West Bengal News Live কোচবিহারের দিনহাটায় রাজ্যপালকে গোব্যাক স্লোগান
Get the latest West Bengal News and Live Updates: বন্ধ ঘরে আগুন, ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক
কোচবিহার সফর ও গোটা ঘটনাক্রম নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, 'সাংবিধানিক রীতি ভাঙছেন রাজ্যপালই'। ফের রাষ্ট্রপতির কাছে নালিশ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।
কোচবিহারের দিনহাটায় রাজ্যপালকে গোব্যাক স্লোগান। দিনহাটা থানার আইসি-কে ধমক রাজ্যপালের। এর আগে জোড়পাটকিতেও রাজ্যপালের বিরুদ্ধে পোস্টার, গোলকগঞ্জে কালো পতাকা।
ডেকার্স লেনে বেসরকারি অফিসে আগুন। বন্ধ ঘরে আগুন, ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
অজয়ের বালির চর থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ। খবর জানাজানি হতেই ভিড় জমালেন স্থানীয়রা। শুরু হয়েছে পুজোপাঠ। লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। সেখানেই দেখা মেলে শিবলিঙ্গগুলি। অজয় নদী থেকে বালি তোলার সময় বুধবার বিকালে একটি শিবলিঙ্গ বের হয়। বুধবার সেরকম গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার ফের বালি তোলার সময় বের হয় ৯টি শিবলিঙ্গ।
করোনা কালেই "ব্যাঙ্কিং জালিয়াতি"র শিকার। অথর্ব স্বামীর পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া মাত্রই সেই টাকা উধাও হয়ে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে, এমনই অভিযোগ মেদিনীপুর শহরের লালদিঘি এলাকার বাসিন্দা মনিকা দাসের। তিন মাস ধরে ব্যাঙ্ক আর সাইবার ক্রাইম থানার দরজায় কড়া নেড়ে পায়ের জুতোর শুকতলা খসলেও কোনও সুরাহা পেলেন না বছর পঞ্চাশের প্রৌঢ়া।
হাওড়া - বর্ধমান কর্ড শাখার ধনিয়াখালি হল্ট ও শিবাইচন্ডী স্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইনের পাশ থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করে জিআরপি। দেহ দুটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল রাত ১.৪৫ মিনিট নাগাদ ডাউন দ্বারভাঙ্গা -কলকাতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান বেলগাছিয়ার ওই দম্পতি। এত গভীর রাতে কীভাবে তাঁরা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে জিআরপি।
‘৩ মাস অন্তর হওয়ার কথা জিএসটি কাউন্সিলের বৈঠক। ৬ মাস পরেও কেন ডাকা হল না জিএসটি কাউন্সিলের বৈঠক?’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি অমিত মিত্রর। ‘নিয়মিত বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’, সংবিধান ও জিএসটি বিধি উল্লেখ করে চিঠি দেন রাজ্য়ের অর্থমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ে আর্থিক ঘাটতি আরও বৃদ্ধির আশঙ্কা করেন অমিত মিত্র।
শীতলকুচিতে ৩ মে মৃত মানিক মৈত্রর বাড়িতে রাজ্যপাল। মাথাভাঙায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যপালের শীতলকুচি সফর ঘিরে উত্তাপ। জোড়পাটকিতে রাজ্যপালের বিরুদ্ধে পোস্টার। গোলকগঞ্জে জগদীপ ধনকড়কে দেখানো হল কালো পতাকা। নাগরিক মঞ্চের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ।
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। পঞ্জাব থেকে উত্তরবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। প্রচুর জলীয় বাষ্প থাকায় তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এর জেরে দক্ষিণবঙ্গে আজও ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। কাল পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি, পূর্বাভাস আবহাও দফতরের। অন্যদিকে, বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
দলবিরোধী কাজের অভিযোগে এবার তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হল অনাস্থা প্রস্তাব। এসডিও-র কাছে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নার বিরুদ্ধে অনাস্থা এনেছেন অন্য সদস্যরা। তাঁদের অভিযোগ, সভাপতি নিষ্ক্রিয় থাকায় বিধানসভা ভোটে ঘাটাল আসনে পরাজিত হন তৃণমূল প্রার্থী। তৃণমূলের জেলা সভাপতিও জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্যই অনাস্থা আনার সিদ্ধান্ত। যদিও বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। দলবিরোধী কাজের অভিযোগ প্রসঙ্গে মন্তব্যে নারাজ ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি।
২ দিনের মধ্যে ফের মালবাজারের মানাবাড়ি চা বাগান থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ। গত ৫ বছর ধরে বন্ধ ছিল মানাবাড়ি চা বাগান। এর ফলে বাগানের ঘন জঙ্গলে আশ্রয় নেয় বেশ কয়েকটি চিতাবাঘ। মাসপাঁচেক আগে বাগান খোলার পর থেকেই মাঝেমধ্যে শ্রমিক লাইনে হানা দিচ্ছে চিতাবাঘ। মঙ্গলবার মানাবাড়ি চা বাগান থেকে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। আজ ভোরে ফের আরও একটি চিতাবাঘ ধরা পড়ে।বাগান কর্তৃপক্ষের আশঙ্কা, আরও চিতাবাঘ রয়েছে। ফলে বন দফতরকে নিয়মিত নজরদারি চালাতে অনুরোধ জানিয়েছে তারা।
হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর রাজ্যপাল যাবেন শীতলকুচিতে। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এবার পার্টি অফিস দখলের অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপি-সিপিএম বিবাদ। বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তাদের বহু কর্মী এলাকাছাড়া। বেশ কিছু পার্টি অফিস দখল করে নিয়েছে তৃণমূল। বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করেছেন পরাজিত বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। অন্যদিকে সিপিএমের দাবি, তাদেরই পার্টি অফিস প্রথমে তৃণমূল ও পরে বিজেপি দখল করে নেয়। তৃণমূলের বিধায়ক পরেশ মুর্মুর পাল্টা দাবি, বাম-রাম মিলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দু’দিনের রাজ্য সফরে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। আজ পূর্ব বর্ধমানে যাচ্ছে প্রতিনিধিদল। আগামীকাল প্রতিনিধি দল যাবে দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যে দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা চলছে বলে অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে তফশিলি কমিশন। জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান আছেন প্রতিনিধি দলে। চেয়ারম্যান বিজয় সাম্পলার সঙ্গে ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।
মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন তৃণমূলত্যাগী মোশারফ হোসেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। নওদা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও হেরেও যান মোশারফ হোসেন। ভোটের ফল প্রকাশের পরেই জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। ২৪ মে ছিল আস্থা ভোটের দিন। তার আগে গতকাল জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ হোসেন।
জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পদত্যাগী কংগ্রেস নেতা মোশারফ হোসেনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভাটপাড়ায় যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমার স্প্লিন্টারে জখম হন এক ব্যক্তি। যুব তৃণমূল নেতা রাজা দাসের অভিযোগ, গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙা এলাকায় তাঁর বাড়ির সামনে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে, গভীর রাতে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়। তৃণমূল পরিকল্পিতভাবে তাঁকে খুনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন ব্যারাকপুরের সাংসদ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাজ্যে আজ ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দু’দিনের রাজ্য সফরে জাতীয় তফশিলি কমিশনের প্রতিনিধি দল। রাজ্যে দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা চলছে বলে অভিযোগ। জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান আছেন প্রতিনিধি দলে। চেয়ারম্যান বিজয় সাম্পলার সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।
রেমডেসিভির কালোবাজারির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৩২ ভায়াল রেমডেসিভির। পুলিশের দাবি, রেমডেসিভির কালোবাজারির নেপথ্যে কাজ করছে একটি প্রতারণা চক্র। অভিযোগ, এই চক্র বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগীর পরিজনেদের ফাঁদে ফেলে রেমডেসিভির বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। গড়িয়াহাটের বাসিন্দা শঙ্কর সিং অভিযোগ করেন, ২৭০০ টাকার ভায়ালের জন্য তাঁর কাছে ২৫ হাজার টাকা চাওয়া হয়। তদন্তে নেমে গতকাল সাদা পোশাকে একবালপুর থানা এলাকায় হানা দেয় পুলিশ। রেমডেসিভির কালোবাজারির অভিযোগে ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পরে হেস্টিংস এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।
আজও ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ।বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। কাল পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস
ফের করোনার দাপট। এই পরিস্থিতিতে কাল থেকে ১০ দিনের জন্য বন্ধ খড়গপুর আইআইটি। তবে জরুরি পরিষেবায় ছাড় মিলবে। আইআইটি ক্যাম্পাসে সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান। বিকেল ৫টা থেকে ২ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট। ২৩ শে মে পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস, জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।
ভোট-পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যপালের। জগদীপ ধনকড়ের ট্যুইট, চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হয়েছে। শুধুমাত্র এখানেই হিংসার ঘটনা ঘটেছে। নিজেদের পছন্দমতো ভোট দেওয়ার মূল্য চোকাচ্ছেন মানুষ। কীভাবে এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব? এ তো গণতন্ত্রকে ধ্বংস করার সামিল।
রাজ্যপাল জেলায় জেলায় ঘুরে হিংসায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখবেন! ট্যুইটে জগদীপ ধনকড় জানিয়েছেন, বিএসএফের হেলিকপ্টারে বৃহস্পতিবার সকাল ১১টায় কোচবিহারে যাবেন। সেখান থেকে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন তিনি। মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটায় যাবেন। কোচবিহারের সার্কিট হাউসে মানুষের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। পরের দিন সকালে হেলিকপ্টারে অসমে যাবেন তিনি। সেখানকার রানপাগলি ও শ্রীরামপুর ক্যাম্পে যাবেন।
ক্রীড়ামন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নিলেন অরূপ বিশ্বাস। নব মহাকরণে এদিন, তাঁর সঙ্গে ত্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মনোজ তিওয়ারিও। দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ইষ্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের কর্তারা। এদিন, দফতরের আধিকারিক ও ত্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেন ত্রীড়ামন্ত্রী। বৈঠক সিদ্ধান্ত হয়েছে, সরকার চাইলে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাবে সেফ হোম তৈরি করতে পারে। পাশাপশি, ত্রীড়াক্ষেত্রের সঙ্গে জড়িতদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ৫ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। প্রাক্তন ত্রীড়াবিদদের পেনশন দেওয়ার বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
প্রেক্ষাপট
হিংসা পরিস্থিতি দেখতে আজ শীতলকুচি, কাল অসমে রাজ্যপাল। বারবার অনুরোধ অগ্রাহ্য, প্রথা ভেঙে দুর্ভাগ্যজনক সফর। কড়া চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। আইনের শাসন থেকে সরে যাচ্ছে সরকার, পাল্টা ধনকড়।
রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ফরাক্কার তরুণ ইঞ্জিনিয়রের মৃত্যু। প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের। বিদ্যুৎ নেওয়া হয়েছিল হুকিং করে, মত ফরেন্সিকের। তদন্তের নির্দেশ পুরপ্রশাসকের।
বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নিশীথ প্রামাণিক-জগন্নাথ সরকার। বিধানসভায় গিয়ে ইস্তফা। আশা পূরণ না হওয়ায় পদত্যাগ, কটাক্ষ পার্থর। দফতরে গিয়ে দায়িত্ব নিলেন রথীন, পুলক।
বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে সেমিনার। বিতর্কের মুখে বিশ্বভারতীতে সেমিনার বাতিল। বিজ্ঞপ্তিও ডিলিট। হারের কারণ পর্যালোচনায় শিক্ষাঙ্গনে সেমিনারে প্রশ্ন। শুধুই বদনামের চেষ্টা, পাল্টা বিজেপি।
মাধ্যমিকের পর এবার পিছোতে পারে উচ্চমাধ্যমিকও। পরীক্ষার্থীদের জীবনের চেয়ে মূল্যবান কিছু নয়, সরকারি সিদ্ধান্তের অপেক্ষা, জানালেন সংসদ সভাপতি। পরীক্ষা হলে, হবে নিজের স্কুলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -