West Bengal News Live: জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, দার্জিলিঙের সেনা আধিকারিকের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দার্জিলিঙের তাকদার বাসিন্দা সৎপাল রাই। এদিন দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে।
কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় তৃণমূলকে হারাতে কংগ্রেস-বিজেপি একসঙ্গে লড়াই করে। সেই লড়াইয়ে যোগ দেয় সিপিএমও। কংগ্রেস ও বিজেপির মধ্যে যোগসূত্র আছে বললে, তা কি অবাস্তব হবে? কংগ্রেসকে নিশানা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
নিয়োগ মামলার শুনানিতে এবার এসএসসি-র আইনজীবীকেই এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বললেন বিচারপতি। কমিশনের আইনজীবী প্রথমে সেই নির্দেশ না মানায় শেরিফকেও ডাকলেন বিচারপতি। যদিও ডেপুটি শেরিফ আসার আগেই আদালত কক্ষ ছাড়েন এসএসসি-র আইনজীবী।
সাইবার-অপরাধের নতুন কৌশল। মোবাইল ফোন হ্যাক করে টাকা হাতানোর জন্য ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। টাকা না খোয়ালেও, প্রতারণার ফাঁদে সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা প্রিয়ঙ্কা মণ্ডলের। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের।
জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, দার্জিলিঙের সেনা আধিকারিকের মৃত্যু। জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত রক্ষী দার্জিলিঙের তাকদার বাসিন্দা সৎপাল রাই। তাঁরও আজ মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা ট্যুইট করেছেন।
কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি ঘোষের সমর্থনে প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা। দলীয় প্রার্থীর হয়ে এদিন বাগবাজার এলাকায় প্রচার করেন সাংসদ-বিধায়করা। গাড়িতে রং-বেরংয়ের বেলুন লাগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা।
কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের টিকিটে লড়ছেন দীপু দাস। একসময় দু’-দু’বার এই ওয়ার্ড থেকেই জিতেছেন। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাম প্রার্থী। এদিন পিকনিক গার্ডেনের লস্করহাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।
চেতলার অম্বেডকর কলোনি এলাকায় প্রচার করেন কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
নকল সোনার কয়েন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। হাওড়ার উলুবেড়িয়ার ব্যবসায়ী পঙ্কজ মান্নাকে গত রবিবার, ৫ ডিসেম্বর বীরভূম থেকে ফোন করে পুরনো সোনার কয়েনের সন্ধান দেওয়া হয়। সেই ফোন পেয়ে বীরভূমে গিয়ে নানুর থানা এলাকার একটি প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কিছু সোনার কয়েন ক্রয় করেন হাওড়ার এই ব্যবসায়ী। এরপর তিনি জানতে পারেন সবকটি সোনার কয়েন নকল । এরপর সোমবার নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামের শেখ বাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।
ফের কলকাতায় অঙ্গদানের নজির। এসএসকেএমে দুর্ঘটনায় জখম রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হলে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। হাসপাতাল সূত্রে খবর, লিভার ও দু’টি কিডনি এসএসকেএমেই তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হবে। হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে হাওড়ার নারায়ণা হাসপাতালে।
পুরভোটের মুখে খড়গপুরে বামেদের মাথাব্যথা বাড়িয়েছে নতুন দল ‘আমরা বামপন্থী’। তাদের দাবি, দলের নীতি আদর্শ কিছুই মানছেন না জেলার নেতারা। যদিও গুরুত্ব দিতে নারাজ জেলা নেতৃত্ব। খোঁচা দিতে ছাড়েনি শাসক দল।
উত্তরবঙ্গে ৫ বিজেপি নেতার ইস্তফার ইচ্ছে প্রকাশ ঘিরে জল্পনা। তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা? যদিও জেলা বিজেপি সভাপতি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। উত্তর এসেছে তৃণমূলের তরফেও। কিন্তু এ নিয়ে মুখ খুলতে নারাজ বিক্ষুব্ধ নেতারা।
বিজেপির পর এবার তৃণমূলেরও ‘চায়ে পে চর্চা’। অশোকনগরে তৃণমূল বিধয়কের কর্মসূচি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচি চুরির অভিযোগ তুলেছে বিজেপি। কটাক্ষ করে শাসক দলের বক্তব্য, চায়ের দোকানে আড্ডা তো বাঙালীর অনেক পুরনো রেওয়াজ।
বিদ্যাধরীর নিকাশি খাল আটকে রাখায় বিপত্তি। অল্প বৃষ্টিতেই ভেসে যাচ্ছে চাষ জমি। প্রতিবাদে উত্তর ২৪ পরগনায় টাকি রোড অবরোধ করেন গ্রামবাসীরা। আটকে থাকা অংশ খুলে দেওয়ার পর অবরোধ প্রত্যাহার। গত কয়েকদিনের বৃষ্টিতে এখনও অশোকনগরের একাংশে জল-যন্ত্রণা।
দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। কলকাতায় কুড়ির নীচে নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকেই নামবে তাপমাত্রা। পাশাপাশি সকাল থেকে শুরু হয়েছে কুয়াশার দাপট। যার জেরে কলকাতায় কিছু উড়ান দেরিতে চলে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
দলের নির্দেশের পরেও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন না তোলায় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার এ কথা জানিয়েছেন।
বিধাননগর মহকুমা হাসপাতালে চালু হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আজ ১২ বেডের CCU ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী সুজিত বসু। হাসপাতাল সূত্রে খবর, কাল থেকে ৬টি বেডে পরিষেবা শুরু হবে। মাসখানেকের মধ্যে চালু হয়ে যাবে গোটা ইউনিট।
তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিতে সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা আনল বিজেপি। আর সেই ঘটনায় নিজের পদ বাঁচাতে বিজেপি সদস্যদের কাজে লাগিয়ে ইচ্ছাকৃত অনাস্থা আনার অভিযোগ উঠল তৃণমূলেরই সভানেত্রীর বিরুদ্ধে। ফের চর্চায় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া তৃণমূল নেত্রী।
উত্তর দিনাজপুরের ইসলামপুর পঞ্চায়েতের দলত্যাগী প্রধানকে আক্রমণ বিজেপির। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল গেরুয়া শিবির। যদিও তৃণমূলে যাওয়া প্রধানের পাল্টা দাবি, দলত্যাগ করায় অহেতুক নিশানা করা হচ্ছে তাঁকে। এই ইস্যুতে কটাক্ষ করেছে শাসক দলও।
পশ্চিম বর্ধমানের আসানসোলে হোর্ডিং, গাড়ি পার্কিংয়ের টেন্ডার নিয়ে বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন পুরসভার প্রাক্তন মেয়র, বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। স্বচ্ছতা বজায় রেখেই কাজ হয়। পাল্টা দাবি পুর প্রশাসকের।
আসানসোলের মুর্গাশোলে কোচিং সেন্টারে শ্যুটআউট। গুলিবিদ্ধ হলেন এক শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
ডুয়ার্সের চা-বাগানের পর এবার জলপাইগুড়ি শহরে ভালুক-আতঙ্ক। প্রাতর্ভ্রমণে জারি হল নিষেধাজ্ঞা। রাতে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।
দলের নামে বিল ছাপিয়ে ডানকুনিতে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করল শাসক দল। সোশাল মিডিয়ায় পোস্ট করে দলীয় কর্মীদের সতর্ক করে থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতৃত্বের। ষড়যন্ত্রের শিকার, সাফাই অভিযুক্তদের। তৃণমূলে সর্বস্তরে দুর্নীতি, কটাক্ষ বিজেপির।
মোবাইল ফোনের নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। এই পরিষেবা দিতে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করছেন দুর্গাপুর পুরসভার দু’নম্বর বরোর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। তবে তৃণমূল নেতার এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। তবে দোরগোড়ায় পরিষেবা পেয়ে খুশি এলাকাবাসী।
পুরুলিয়ার গাড়াফুসরোতে ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের হুমকির অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। পুরুলিয়া মফস্বল থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পরিবারের। এই কুসংস্কার দূর করতে আরও প্রচার দরকার, বলছেন যুক্তিবাদীরা।
সকালবেলাতেই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। বিশ্বনাথপুর গ্রামের ওই যুবক রিকশা চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কেউ বা কারা, কেন তাকে খুন করল খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সঙ্কটে মাদুর-শিল্প। চলতি বছরে নদী বাঁধ ভেঙে প্লাবণের জেরে ক্ষতি হয়েছে মাদুরকাঠি চাষে। এর ফলে পর্যাপ্ত কাঠি মিলছে না বলে অভিযোগ। মাদুর শিল্পীদের সাহায্য করা হচ্ছে না, রাজ্য সরকারকে নিশানা বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। কলকাতায় কুড়ির নীচে নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকেই নামবে তাপমাত্রা। পাশাপাশি সকাল থেকে শুরু হয়েছে কুয়াশার দাপট। যার জেরে কলকাতায় কিছু উড়ান দেরিতে চলে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। বোমাবাজি, পথ অবরোধ। লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। এদিকে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে দুই পরিবার।
তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান। পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। বাগযুদ্ধে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক এবং ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী।
এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসএসকেএমের রোগিণীর জন্য ভিনরাজ্য থেকে এল বিরলতম বম্বে O- গ্রুপের রক্ত। ২৫ দিন ধরে এসএসকেএমের স্ত্রী-রোগ বিভাগে ভর্তি রয়েছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। আজই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।
ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্রের রমরমা কারবার। লেক থানা এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও ৪ জন। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লেক থানা এলাকায় অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ১০ লক্ষ টাকা।
অঙ্গ প্রতিস্থাপনে ৪ জন নবজীবনের পথে। ৫৬ বছরের ব্যক্তির ব্রেন ডেথ হয়। SSKM হাসপাতালে লিভার, ২ কিডনি পেলেন ৩ জন ও হাওড়ার নারায়াণা হাসপাতালে হৃৎপিণ্ড পেলেন আরও একজন।
কোনও ভুল হয়ে থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। মালদায় প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার।
যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার। রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি। ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। মালদায় প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।
চেতলার অম্বেডকর কলোনি এলাকায় প্রচার করেন কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
মালদায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রায়গঞ্জে দুই জেলার প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি।
গত এক মাসে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৪৫টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকায় ১১ জনকে গ্রেপ্তার হয়েছে। এই বাইকগুলি ফলতা, উস্তি, মহেশতলা, বিষ্ণপুর, ডায়মন্ড হারবার থানা এলাকা থেকে চুরি গিয়েছিল। বেশ কিছু কলকাতা থেকেও চুরি হয়েছিল। সম্প্রতি একটি চুরির তদন্তে নেমে পুলিশ এই চক্রটির সন্ধান পায়।
ভোটারদের হাতে গোলাপ তুলে দিয়ে প্রচার করলেন কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত। এলাকার একটি আশ্রমে গিয়ে সেখানকার আবাসিকদের সঙ্গে চায়ের আসরে চলে জনসংযোগ।
কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণার ফাঁদ। উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা। গ্রেফতার ৪। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে লেক থানা এলাকায় অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে হাতেনাতে পাকড়াও করে ৪ জনকে। কীভাবে চলত প্রতারণা, কোথায় কোথায় ফাঁদ পেতেছিল প্রতারকরা, খতিয়ে দেখছে পুলিশ।
সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের।দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের
বিজেপি বিধায়কের উদ্দেশ্যে তৃণমূলের মিছিল থেকে উঠল চোর স্লোগান। বাঁকুড়ায় পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা। গতকাল বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান দিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর স্লোগান দেওয়া হয়।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে স্কুলের সামনে থেকে উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ। মৃতের নাম বাপি নায়েক। স্থানীয় সূত্রে খবর, বছর তিরিশের বাপি পেশায় মোটরভ্যান চালক। আজ সকালে পটাশপুরে বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে তাঁর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কী কারণে খুন? খতিয়ে দেখছে পটাশপুর থানার পুলিশ।
কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি ঘোষের সমর্থনে প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শশী পাঁজা। দলীয় প্রার্থীর হয়ে এদিন বাগবাজার এলাকায় প্রচার করেন সাংসদ-বিধায়করা। গাড়িতে রং-বেরংয়ের বেলুন লাগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা।
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। সকাল থেকে প্রচারে ডান-বাম সব পক্ষের প্রার্থীরা। কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের টিকিটে লড়ছেন দীপু দাস। একসময় দু’-দু’ বার এই ওয়ার্ড থেকেই জিতেছেন। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাম প্রার্থী। এদিন পিকনিক গার্ডেনের লস্করহাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।
কুয়াশায় কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়।কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার।এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে।বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
মোদি-শাহকে খুশি করতেই আজ তৃণমূল প্রতিনিধি দল নাগাল্যান্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। ফের বিজেপি-তৃণমূল আঁতাঁতের অভিযোগ তুলে সরব হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। স্রেফ রাজনীতির জন্যই সমালোচনা করছে সিপিএম। পাল্টা খোঁচা তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের।
দুর্যোগ কাটতেই ফিরল শীতের আমেজ। কলকাতায় কুড়ির নীচে নামল পারদ।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে নামবে পারদ।
ডান ওভারির বদলে বাঁ ওভারিতে অস্ত্রোপচারের অভিযোগ। ভুল অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত কিডনি বাদ দিতে হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার দম্পতি। অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক।
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। দুই জনকেই গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় আহতকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে।
মেদিনীপুরে জাল নোট দিয়ে জিনিস কেনার অভিযোগ। এক যুবককে ধরে ফেলে গণপিটুনি স্থানীয়দের। ভাঙচুর করা হয় অভিযুক্ত যুবকের গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
চিকিৎসককে হেনস্থা ও মারধরের অভিযোগ। জানা গিয়েছে, পেশায় চিকিৎসক জয়ন্ত সরকার চাকদা থেকে ট্রেনে চেপে আসছিলেন। ট্রেনের কামরার মধ্যে দুজন যুবক মাস্ক না পড়ায় তিনি প্রতিবাদ জানান। অভিযোগ এরপর ওই দুই যুবক তাঁকে হেনস্থা ও মারধর করেন। ঘটনায় কৃষ্ণনগরে জিআরপি থানায় অভিযোগ দায়ের।
প্রেক্ষাপট
কলকাতা: দিনভর আতঙ্কের পর মৈপীঠে (South 24 Paraganas Maipith) ধরা পড়ল বাঘ (Tiger)। ছাগলের টোপেই ধানখেত থেকে খাঁচাবন্দি (Tiger Captured)। শারীরিক পরীক্ষার পরে আজ ছাড়া হতে পারে জঙ্গলে।
মৈপীঠে বাঘ বন্দি হলেও, ভালুকের ভয়ে কাঁপছে জলপাইগুড়ি। তিস্তা উদ্যানে পায়ের ছাপ, মাটিতে মিলল রক্তের দাগ। খাঁচা নিয়ে অভিযান বন দফতর।
নাগাল্যান্ডের প্রসঙ্গ টেনে ফের বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিতে প্রশ্ন মমতার।
২৩ হাজার পুলিশ দিয়ে পুরভোট হবে কলকাতায়। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, জানাল কমিশন। প্রতি বুথে থাকবে ২জন করে সশস্ত্র পুলিশ।
কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশ দিয়েই পুরভোট। রাজ্যপালকে জানাল কমিশন। সুরক্ষায় রাজ্যের আশ্বাস মেলার দাবি। সন্তুষ্ট নন রাজ্যপাল। কমিশনকে চিঠি।
কমিশনের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি। রাজ্যপালের কাছে দরবার। ত্রিপুরায় কেন পুলিশ দিয়ে ভোট? পাল্টা তৃণমূল।
পুরভোটে কেন থাকবে না ভিভিপ্যাট? পুর-মামলায় হাইকোর্টে প্রশ্ন বিজেপির। আজকের মধ্যে কমিশন-সরকারের জবাব তলব। শুক্রবার শুনানি।
সাংসদের বৈঠকে ফের অভিষেকের নিশানায় কংগ্রেস। বাংলায় আলাদা লড়াইয়ের প্রসঙ্গ টেনে দ্বিচারিতার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা।
সংসদে কী রণকৌশল? অভিষেকের উপস্থিতিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। গরহাজির নুসরত-মিমি। পাঠানো হল শোকজের নোটিস।
জয়গাঁও থানার এএসআইয়ের রহস্যমৃত্যু। বালি মাফিয়াদের হাতে খুন, বিস্ফোরক অভিযোগ দিলীপের। এতকিছু জানলেন কী করে? পাল্টা তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -