West Bengal News Live: পুরভোটের মুখে কলকাতায় উদ্ধার ১ কোটি টাকা
Get the latest West Bengal News and Live Updates: দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality) মেয়র পদ থেকে অপসারিত দিলীপ অগস্তি। জেনে নিন রাজ্যের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
বেআইনি অর্থলগ্নি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়ের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। অন্যদিকে, গ্রেফতারির পর ৩ দিন পেরোলেও পুরসভায় নতুন প্রশাসক না নিয়োগ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
১০৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুশান্তকুমার ঘোষ। আজ সকালে ভোটারদের দরজায় দরজায় প্রচার চালাচ্ছেন তিনি। ঘুরছেন বিভিন্ন আবাসনেও।
কলকাতায় সব ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সব স্ট্রং রুমেও সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ হাইকোর্টের। কমিশনের সম্মতিক্রমে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিজেপি নেতা দেবদত্ত মাঝির মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের। কলকাতা পুরভোটে মূল ভোটগ্রহণ কেন্দ্র ৪ হাজার ৮৪২। কলকাতা পুরভোটে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র ৩৬৫
লেকটাউনে গাঁজা-সহ গ্রেফতার ২ জন। যশোর রোডে নাকা তল্লাশিতে উদ্ধার ১০ কেজি গাঁজা।আটক গাড়ি
পেগাসাসকাণ্ডের তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের কাছে বয়ান দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায়। কমিশন সূত্রে খবর, তিনি গতকাল গোয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁর বয়ান রেকর্ড করিয়েছেন। এর আগে তিনি মেলে তাঁর বয়ানের কপি পাঠিয়েছিলেন। কমিশন সূত্রে খবর, গতকাল এক সিআইডি আধিকারিকেরও বয়ান রেকর্ড করা হয়েছে।
বিজেপির কিষাণ মোর্চার ডাকে আজ সিঙ্গুরে ধর্না অবস্থান। যদিও এখনও ধর্না মঞ্চ বাঁধার কাজ শুরু হয়নি। পুলিশের দাবি, গতকাল বিকেল পর্যন্ত বিজেপি এই কর্মসূচির জন্য কোনও আবেদনপত্র জমা দেয়নি। এরপর গতকাল রাতে সিঙ্গুর থানায় বিজেপির তরফে ওই আবেদপত্র জমা দেওয়া হয়। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।
পুরভোটের মুখে কলকাতায় উদ্ধার ১ কোটি টাকা। পার্ক স্ট্রিট থানা এলাকায় নগদ ১ কোটি টাকা-সহ গ্রেফতার এক ব্যক্তি। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার অভিযুক্ত। পুরভোটের আগে কোথা থেকে আসছিল টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? হাওয়ালা যোগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।
সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েও, বৈঠকে হাজির বিজেপি প্রার্থী! এবার কলকাতার পুরভোটের নির্বাচনী আধিকারিকের ডাকা বৈঠক ঘিরে বিজেপিতেই ভিন্নমত।যদিও বিজেপির দাবি, চক্রান্ত করে তাদের প্রার্থীকে ডাকা হয়েছে।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। একবারের কাউন্সিলর। এলাকায় পরিচিতি অনেক। তাই প্রচারে নেমে আর ভোট চাইছেন না তৃণমূল প্রার্থী। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুদর্শনা
আজ সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু করছে বিজেপি। কিন্তু ধর্না মঞ্চ তৈরি নিয়ে কাটল না জটিলতা। পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে ফের সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি আবেদনই করেনি, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল।
অবশেষে শীতের আগমনী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। কিছু জেলায় পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন এরকমই শীতের আমেজ থাকবে। পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র SLST উত্তীর্ণ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সল্টলেকে এসএসসি অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
সর্বদল বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েও, বৈঠকে হাজির বিজেপি প্রার্থী! এবার কলকাতার পুরভোটের নির্বাচনী আধিকারিকের ডাকা বৈঠক ঘিরে বিজেপিতেই ভিন্নমত।যদিও বিজেপির দাবি, চক্রান্ত করে তাদের প্রার্থীকে ডাকা হয়েছে।
অনুপ্রবেশ, জাল নথি তৈরির অভিযোগে পুরভোটের আগে আনন্দপুর থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি। যে ফ্ল্যাট থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয় তার বাইরে রয়েছে মাদ্রাসার বোর্ড। তবে কি মাদ্রাসার আড়ালে চলত অবৈধ কারবার? তদন্তে পুলিশ। মূল অভিযুক্ত মাফুজুর রহমানকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছে লখনউ ATS।
প্রেক্ষাপট
কলকাতা: যে ওয়ার্ডে প্রার্থী, সেই ওয়ার্ডে হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তাঁর। তবু আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। দিন-রাত এক করে ৩১ নম্বর ওয়ার্ডে প্রচার চলাচ্ছেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) পরেশ পাল।
দার্জিলিং (Darjeeling)-এর তাকদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কপ্টার-দুর্ঘটনায় মৃত সেনা কর্মী সতপাল রাইয়ের। বাবার সমাধিস্থলের পাশেই সমাধিস্থ করা হল তাঁকে। সোমবার বন্ধ রাখা হয় তাকদা চা বাগান।
দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality) মেয়র পদ থেকে অপসারিত দিলীপ অগস্তি। শারীরিক অসুস্থতার কারণেই সিদ্ধান্ত, তৃণমূল (Trinamool) কংগ্রেস সূত্রে খবর। নতুন মেয়র হচ্ছেন অনিন্দিতা মুখোপাধ্যায়।
কলকাতা পুরভোটে (Kolkata Municipality Corporation) হিংসার মামলায় সুপ্রিম কোর্টে বিজেপির (BJP) ধাক্কা। হাইকোর্টে (Kolkata Highcourt) মামলা চলছে, শুনানির প্রয়োজন নেই বলে আবেদন বাতিল।
করুণাময়ীতে (Karunamayee) লিফটের নামে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। এএসআই, সিভিক ভলান্টিয়ারের জেল হেফাজত। চিহ্নিত করতে টিআই প্যারেড।
এনসিপি থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে। প্রভাব ফেলতে পারবে জোড়াফুল?
পুরভোটের মুখে কলকাতা ছেড়ে সিঙ্গুরে গিয়ে ধর্নার ডাক বিজেপির। লাভ হবে গেরুয়া শিবিরের?
আজ কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট মামলার রায়। তার আগে বিজেপির (BJP) তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করল না আদালত। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
অনুপ্রবেশ, জাল নথি তৈরির অভিযোগে পুরভোটের আগে আনন্দপুর থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি। যে ফ্ল্যাট থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয় তার বাইরে রয়েছে মাদ্রাসার বোর্ড। তবে কি মাদ্রাসার আড়ালে চলত অবৈধ কারবার? তদন্তে পুলিশ। মূল অভিযুক্ত মাফুজুর রহমানকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছে লখনউ ATS।
বিধানসভা ভোটের আগে গোয়ায় তৃণমূলের শক্তিবৃদ্ধি। কংগ্রেসের পরে এবার তারা ভাঙন ধরাল শরদ পাওয়ারের এনসিপিতে। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন চার্চিল আলেমাও। বিধানসভা ভোটের আগে গোয়ায় দলবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -