখ কেন্দ্রের দেওয়া এই নির্দেশ প্রত্যাহার করা হোক। নির্দেশ জারির আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাতপ্রাপ্ত হবে। এই একতরফা নির্দেশ আইনসিদ্ধ নয়, একইসঙ্গে তা অসাংবিধানিক।’ চিঠিতে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় দেওয়া হয় এক্সটেনশন। কোভিডের পর হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। এই মুহূর্তে মুখ্যসচিবকে দিল্লি ডাকলে, জনসেবার কাজে ক্ষতি হবে। মুখ্যসচিবের সঙ্গে এমন হলে, নীচের আমলাদের কী হবে? আমলাদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া হবে।’
উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরের মাঝে ভীমডাঙ্গায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলেই বিজেপি নেতা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শিলিগুড়ি থেকে গাড়িতে ইসলামপুরের বাড়িতে ফিরছিলেন বিজেপি নেতা ও ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ-সহ ৩ জন। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতা-সহ ৩ জনের। গুরুতর জখম গাড়ি চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি-পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
মুম্বইতে আগেই পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। এবার কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা। করোনা পরিস্থিতির জেরে একে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর দফায় দফায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা।
বৃহস্পতিবার কেরলে ঢুকছে বর্ষা। প্রাক্ বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে মিলবে না স্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
প্রেক্ষাপট
আজ সম্ভবত দিল্লি যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। রিলিজ অর্ডার দেয়নি রাজ্য, নবান্ন সূত্রে খবর। আজ থাকবেন মুখ্যমন্ত্রীর ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি-পর্যালোচনা বৈঠকে। রবিবার নবান্নে তিন ঘণ্টা থাকলেন সস্ত্রীক মুখ্যসচিব।
আলাপনের বদলি নিয়ে চাপানউতোর অব্যাহত। (দিলীপের বাইট: মোদি, অমিতকে আগে কী কথা বলেছেন। মমতার মুখে সম্মান, সংবিধানের কথা মানায় না। কল্যাণ: দেশে হিটলার মোদি। হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা
মমতার মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মদন মিত্র। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে ফুরফুরে মেজাজে মদন মিত্র। গাইলেন গান। পরে আচমকা শ্বাসকষ্ট। অক্সিজেন, ইনহেলার নিয়ে তড়িঘড়ি ফিরলেন ভবানীপুরের বাড়িতে।
দিল্লির পর কলকাতা। মেশিনে যন্ত্র বসিয়ে সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে অভিনব কায়দায় এটিএম লুঠ। নিউ মার্কেট, যাদবপুর, কাশীপুরের একাধিক এটিএম থেকে গায়েব প্রায় ৪০ লক্ষ টাকা। তদন্তে পুলিশ।
ইয়াসের ধাক্কায় বিপর্যস্ত সুন্দরবন। হরিখালি ক্যাম্পের কাছে অসুস্থ অবস্থায় উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগার। সজনেখালিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। ঘূর্ণিঝড়ের জেরে খাবারের অভাবে মৃত্যু? খতিয়ে দেখছে বন দফতর।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। কমেছে কাশি, এক্স-রে রিপোর্টে নেই উদ্বেগজনক পরিবর্তন। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। কমেছে বাইপ্যাপ নির্ভরশীলতা।
করোনা আবহে বন্ধ মিউজিয়ামে চুরি। আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী। পরে উদ্ধার কিছু সামগ্রী। গ্রেফতার এক। নেপথ্যে বড় চক্র ? তদন্তে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -