West Bengal News Live: ভর সন্ধ্যায় কল্যাণীর গয়েশপুরে তৃণমূল কর্মী খুন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে...

abp ananda Last Updated: 01 Dec 2021 09:36 PM
WB News Live Updates : "বাংলায় আসুন, বিনিয়োগ করুন", মুম্বইয়ে বণিকসভার বৈঠকে বার্তা মমতার

"বাংলায় আসুন, বিনিয়োগ করুন, শরিক হোন উন্নয়নের।" মুম্বইয়ে বণিকসভার বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। "বাংলায় জমির অভাব নেই, শ্রমিক বিক্ষোভও নেই।" পর্যাপ্ত বিদ্যুৎ, দক্ষ শ্রমিক থাকার কারণ দেখিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates : বিজেপির কলকাতা পুরভোটের দায়িত্ব থেকে প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে ‘অব্যাহতি’

বিজেপির কলকাতা পুরভোটের দায়িত্ব থেকে প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে ‘অব্যাহতি’। ২১ নভেম্বরের তারিখে প্রতাপকে সরানোর ঘোষণা করে বিজ্ঞপ্তি। ২৯ নভেম্বর বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রতাপ। ভুল করে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার দাবি বিজেপির । প্রতাপকে সরানো হলেও পুরভোট নিয়ে বিজেপির বাকি কমিটি বহাল রয়েছে।

WB News Live Updates : ভর সন্ধ্যায় কল্যাণীর গয়েশপুরে তৃণমূল কর্মী খুন

ভর সন্ধ্যায় কল্যাণীর গয়েশপুরে তৃণমূল কর্মী খুন। তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন, আহত আরও ১ তৃণমূলকর্মী। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযুক্ত দলেরই কেউ নয়, পাল্টা দাবি বিজেপির । কল্যাণী থানায় অভিযুক্তের আত্মসমর্পণ 

WB News Live Updates : শ্যামনগরে রিজার্ভার থেকে বধূর মৃতদেহ উদ্ধার

শ্যামনগরে রিজার্ভার থেকে বধূর মৃতদেহ উদ্ধার। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা ছিলেন নিহত বধূ, দাবি পরিবারের। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।পারিবারিক অশান্তির জেরে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা স্থানীয়দের

WB News Live Updates : বিশ্বভারতীর মান বৃদ্ধি না হওয়ার জন্য উপাচার্যকেই দায়ী করলেন পড়ুয়ারা

৬ বছর পরেও ন্যাক-এর রিপোর্টে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মানের কোনও উন্নতি হয়নি। সম্প্রতি এনআইআরএফের তালিকায় বিশ্বভারতীর Rank ৫০ থেকে নেমে দাঁড়িয়েছে ৯৭-এ। বিশ্বভারতীর মান বৃদ্ধি না হওয়ার জন্য উপাচার্যকেই দায়ী করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ আশ্রমিকরাও। 

WB News Live Updates : কেন দীর্ঘদিন বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট ? প্রতিবাদ মিছিল বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পড়ুয়াদের

করোনাকালে প্রায় দু’বছর ধরে বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান গেট। অন্য গেট দিয়ে চলছে যাতায়াত। কেন এতদিন ধরে বন্ধ থাকবে মূল গেট? প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিল করলেন বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পড়ুয়ারা। ভাইস চ্যান্সেলরের কাছে জমা দেওয়া হল স্মারকলিপি। 

WB News Live Updates : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৬৮ জন, মৃত্যু ১২ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬৬৮ জন, মৃত্যু ১২ জনের। দৈনিক সংক্রমণে ফের শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ১৭২ জন। কলকাতা, উঃ ২৪ পরগনা দুই জেলাতেই ৪ জন করে সংক্রমিতের মৃত্যু । উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ১৩১ জন। ওমিক্রন উদ্বেগের মধ্যেই সিকিমে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা।

WB News Live Updates : কলকাতা পুরভোট নিয়ে ফের কমিশনকে রাজ্যপালের তলব

কলকাতা পুরভোট নিয়ে ফের কমিশনকে রাজ্যপালের তলব। কাল সকালে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করা হয়েছে। বৈঠকে উঠতে পারে পুরভোটের সময় আইনশৃঙ্খলার প্রসঙ্গ

WB News Live Updates : বিজেপির রাজ্য দফতরে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ

বিজেপির রাজ্য দফতরে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ। মুরলীধর সেন লেনের অফিসে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ। দোতলায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা। সিঁড়ির মুখে বসানো হল গ্রিল।

WB News Live Updates : বালিগঞ্জ ফাঁড়িতে বাস স্টপ থেকে মৃতদেহ উদ্ধার

বালিগঞ্জ ফাঁড়িতে বাস স্টপ থেকে মৃতদেহ উদ্ধার। উল্টোদিকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিধানপতির বাসভবন। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কীভাবে মৃত্যু, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

WB News Live Updates : শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলার স্থানান্তর

শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলার স্থানান্তর। বর্ধমান থেকে মামলা পাঠানো হল কলকাতা সিটি সিভিল কোর্টে। কাঁথিতে মামলা স্থানান্তরের আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। ১৪ জানুয়ারি কলকাতা সিটি সিভিল কোর্টে মামলার শুনানি হবে।

WB News Live Updates : প্রার্থী নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলে, রতন মালাকারের পর এবার নির্দল তনিমা চট্টোপাধ্যায়

প্রার্থী নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলে। রতন মালাকারের পর এবার নির্দল তনিমা চট্টোপাধ্যায়। ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন সুব্রত মুখোপাধ্যায়ের বোনের। তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিলেন সুদর্শনা মুখোপাধ্যায়।

WB News Live Updates : রাস্তায় নেমে বাইক ধরপাকড় মালদার পুলিশ সুপারের

রাস্তায় নেমে বাইক ধরপাকড় মালদার পুলিশ সুপারের। "সেফ ড্রাইভ, সেভ লাইফ"- এর কর্মসূচি শেষে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় রিলমে অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন স্বয়ং মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। 

WB News Live Updates : টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর রতন মালাকার, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা

টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের ২১ বছরের কাউন্সিলর রতন মালাকার। নির্দল প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়ন। ২০১৫ থেকে ৯ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রতন মালাকার। ২০০০-২০০৫ পর্যন্ত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ড এবং ২০০৫ থেকে টানা ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার তাঁকে না করে, ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদ্ধ তৃণমূল কোঅর্ডিনেটর জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখেই প্রার্থী বদল। তবে সাধারণ মানুষ পাশে আছেন, তাই নির্দল হিসেবে মনোনয়ন পেশ। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ খটিক জানিয়েছেন, ভোটের ময়দানে তৃণমূল নয়, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের বিক্ষুদ্ধ নেতা। 

WB News Live Updates : পুরভোট নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

পুরভোট নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। "কলকাতার নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, বাকি নির্বাচন কবে হবে ?" রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। 

WB News Live Updates : ট্রান্সপোর্ট বিভাগের চেয়ারম্যান হওয়ার বাসে চেপে যাত্রীদের সঙ্গে কথা বললেন মদন

ট্রান্সপোর্ট বিভাগের চেয়ারম্যান হওয়ার পর এবার বাসযাত্রী মদন মিত্র। কথা বললেন অন্যান্য যাত্রীদের সঙ্গে। জেনে নিলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। 

WB News Live Updates : নেতাজি ইন্ডোরে মনোনয়ন জমা দেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

আজই কলকাতা পুরভোটের মনোনয়ন জমার শেষ দিন। নেতাজি ইন্ডোরে মনোনয়ন জমা দেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। রং-বেরঙের বেলুন নিয়ে বর্ণাঢ্য মিছিল করেন কংগ্রেস কর্মীরা

WB News Live: টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের ২১ বছরের কাউন্সিলর রতন মালাকার

টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের ২১ বছরের কাউন্সিলর রতন মালাকার। নির্দল প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়ন। ২০১৫ থেকে ৯ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রতন মালাকার। ২০০০-২০০৫ পর্যন্ত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ড এবং ২০০৫ থেকে টানা ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার তাঁকে না করে, ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদ্ধ তৃণমূল কোঅর্ডিনেটর জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখেই প্রার্থী বদল। তবে সাধারণ মানুষ পাশে আছেন, তাই নির্দল হিসেবে মনোনয়ন পেশ। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ খটিক জানিয়েছেন, ভোটের ময়দানে তৃণমূল নয়, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের বিক্ষুদ্ধ নেতা।

WB News Live Updates : কলকাতা পুরভোটে ফের কংগ্রেসের প্রার্থী বদল

কলকাতা পুরভোটে ফের কংগ্রেসের প্রার্থী বদল। ৭১ ও ৮১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করল কংগ্রেস। ৮১ নম্বর ওয়ার্ডে প্রথমে প্রার্থী করা হয় সুপ্রিয়া দাসকে। তাঁর পরিবর্তে ওই ওয়ার্ডে প্রার্থী হলেন তানিয়া পাল। সুপ্রিয়া দাসকে পাঠানো হল ৭১ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে প্রার্থী ছিলেন টিনা মুখোপাধ্যায়। তাঁর প্রার্থী পদ বাতিল করে ৭১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হল সুপ্রিয়া দাসকে।

WB News Live: ঝাঁটা হাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী

ঝাঁটা হাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী। প্রচারে চমক। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ২ বারের কাউন্সিলর অমল চক্রবর্তীর। এদিন গৌরীবাড়ি এলাকায় প্রচারে নেমে ঝেঁটিয়ে আবর্জনা সাফ করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী।

WB News Live Updates : সংঘাতের পথে হেঁটেও পিছু হটলেন বাঁকুড়ার রেশন ডিলাররা

সংঘাতের পথে হেঁটেও পিছু হটলেন বাঁকুড়ার রেশন ডিলাররা। আজ থেকে চালু হল দুয়ারে রেশন। বিজেপির অভিযোগ, চাপ দিয়ে কাজ করানো হচ্ছে ডিলারদের। যদিও শাসক দলের বক্তব্য, ডিলাররা নিয়মমাফিক কাজ না করলে ব্যবস্থা নেবে প্রশাসন।

WB News Live: করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলল বিশ্বভারতী

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলল বিশ্বভারতী।  চালু হল নির্দিষ্ট কয়েকটি পাঠ্যক্রমের ক্লাস।  কোভিড বিধি মেনেই পাঠ নিতে হল পড়ুয়াদের। তবে হস্টেল বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হয় পড়ুয়াদের অনেককে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিশ্বভারতীর প্রোক্টরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।  

WB News Live Updates : এদিন সকাল সকাল চেতলা এলাকায় প্রচার করেন ফিরহাদ হাকিম

সামলেছেন কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব। পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর ছিলেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। বরাবরের মতো এবারও ৮২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। এদিন সকাল সকাল চেতলা এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী

WB News Live: মুখ্যমন্ত্রীর ঘোষিত দুয়ারে রেশন প্রকল্পে ধাক্কা

মুখ্যমন্ত্রীর ঘোষিত দুয়ারে রেশন প্রকল্পে ধাক্কা। পরিকাঠামো না থাকায় ডিসেম্বর মাসে গ্রাহকদের বাড়ির কাছে রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে জানাল বাঁকুড়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। রেশন ডিলারদের দাবি, বহু গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত নেই। ফলে তাঁদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী মিলছে না। এছাড়াও, রেশন বণ্টনে পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে রেশন ডিলারদের দাবি। যদিও খাদ্য দফতর স্পষ্ট জানিয়েছে, এভাবে সরকারি প্রকল্প বন্ধ করা যাবে না। তার প্রেক্ষিতে আজ বাঁকুড়ার কয়েকটি জায়গায় দুয়ারে রেশন চালু থাকলেও, রেশন ডিলারদের দাবি, তাঁদের চাপ দিয়ে রাজি করা হয়েছে। বিজেপির কটাক্ষ, পরিকাঠামো না থাকা সত্ত্বেও ভোট বৈতরণী পার হতে চাপ দিয়ে রেশন ডিলারদের কাজ করাচ্ছে তৃণমূল সরকার। দুয়ারে রেশন বন্ধ করে নয়, প্রয়োজনে খাদ্য দফতরের সঙ্গে কথা বলে সমস্যা মেটাক রেশন ডিলাররা। প্রতিক্রিয়া শাসকদলের। 


 

WB News Live Updates : প্রাথমিক স্কুলের জায়গায় তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস

প্রাথমিক স্কুলের জায়গায় তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস! এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। আপত্তি জানিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলে পার্টি অফিসের নিন্দায় সরব হয়েছে বিজেপি। তদন্তের আশ্বাস দিয়েছেন  জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি।

WB News Live: মুম্বই সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার

মুম্বই সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুর ১টায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। এরপর দুপুর ৩টে নাগাদ তিনি যাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবন সিলভার ওকে। জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হবে। 

WB News Live Updates : বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় নালিশ জানানোয় হামলা

বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় নালিশ জানানোয়, সোনারপুরের চাঁদমারিতে প্রতিবাদী দম্পতির ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী দম্পতির দাবি, চাঁদমারি এলাকায় রাস্তার ওপরেই বেআইনি নির্মাণ চলছিল। 

WB News Live: স্কুল পড়ুয়াদের জন্য এবার অ্যাপ নিয়ে এল ছায়া প্রকাশনী

স্কুল পড়ুয়াদের জন্য এবার অ্যাপ নিয়ে এল ছায়া প্রকাশনী। সেখানে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রয়েছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও অঙ্কের নানা ভিডিও, নোট, স্যাম্পল পেপার। অ্যাপের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

WB News Live Updates : ন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি ডে-তে অভিনব উদ্যোগ

ন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি ডে-তে অভিনব উদ্যোগ। সাইবার প্রতারনা নিয়ে সতর্কতা বাড়াতে, মঙ্গলবার পদযাত্রার আয়োজন করেছিল ইন্ডিয়ান স্কুল অফ এথিকাল হ্যাকিং। সামিল হয়েছিলেন সমাজের বিশিষ্টজনেরাও।

WB News Live: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণ

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণ। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির সোনারিয়া এলাকা। স্থানীয়দের দাবি, অসীম ঢেঁকির বাড়িতেই বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেআইনিভাবে বাজি তৈরি হত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates : কোচবিহারের বাবুরহাটে গাড়ি থেকে উদ্ধার পুড়ে যাওয়া দেহ

কোচবিহারের বাবুরহাটে গাড়ি থেকে উদ্ধার পুড়ে যাওয়া দেহ। গতকাল রাতে স্থানীয় একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়।  সার্ভিস সেন্টারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে গাড়ির ভিতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।  পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ

WB News Live: হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

WB News Live Updates : পশ্চিম বর্ধমানের বারাবনিতে বিজেপি যুব মোর্চার দুই কর্মীকে মারধর

পশ্চিম বর্ধমানের বারাবনিতে বিজেপি যুব মোর্চার দুই কর্মীকে মারধর। হামলার শিকার এক যুব কর্মীর মাও। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছে শাসক দল।>>

WB News Live: বিজেপির সংগঠনে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী রয়েছেন

বিজেপির সংগঠনে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী রয়েছেন। ট্যুইটারে বিস্ফোরক অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের। মানতে নারাজ তৃণমূল। যদিও এ নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। 

WB News Live Updates : শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল

শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল। ওই সময়ে উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে। জানিয়েছে কলকাতা পুলিশ।  এরপর ধাপে ধাপে তাদের অধীনে থাকা আরও চারটি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন।

WB News Live: উত্তর ২৪ পরগনার হাবড়ায় আসবাবপত্রের ব্যবসায়ী খুনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ

উত্তর ২৪ পরগনার হাবড়ায় আসবাবপত্রের ব্যবসায়ী খুনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নিহত পার্থসারথী বিশ্বাসের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত সমীর সরকার। ধার শোধ নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, তার জেরে সোমবার ভরসন্ধেয় আসবাবপত্রের ব্যবসায়ীকে গলায় ছুরির কোপ মেরে খুন করেন স্বর্ণ ব্যবসায়ী। গতকাল বাদুড়িয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ।

WB News Live Updates : আজ কলকাতা পুরসভা ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন

আজ কলকাতা পুরসভা ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল সার্ভে বিল্ডিং ও নিউ ট্রেজারি বিল্ডিংয়ে দেখা গেল মনোনয়ন জমা দেওয়ার ভিড়। পাশাপাশি জোরকদমে চলছে পুর-ভোটের প্রচার।

প্রেক্ষাপট

কলকাতা: আঞ্চলিক দলের সঙ্গে জোট বার্তা দিয়ে মুম্বইয়ে মমতা (Mamata Banerjee)। গেলেন অভিষেকও (Abhishek Banerjee)। ট্রাইডেন্ট হোটেলে আদিত্য-মমতা বৈঠক। আজ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ। 


ঘরে ফিরতেই বারাবনিতে বিজেপি (BJP) কর্মীদের বেধড়ক মার। ভাইরাল ভিডিও (Vira Video)। নীরব দর্শক পুলিশ, কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)। সম্পত্তি নিয়ে বিবাদ, পাল্টা তৃণমূল (TMC)। 


পুরভোট নিয়ে বিজেপির ভার্চুয়াল বৈঠকে আচমকা ক্ষুব্ধ রূপা। বেরিয়ে গেলেন বৈঠক ছেড়ে। আর এধরনের বৈঠকে ডাকবেন না, বললেন সুকান্ত, দিলীপদের। 


পুরভোটের প্রার্থী না হওয়ার ক্ষোভ বিরোধী শিবিরেও। বহিষ্কৃত বিজেপি নেতা। বিধান ভবনে মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদকের বিক্ষোভ।


কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চায় বিজেপি। রাজ্যপালের কাছে দরবার। কমিশনকে নির্দেশ দেওয়ার আশ্বাস ধনকড়ের। এখনও শিক্ষা হয়নি, খোঁচা তৃণমূলের। 


১৯ ডিসেম্বর কলকাতায় ভোট। ৪৮ ঘণ্টা আগে জারি ১৪৪ ধারা। রক্ষী নিয়ে এলাকায় ঘুরতে পারবেন না কোনও মন্ত্রী, নির্দেশ কমিশনের। 


১২ সাংসদের সাসপেনশন নিয়ে উত্তাল সংসদ। দফায় দফায় অধিবেশন মুলতুবি। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বেঙ্কাইয়াকে চিঠি খাড়গের। 


ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১০৩ টাকা ৫০ পয়সা বেড়ে সিলিন্ডার প্রতি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হল ২১৭৭ টাকা।


করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি? চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বেড়ে ৮.৪ শতাংশ। বিভিন্ন শিল্প চাঙ্গা হওয়ার সুফল, মত বিশেষজ্ঞদের। 


গ্রুপ সির নিয়োগেও দুর্নীতির অভিযোগ। হাতেনাতে ধরলেন বিচারপতি। পূর্ব মেদিনীপুরের একজনের বেতন বন্ধের নির্দেশ। ৪০০ জনের নথি তলব। 


ওমিক্রনের জেরে বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট? ডিসেম্বরের মধ্যে ২৫০ নম্বরের পরীক্ষা। ফাইনাল না হলে টেস্টের নম্বরেই মূল্যায়ন, জানাল সংসদ।


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭০৫, ১৩ জনের মৃত্যু। ১৫ ডিসেম্বর পর্যন্ত রাতে কড়াকড়ি। একজনের সংক্রমণ, গোখেল মেমোরিয়ালে একাধিক ক্লাস বন্ধ। 


আন্দামান সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে অন্ধ্র-ওড়িশায়। সপ্তাহান্তে বাংলার উপকূলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।সপ্তাহান্তে ভারী বৃষ্টি


ডার্বির পর ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের। আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আধ ডজন গোল হজম লাল হলুদের। ম্যাচে এগিয়ে গিয়েও ৪-৬ গোলে হার।


জমে উঠেছে কলকাতা পুরভোটের প্রচার। বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে নেতৃত্বের মতবিরোধ। সুকান্তর ওপর বিরক্তি, বৈঠক ছাড়লেন রূপা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.