West Bengal News Live ২ জেলায় পণের বলি ২ গৃহবধূ
Get the latest West Bengal News and Live Updates: উত্তর ২৪ পরগনা ও মালদায় ঘটে গেল এই দুই মর্মান্তিক ঘটনা
LIVE
Background
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন রাজ্যপাল। বিএসএফের কপ্টারে নন্দীগ্রাম যাবেন। সরেজমিনে ঘুরে দেখবেন নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, কেন্দামারি ও টাউন গ্রাম। এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল।
অসমে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা টেনে দিলেন খোঁচা। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে তৃণমূল।
বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। বাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। হামলার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি সাংসদ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘড়ছাড়ারা। আর গ্রামে ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি বিজেপির।
West Bengal News Live: নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দেন রাজ্যপাল
ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত নন্দীগ্রাম বাজারের টাউন ক্লাবেও যান রাজ্যপাল। এখান থেকে নন্দীগ্রাম থানায় যান তিনি। কথা বলেন পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে। নন্দীগ্রাম থানা থেকে জানকীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল।
WB News Live Updates: রাজ্যপালের চোখে জল!
চিল্লোগ্রামে খুন হন এক বিজেপি সমর্থক। টোটোয় করে তাঁর বাড়িতে যান রাজ্যপাল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল রাজ্যপালের!!
West Bengal News Live: হাসপাতালে ভর্তি মা, 'আত্মহত্যা' ছেলের, অচৈতন্য অবস্থায় উদ্ধার বাবা
হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মা। ঘর থেকে উদ্ধার ছেলের ঝুলন্ত দেহ। অচৈতন্য অবস্থায় উদ্ধার স্বামী, হাসপাতালে পাঠাল পুলিশ। মা করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কে ছিল ছেলে, দাবি পুত্রবধূর। শ্বশুর জ্বরে ভুগলেও করোনা পরীক্ষা হয়নি বলে দাবি।
বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে 'গলা কেটে খুন'
WB News Live Updates: এটিএমের আদলে শ্রীরামপুরে বসল মাস্ক কিয়স্ক
করোনা মোকাবিলায় এবার এটিএমের আদলে শ্রীরামপুরে বসল মাস্ক কিয়স্ক। উদ্যোক্তা শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি। বিনামূল্যে এই কিয়স্ক থেকে মাস্ক বিলি করা হচ্ছে। পাশে রাখা হয়েছে স্যানিটাইজার ও সাবান। হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। সাধারণ মানুষকে করোনা মোকাবিলায় মাস্ক পরা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ, দাবি ব্যবসায়ী সমিতির। এটিএমের আদলে মাস্ক কিয়স্ক তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
West Bengal News Live: বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে 'গলা কেটে খুন'
বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ। বাড়ি থেকে উদ্ধার দেহ। পুরাতন মালদার দেউলি গ্রামের ঘটনা। মৃতের নাম রূপালি বিবি। পরিবার সূত্রে খবর, তিনমাস আগে দিনমজুর রুকসাদ আলির সঙ্গে বিয়ে হয় রূপালির। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিলেন স্বামী। গতকাল এনিয়ে বিবাদ চরমে ওঠায় ওই গৃহবধূকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আজ সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ।