West Bengal News Live: আগামীকালই কলকাতা হাইকোর্টে পুরভোট মামলার রায়
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্সকাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার আরও এক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। এই নিয়ে ভুয়ো লাইসেন্সকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। গতকাল পূর্ব বর্ধমানের মেমারি থেকে ইসমাইল মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।
১৯ ডিসেম্বর ভোট কলকাতা পুরসভার। প্রচারের জন্য হাতে সময় এক সপ্তাহেরও কম। তাই সময় নষ্ট না করে জোরদার প্রচার শুরু করেছে শাসক-বিরোধী দুপক্ষ।
কাঁচরাপাড়ার বিনোদনগর মাঠে নেতাজির মূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নেপথ্যে কারা? তদন্তে নেমেছে পুলিশ।
আগামীকাল সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু করছে বিজেপি। কিন্তু আজও ধর্না মঞ্চ তৈরি নিয়ে কাটল না জটিলতা। পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে ফের সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি আবেদনই করেনি, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল।
রাজ্যে একদিনে কমল করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের
দুষ্কৃতীদের দলে যোগ না দেওয়ায় যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কামারহাটিতে। ভাইরাল ভিডিওয়ে শোরগোল। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত নিরাপত্তারক্ষী। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে দাবি।
নানুরের সিপিএমের প্রাক্তন বিধায়ক খুনের ঘটনায় ৪৩ জনকে বেকসুর খালাস করল সল্টলেকের বিশেষ আদালত। মিথ্যে অভিযোগে ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। পাল্টা শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা।
আসানসোলের সিবিআই বিশেষ আদালতে আজ সশরীরে হাজির হতে পারেননি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। পরবর্তী শুনানি আগামী ২২ ডিসেম্বর।
১০০ দিনের কাজে যন্ত্র ব্যবহার করে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। মালদার বামনগোলার ঘটনা। অভিযোগ অস্বীকার প্রধানের। পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসক শিবিরের। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
আগামীকালই কলকাতা হাইকোর্টে পুরভোট মামলার রায়। তার আগে আজ বিজেপির তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করল না আদালত। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
দুর্গাপুরে বন্ধ থাকা মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আজ CISF ও পুলিশকে সঙ্গে নিয়ে অ্যাকাডেমির দখল নেয় ডিএসপি। ফুটবলার তৈরির জন্য মোহনবাগানকে তাদের পরিকাঠামো ব্যবহার করতে দিয়েছিল এই কেন্দ্রীয় সংস্থা।
শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। এক কলেজ পড়ুয়ার তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। একঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতির পর, স্বাভাবিক ট্রেন পরিষেবা।
এখনও ভোট ঘোষণা না হলেও, বাঁকুড়া শহরে জোরকদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল ও বিজেপি। শাসক দল সূত্রে খবর, সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলছে। আর গেরুয়া শিবিরের দাবি, প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে তারা।
কলকাতা পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ‘বয়কট’ বিজেপির। জেলাশাসকের ডাকে আলিপুরে সর্বদলীয় বৈঠকে নেই বিজেপি।
পুরভোটের আগে আনন্দপুর থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি। ১৭ জনের ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।
করুণাময়ীতে পুলিশের বাইকেই ‘শ্লীলতাহানি’, জেল হেফাজতে এএসআই। ২৭ ডিসেম্বর পর্যন্ত এএসআই, সিভিক ভলান্টিয়ারের জেল হেফাজত। অভিযুক্তদের চিহ্নিত করতে টিআই প্যারেডের আবেদনে অনুমতি। উপকার করতে চেয়েছিলেন, জামিনের আবেদন করে সওয়াল অভিযুক্তপক্ষের।
সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারীর স্বস্তি। হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করল না আদালত। ৫টি মামলায় শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের ‘রক্ষাকবচ’
দেহরক্ষীর রহস্যমৃত্যু-সহ ৫টি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ বহাল। হাইকোর্টের রক্ষাকবচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে গেল গোয়ার এনসিপি দল। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন এনসিপি-র একমাত্র বিধায়ক আলেমাও চার্চিল।
চাকরীপ্রার্থীদের এসএসসি অফিস অভিযান ঘিরে তুলকালাম। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। সল্টলেক এসএসসি দফতরের সামনে বিক্ষোভ। পুলিশের বাধার মুখে ধস্তাধস্তি। বেশ কয়েকজন আটক।
দুধসাদা চাদরে মোড়া কফিন। বাবার পাশেই সমাধিস্থ করা হল সতপাল রাইকে। বুধবার নীলগিরির ওপর গভীর জঙ্গলে, তামিলনাড়ুর কুন্নুরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর সহ ১৩ জনের। তাঁদেরই একজন রাওয়াতের দেহরক্ষী হাবিলদার সতপাল রাই। রাই সম্প্রদায়ের নিয়ম মেনে শেষকৃত্য হল এদিন।
দুর্গাপুরে বন্ধ থাকা মোহনবাগান SAIL ফুটবল অ্যাকাডেমির দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আজ CISF ও পুলিশকে সঙ্গে নিয়ে অ্যাকাডেমির দখল নেয় ডিএসপি। ফুটবলার তৈরির জন্য মোহনবাগানকে তাদের পরিকাঠামো ব্যবহার করতে দিয়েছিল এই কেন্দ্রীয় সংস্থা।
পুরভোটের আগে কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মিলেছে একাধিক জাল পাসপোর্ট, ভুয়ো আধার ও ভোটার কার্ড। যার প্রেক্ষিতে ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি নথি জাল-সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি, পাসপোর্ট অ্যাক্টেও মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ১৭ জনকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের সিবিআই আদালতের। সিবিআই সূত্রে খবর, গতকাল বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি হন বিকাশ। সেই কারণে আজ তাঁকে আদালতে পেশ করতে পারেনি সিবিআই। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কথা বলে বিকাশের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানালে বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। দু’ পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২২ ডিসেম্বর ফের আদালতে পেশের নির্দেশ।
ব্রিটেন ফেরত মহিলার শরীরে ওমিক্রন নয়, মিলল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। বর্তমানে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে চিকিত্সাধীন আলিপুরের বাসিন্দা ওই মহিলা। অন্যদিকে, ওমিক্রন-শঙ্কায় বেলেঘাটা আইডি-তে ভর্তি বাংলাদেশের ৭৪ বছরের ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কল্যাণীতে।
বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আত্মসমর্পণ করলেন বীরভূমের ইলামবাজারের তৃণমূলের এক বুথ সভাপতি ও এক তৃণমূল সমর্থক। আজই তাঁদের বোলপুর আদালতে পেশ করা হয়।
পুলিশের বাইকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় ধৃত বিধাননগর কমিশনারেটের ASI ও সিভিক ভলান্টিয়ারকে বিধাননগর মহকুমা আদালতে পেশ।২ জনকে জেল হেফাজতে চেয়ে পুলিশের আবেদন। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তাই টিআই প্যারেডের আবেদন করা হয়েছে। সনাক্তকরণের পর ফের হেফাজতে নেওয়ার ভাবনা পুলিশের। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে আরও এক সিভিক ভলান্টিয়ারের নাম। ঘটনার দিন তিনিও সল্টলেকের করুণাময়ীতে উপস্থিত ছিলেন। তবে শ্লীলতাহানির ঘটনায় ওই সিভিক ভলান্টিয়ারের যোগ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে
পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পরিত্যক্ত ইটভাটা থেকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার মহিলার মৃতদেহ। বাড়ি শক্তিগড়ের বাবুরপুকুর এলাকায়। পরিবার সূত্রে খবর, স্বামীর মৃত্যুর পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন ওই মহিলা। পরিবারের দাবি, গতকাল বিকেলে রান্নার কাজ করতে বের হন। আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগমারি এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। খুনের কারণ খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্সকাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার আরও এক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। এই নিয়ে ভুয়ো লাইসেন্সকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। গতকাল পূর্ব বর্ধমানের মেমারি থেকে ইসমাইল মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। সূত্রের খবর, হরিণডাঙার বাসিন্দা মূল অভিযুক্ত সফিক মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স নিয়েছিল ইসমাইল। ধৃতকে জেরা করে এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তার হদিশ পাওয়ার চেষ্টা করছেন সিআইডি অফিসাররা।
মালদার ইংরেজবাজারে চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনির অভিযোগ। গুরুতর জখম দুই সন্দেহভাজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাতে ইংরেজবাজারের মাদিয়া ঘাট এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢোকে দুই যুবক। হাতেনাতে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ, এরপর শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনকে উদ্ধার করে পুলিশ।
শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এদিন সকাল পৌনে ৯টা নাগাদ বিদ্যাধরপুর স্টেশনে ঢুকছিল আপ ক্যানিং-সোনারপুর লোকাল। লাইনে ফাটল দেখে স্টেশনে ঢোকার মুখে তড়িঘড়ি ট্রেন থামান স্থানীয়রা। আপাতত ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। মেরামতির কাজ শুরু হয়েছে।
শহরে শীত। উত্তুরে হাওয়ার কনকনানি। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। জেলাগুলিতেও পারদ নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
বাঁশদ্রোণীর সোনালি পার্কে এক ব্যক্তিকে খুনের ঘটনায় বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে পুলিশের অনুমান। ৭ ডিসেম্বর, বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়ির সামনে থেকে মুকেশ সাউ নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাতে ধরা ছিল ধারাল অস্ত্র। ঘটনার তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা শাখা। গতকাল বিহারের বাঁকা থেকে অভিযুক্ত রাজীব কুমারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি মুঙ্গেরে। খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।
বাগবাজারে মায়ের বাড়িতে চালু হল হেল্প ডেস্ক। মায়ের বাড়িতে কবে কী অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি যাবতীয় বিষয়ে জানা যাবে এখানে। আগামী দিনে অনলাইনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে।
তিনি আছেন...... পায়ের ছাপ দেখে তেমনই অনুমান করেছিলেন সকলে। শুক্রবার মাঝরাতে বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে প্রথমবার দেখা দেন তিনি। ২৩ বছর পর আলিপুরদুয়ারে বক্সার জঙ্গলে নিজের অস্তিত্বের জানান দেন। সন্ধান পেতে চলছে কড়া নজরদারি। আপাতত ৭ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত হল কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অবসরপ্রাপ্ত আধিকারিকদের সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বহু অবসরপ্রাপ্ত অফিসারেরা। সম্মেলন থেকে নিজেদের কর্মজীবন নিয়ে তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নেন তাঁরা।
হুগলির শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলরকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতকে রবিবার তোলা হয় শ্রীরামপুর আদালতে।
কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ফাটল। নাটাবাড়িতে দলের কর্মিসভা থেকে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কড়া সমালোচনা করলেন জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ। কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক।
কলকাতা পুরভোটের আগে পুলিশের জালে লখনউ এটিএএসের তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আরও ১৭ জন বাংলাদেশের নাগরিক। উদ্ধার বিপুল পরিমাণ জাল নথি। ঘটনায় জঙ্গি-যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাতের শহরে বাইকে তুলে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের এক ASI ও এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
প্রেক্ষাপট
কলকাতা: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) আগে পুলিশের (Police) জালে লখনউ এটিএএসের তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি (Bangladeshi)। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আরও ১৭ জন বাংলাদেশের নাগরিক। উদ্ধার বিপুল পরিমাণ জাল নথি। ঘটনায় জঙ্গি-যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হুগলির শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলরকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতকে আজই তোলা হয় শ্রীরামপুর আদালতে।
ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত হল কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অবসরপ্রাপ্ত আধিকারিকদের সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বহু অবসরপ্রাপ্ত অফিসারেরা। সম্মেলন থেকে নিজেদের কর্মজীবন নিয়ে তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নেন তাঁরা।
কলকাতা পুরভোটের আর বেশি দেরি নেই। প্রচারে এক পাড়া থেকে আরেক পাড়ায় ছুটছেন কংগ্রেস প্রার্থী জাহিদ হোসেন। এবারই প্রথম ভোটের ময়দানে পা দিয়েছেন। মানুষের কাছে পৌঁছতে চেষ্টার কসুর করছেন না কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী।
দু-সপ্তাহে কলকাতায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ। কেন্দ্রের এই তথ্য নিয়েই তুঙ্গে তরজা। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই এই অবস্থা। মন্তব্য বিশেষজ্ঞদের একাংশের। কলকাতা ভাল অবস্থায় থাকলেও, তা অন্যভাবে দেখানো হচ্ছে। অভিযোগ রাজ্যের শাসকদলের।
পুলিশের হাতে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে সরব বিরোধীরা। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। খুচরো ঘটনা বলে অভিযোগ ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন, জানালেন কমিশনের চেয়ারপার্সন।
পুরভোটে প্রার্থী স্ত্রী। তাঁকে জেতানোর আবেদন জানিয়ে নির্বাচনী প্রচারে সামিল স্বামী। গাড়ির সামনে বসে মাইকে আওয়াজ তুললেন। স্বামীর প্রচার তৎপরতার মধ্যে হাসিমুখে জনসংযোগ সারলেন স্ত্রী। কলকাতা পুরভোটের আগে শেষ রবিবার এই ছবি ধরা পড়ল ৮৭ নম্বর ওয়ার্ডে।
রাতের শহরে বাইকে তুলে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের এক ASI ও এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -