West Bengal News Live Updates: হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, অনুরোধ কেন্দ্রীয় সংস্থার

Get the latest West Bengal News and Live Updates: শিশুটির বাবা বলে দাবি করা ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 May 2021 09:42 PM
West Bengal News Live: হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, অনুরোধ কেন্দ্রীয় সংস্থার

ভোট পরবর্তী হিংসার জন্য বাংলা ছেড়ে অসমে যাওয়া শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। অসমের ধুবরি ও কোকরাঝাড়ের জেলাশাসককে চিঠি দিয়ে অনুরোধ করল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। পুলিশকেও বিষয়টি মানবিক দিক থেকে দেখার অনুরোধ করেছে কমিশন। পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপেরও আবেদন করা হয়েছে।


 


 


 

West Bengal News Live: বীরভূমের নলহাটিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসক দলের

বীরভূমের নলহাটিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। বিজেপি করায় পিটিয়ে খুনের অভিযোগ।খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের।খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ।

WB News Live Updates: হাজার হাজার তফশিলি সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া, অভিযোগ সাম্পলার

হিংসার অভিযোগ খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে এসেছে জাতীয় তফশিলি কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দল। গতকাল পূর্ব বর্ধমানের পর আজ দুই ২৪ পরগনায় যান জাতীয় তফশিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা। তাঁর অভিযোগ, বাংলায় তফশিলি সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে, তা দেশের স্বাধীনতার পর আর কোথাও হয়নি। হাজার হাজার তফশিলি সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া। সরকার অবিলম্বে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক, দিক নিরাপত্তা।


 

West Bengal News Live: করোনাকালে আনা যাবে না অনাস্থা প্রস্তাব, নির্দেশ মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বর

করোনাকালে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আনা যাবে না অনাস্থা প্রস্তাব। মুর্শিদাবাদে নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও উল্টো সুর দলেরই বিধায়কের গলায়। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল’।বিএসএফের কপ্টারে কাল সকালে নন্দীগ্রামে যাচ্ছেন রাজ্যপাল।নন্দীগ্রাম বাজারে, বঙ্কিম মোড়, কেন্দামারিতে যাবেন রাজ্যপাল।এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল

West Bengal News Live: বউবাজারে ধস নামা এলাকায় পৌঁছল ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় টানেল বোরিং মেশিন-ঊর্বী

বউবাজারে ধস নামা এলাকায় পৌঁছল ইস্ট-ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় টানেল বোরিং মেশিন-ঊর্বী। ২-১দিনের মধ্যেই শেষ হবে ২ দিকের সুড়ঙ্গ তৈরির কাজ। বছরের শেষে মাটির নিচ থেকে তুলে আনা হবে ২টি টানেল বোরিং মেশিন

West Bengal News Live: দিদিকে বলো অনুকরণে প্রধানকে বলো

দিদিকে বলো প্রকল্পের অনুকরণে গ্রাম প্রধানের তরফে প্রধানকে বলো পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতে।  পোস্টারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের তরফে ফোন নম্বরও দেওয়া হয়েছে।  সেই নম্বরে ফোন করলে করোনা আক্রান্তদের কাছে খাবার, ওষুধের মতো সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের

WB News Live Updates: এলগিন রোডে উদ্ধার শিশু ফিরে পেল মায়ের কোলে

এবিপি আনন্দের খবরের জের। এলগিন রোডে উদ্ধার শিশু ফিরে পেল মায়ের কোলে। ভবানীপুর থানার পুলিশ ও ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের উপস্থিতিতে শিশুকে তুলে দেওয়া হল মায়ের হাতে।পরিবারের দাবি, বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ছেলেকে নিয়ে বেরিয়ে যান তিনি। এরপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। আজ শিশুটিকে কোলে নিয়ে ফুটপাথে বসে থাকতে দেখেন ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম বসু। শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি। 

West Bengal News Live: কালীঘাট স্টেশনে ধোঁয়ার কারণে মেট্রোয় বিপত্তি

কালীঘাট স্টেশনে ধোঁয়ার কারণে মেট্রোয় বিপত্তি। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, আজ দুপুরে নিউ গড়িয়াগামী একটি মেট্রো কালীঘাট স্টেশনে আসার পর যাত্রীরা অভিযোগ করেন, কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে।  মেট্রো থামিয়ে স্টেশনে যাত্রীদের নামানো হয়। তারপর দেখা যায়, মেট্রোর প্রথম কামরায় ইলেকট্রিক বক্স থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর ওই বক্স সারিয়ে ৫ মিনিট পর মেট্রো ছাড়ে। যাত্রীরা ওই মেট্রোতেই রওনা দেন। 

WB News Live Updates:  শিলিগুড়িতে একটি বাড়ি থেকে চিতাবাঘের দেহ উদ্ধার

শিলিগুড়িতে একটি বাড়ি থেকে চিতাবাঘের দেহ উদ্ধার। মিলন মোড় এলাকায় একটি বাড়ির কুয়ো থেকে চিতাবাঘের দেহ উদ্ধার। গুলমার জঙ্গল থেকে চিতাবাঘটি এলাকায় ঢুকে পড়ে বলে অনুমান। রাতের অন্ধকারে চিতাবাঘটি কুয়োয় পড়ে যায়।

West Bengal News Live: এবিপি আনন্দের খবরের জের, এলগিন রোডে উদ্ধার শিশুর পরিচয় মিলল

এবিপি আনন্দের খবরের জের। এলগিন রোডে উদ্ধার শিশুর পরিচয় মিলল। খবর দেখার পরই ভবানীপুর থানায় যোগাযোগ করে শিশুর পরিবার। আপাতত কাউন্সিলরের কাছেই রয়েছে শিশুটি। স্থানীয় কাউন্সিলর ও পুলিশের সহযোগিতায় শিশুটি উদ্ধার হয়। শিশুটিকে কোলে নিয়ে ফুটপাথে বসেছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে শিশুটির বাবা বলে দাবি করেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

WB News Live Updates:  এলগিন রোডে শিশু উদ্ধার 

এলগিন রোডে শিশু উদ্ধার। স্থানীয় কাউন্সিলর ও পুলিশের সহযোগিতায় শিশু উদ্ধার। শিশুটিকে কোলে নিয়ে ফুটপাথে বসেছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে শিশুটির বাবা বলে দাবি করেন। যদি ওই ব্যক্তি কোনও ঠিকানা দিতে পারেননি। আপাতত কাউন্সিলরের কাছেই রয়েছে শিশুটি।

West Bengal News Live: গাড়ির ধাক্কা গ্যাস ট্যাঙ্কারে, সিঙ্গুরে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিঙ্গুরে পথ দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু। ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা গ্যাস ট্যাঙ্কারে। দুর্ঘটনায় গুরুতর জখম ১। আহতকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

WB News Live Updates: দুঃস্থদের সেবা করতে গিয়ে প্রতারণার শিকার আসানসোলের তরুণী

দুঃস্থদের সেবা করতে গিয়ে অক্সিজেন প্রতারণার শিকার তরুণী। আসানসোলের কুলটির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে সিলিন্ডারের অর্ডার দেন ওই তরুণী। ৪ দফায় ৫৮ হাজার টাকা পেমেন্ট করলেও মেলেনি সিলিন্ডার। তদন্তে কুলটি পুলিশ ও সাইবার সেল।

West Bengal News Live:  বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের ওপর হামলা দুষ্কৃতীদের

বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। পাতালখুড়িতে বাইকে চড়ে দুষ্কৃতীদের হামলা। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ওই সময় গাড়ির মধ্যেই ছিলেন সুভাষ সরকার। অল্পের জন্য তিনি রক্ষা পান। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলের কোনও যোগ নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পাল্টা দাবি তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার।

WB News Live Updates: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ট্যুইট রাজ্য স্বরাষ্ট্র দফতরের

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ট্যুইট করল রাজ্যর স্বরাষ্ট্র দফতর। ওই ট্যুইটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের দাবি ও তত্‍পরতার কারণে রাজ্যের ৭ লক্ষ কৃষক তাঁদের প্রাপ্য পেয়েছেন। রাজ্য যে তথ্য পাঠিয়েছিল, তার ভিত্তিতে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা আসছে।  কৃষকদের স্বার্থে রাজ্য সরকার সবসময়েই লড়াই করবে।  তবে এটা পরিষ্কার করে দেওয়া ভাল যে, আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি

West Bengal News Live: জঙ্গলমহলের রেশন ব্যবস্থা খতিয়ে দেখলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোতস্না মান্ডী

সাত সকালে জঙ্গলমহলের রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে রেশন দোকানে ঘুরলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোতস্না মান্ডী।  বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে থেকে তৃনমুলের টিকিট পেয়ে দ্বিতীয় বার নির্বাচিত হয়ে একেবারেই রাজ্যের গুরুত্বপুর্ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জ্যোতস্না মাণ্ডি। 

WB News Live Updates: ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনায় তরুণের মৃত্যু, জখম আরও ১

ঠাকুরপুকুর থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু। আহত আর এক তরুণ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে।  পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে জোকার কাছে এই দুর্ঘটনা ঘটে।  প্রচণ্ড গতিতে মোটর বাইকে যাওয়ার সময় একটি দেওয়ালে ধাক্কা মারে বাইক আরোহীরা।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ বছরের আসলাম আলির। শেখ আদির ভর্তি হাসপাতালে।  স্থানীয় সূত্রে দাবি, কারও মাথাতেই হেলমেট ছিল না।

West Bengal News Live: ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তোপ ডেরেকর

১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।  তিনি ট্যুইট করেন, কোভিডের সময়ও রাজনীতি। বাংলা ১০০ দিনের কাজে এখনও ১ নম্বরে।  রেকর্ড সংখ্যায় ৪১ কোটি কর্ম দিবস তৈরি হয়েছে ২০২০ সালে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিরোধী মানসিকতার মধ্যে রয়েছে। এবছর কর্ম দিবসের সংখ্যা অর্ধেক করা হয়েছে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কানাকড়িও পায়নি।

WB News Live Updates: ফের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ট্যুইট করলেন রাজ্যপাল

অসম সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  তিনি ট্যুইট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, সংঘাতের পথ ছেড়ে সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন। এতেই গণতন্ত্রের বিকাশ হবে।  আইনের শাসন জোরদার করুন এবং মানুষের স্বার্থে কাজ করুন।

West Bengal News Live: আজ অসমের শ্রীরামপুরে রাজ্যপাল জগদীপ ধনকড়

গতকাল কোচবিহার সফরের পর আজ অসমের শ্রীরামপুরে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সঙ্গে রয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও অন্য বিজেপি নেতারা। বিজেপির দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসার পর তাদের বেশ কিছু কর্মী অসমে আশ্রয় নিয়েছেন। রাজ্যপাল আজ তাঁদের সঙ্গে দেখা করেন।  

WB News Live Updates: কলকাতায় ফের পেট্রোলের দামে রেকর্ড বৃদ্ধি

ভোটের পর থেকে দফায় দফায় বেড়েই চলেছে জ্বালানির দাম।  কলকাতায় ফের পেট্রোলের দামে রেকর্ড বৃদ্ধি।  লিটারপ্রতি ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা।  ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়েছে।  তার ফলে ৮৫ টাকা ৭৯ পয়সা হয়েছে ডিজেলের দাম।  ১০ মে থেকে লাগাতার দাম বৃদ্ধি হয়েছে। শুধু ১৩ মে দাম বাড়েনি।  

West Bengal News Live: শীতলকুচিকাণ্ডে ফের কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব সিআইডি-র

কোচবিহারের শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব করল সিআইডি। এর আগে দু’বার তলব করা হলেও ভবানীভবনে আসেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  অতিমারীর কথা বলে ভিডিও কনফারেন্সের আর্জি জানিয়েছিলেন তাঁরা।  তা পত্রপাঠ নাকচ করে সিআইডি জানায়, সশরীরে হাজিরা দিতে হবে। আগামী ২৫ মে থেকে ২ জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে আলাদা ভাবে তলব করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার তাঁদের নোটিস পাঠাল সিআইডি।  

WB News Live Updates: পেসমেকার ফেটে বিকল শ্মশানের চুল্লি

ব্যারাকপুরের রাসমণি শ্মশানঘাটে গত ৭-৮ দিন ধরে বৈদ্যুতিক চুল্লি খারাপ।  একটি মৃতদেহ দাহ করার সময় পেসমেকার ফেটে বিকল হয়ে যায় চুল্লি।  ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, আরও ৭-৮ দিন লাগবে চুল্লি সারাতে।   এই চুল্লিতে রাতে কোভিড আক্রান্তদের মৃতদেহ সত্‍কার হত। এখন তা হচ্ছে না।  ফলে আশপাশের শ্মশানের ওপর চাপ বাড়ছে। 

West Bengal News Live: কৃষকদের খোলা চিঠি মমতার

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা পাচ্ছেন অনেক কম।  এটুকুও তাঁরা পেতেন না, রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে দাবি না তুলত। আজ কেন্দ্রীয় প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ার আগে এক খোলা চিঠিতে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী।  সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে।  মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রাপ্য টাকার দাবিতে কেন্দ্রের কাছে দরবার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

WB News Live Updates: আজ অক্ষয় তৃতীয়া

আজ অক্ষয় তৃতীয়া।  প্রতিবছর এই দিনে কালীঘাট মন্দিরে হালখাতা করতে আসেন বহু মানুষ। তবে এবার করোনা পরিস্থিতির কারণে কালীঘাট মন্দির অনেকটাই ফাঁকা। ডালার দোকানে সেরকম ভিড় নেই। 

West Bengal News Live: মালদায় নিখোঁজ দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ১

মালদার গাজোলের ঘোষপাড়া এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই দম্পতিকে খুনের অভিযোগে কৃষ্ণকমল অধিকারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  গৌতম সরকার ও তাপসী সরকার নামে ওই  দম্পতির বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বাঙার এলাকায়।  মৃতের পরিবার সূত্রে খবর, গত ৮ মে ওই দম্পতিকে চাকরি দেওয়ার নাম করে মালদার গাজলে নিয়ে যান কৃষ্ণকমল।  তারপর তিনি ফিরে এলেও দম্পতি আর ফেরেননি।

WB News Live Updates: কেন্দ্রীয় প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা

রাজ্যের বিধানসভা ভোটের আগে, বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। রাজ্য সরকার কৃষকদের সম্পর্কে তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি।  প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধিতে অনুমোদন দেওয়া হবে। বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসেনি। তবে শপথের পরই বাংলার কৃষকদের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এবার সেই মতো কেন্দ্রীয় প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা।  

West Bengal News Live: আজই বাংলার ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে কেন্দ্রের ২ হাজার টাকা

আজই বাংলার ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। তারপরেই অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা। আবেদন ৪০ লক্ষ কৃষকের।

প্রেক্ষাপট

আজই বাংলার ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। তারপরেই অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা। আবেদন ৪০ লক্ষ কৃষকের।


শীতলকুচির পরে দিনহাটাতেও রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। কালো পতাকা। আইসিকে ধমক ধনকড়ের।


মমতার প্ররোচনামূলক বক্তব্যেই রক্তাক্ত বাংলা। বিজেপি সাংসদকে নিয়ে কোচবিহারে আক্রান্তদের সঙ্গে দেখা করে বিস্ফোরক রাজ্যপাল। অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। 


কলকাতার পর এবার শিবপুর। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু। জমা জল সরানোর কাজ করছিলেন পুরকর্মীরা, তাও কী করে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ? প্রশ্ন স্থানীয়দের। তদন্তের নির্দেশ সিইএসসির। 


৬ মাস পরেও কেন হল না জিএসটি কাউন্সিলের বৈঠক? ৩ মাস অন্তর বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। অবিলম্বে ভার্চুয়াল বৈঠক ডাকা হোক, নির্মলা সীতারমণকে চিঠি অমিত মিত্রর।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.