West Bengal News Live ২ জেলায় পণের বলি ২ গৃহবধূ

Get the latest West Bengal News and Live Updates: উত্তর ২৪ পরগনা ও মালদায় ঘটে গেল এই দুই মর্মান্তিক ঘটনা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 May 2021 02:28 PM
West Bengal News Live: নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দেন রাজ্যপাল

ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত নন্দীগ্রাম বাজারের টাউন ক্লাবেও যান রাজ্যপাল। এখান থেকে নন্দীগ্রাম থানায় যান তিনি। কথা বলেন পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে। নন্দীগ্রাম থানা থেকে জানকীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল।

WB News Live Updates: রাজ্যপালের চোখে জল!

চিল্লোগ্রামে খুন হন এক বিজেপি সমর্থক। টোটোয় করে তাঁর বাড়িতে যান রাজ্যপাল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল রাজ্যপালের!!

West Bengal News Live: হাসপাতালে ভর্তি মা, 'আত্মহত্যা' ছেলের, অচৈতন্য অবস্থায় উদ্ধার বাবা

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মা। ঘর থেকে উদ্ধার ছেলের ঝুলন্ত দেহ। অচৈতন্য অবস্থায় উদ্ধার স্বামী, হাসপাতালে পাঠাল পুলিশ। মা করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কে ছিল ছেলে, দাবি পুত্রবধূর। শ্বশুর জ্বরে ভুগলেও করোনা পরীক্ষা হয়নি বলে দাবি। 
বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে 'গলা কেটে খুন'

WB News Live Updates: এটিএমের আদলে শ্রীরামপুরে বসল মাস্ক কিয়স্ক

করোনা মোকাবিলায় এবার এটিএমের আদলে শ্রীরামপুরে বসল মাস্ক কিয়স্ক। উদ্যোক্তা শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি। বিনামূল্যে এই কিয়স্ক থেকে মাস্ক বিলি করা হচ্ছে। পাশে রাখা হয়েছে স্যানিটাইজার ও সাবান। হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। সাধারণ মানুষকে করোনা মোকাবিলায় মাস্ক পরা নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ, দাবি ব্যবসায়ী সমিতির। এটিএমের আদলে মাস্ক কিয়স্ক তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

West Bengal News Live: বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে 'গলা কেটে খুন'

বিয়ের তিনমাসের মধ্যে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ। বাড়ি থেকে উদ্ধার দেহ। পুরাতন মালদার দেউলি গ্রামের ঘটনা। মৃতের নাম রূপালি বিবি। পরিবার সূত্রে খবর, তিনমাস আগে দিনমজুর রুকসাদ আলির সঙ্গে বিয়ে হয় রূপালির। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিলেন স্বামী। গতকাল এনিয়ে বিবাদ চরমে ওঠায় ওই গৃহবধূকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আজ সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: টাকার দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ

উত্তর ২৪ পরগনার অশোকনগরে টাকার দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ। মৃতের নাম সোমা দাস। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে আরও টাকা ও গাড়ির দাবিতে শুরু হয় নির্যাতন। গতকাল রাতে মেয়ের অসুস্থতার কথা জেনে শ্বশুরবাড়িতে গিয়ে মৃত্যু সংবাদ পান মৃতের পরিজনেরা। অশোকনগর থানায় স্বামী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। স্বামী পলাতক। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: তৃণমূল অনাস্থা প্রস্তাব আনার আগেই ইস্তফা শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার

অনাস্থা আনার আগেই ইস্তফা দিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান। গতকাল বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দেন উপ প্রধান মিলন জানা। তৃণমূল পরিচালিত দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, ভোটের প্রচারে নিষ্ক্রিয় ছিলেন তৃণমূল উপ প্রধান। তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগে অনাস্থা আনার সিদ্ধান্ত নেন পঞ্চায়েত সদস্যরা। তার আগেই ইস্তফা দেন উপ প্রধান। যদিও পদত্যাগী তৃণমূল উপ প্রধানের দাবি, ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত। এর আগে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।  

WB News Live Updates: চিকিৎসা গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদে

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। বাইক চালকের মৃত্যু হয়েছে। আহত ৪ অটো যাত্রী। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাসন্তীর ঢুঁড়ি এলাকায় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক রাজা মোল্লার। আহত চার অটো যাত্রীর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

West Bengal News Live: নন্দীগ্রামে গিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ ধনকড়ের

নন্দীগ্রামে গিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল। কেন্দামারির শ্যামাসুন্দরী চকে গিয়ে তিনি ঘুরে দেখেন ক্ষতিগ্রস্তদের বাড়ি। এর আগে হেলিপ্যাডে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপালের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ,মৃত ১

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। বাইক চালকের মৃত্যু হয়েছে। আহত ৪ অটো যাত্রী। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাসন্তীর ঢুঁড়ি এলাকায় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক রাজা মোল্লার। আহত চার অটো যাত্রীর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

West Bengal News Live: হেমতাবাদে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু-সহ একই পরিবারের ৫ জনের

উত্তর দিনাজপুরের হেমতাবাদে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ একই পরিবারের ৫ জনের। গৃহকর্তা বছর চল্লিশের রাম ভৌমিক পেশায় ভ্যান চালক। গতকাল রাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তি, তাঁর স্ত্রী-সহ ৩ মেয়ের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক অনটনের কারণে গায়ে কেরোসিন ঢেলে সপরিবারে আত্মঘাতী হয়েছেন ওই ভ্যান চালক। পাশাপাশি, এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: বউবাজারে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন উর্বী

দু’বছরের টানাপোড়েন শেষে স্বস্তি। বউবাজারে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন উর্বী। সুড়ঙ্গপথে জুড়ল ফুলবাগান ও হাওড়া ময়দান। কেএমআরসিএল সূত্রে খবর, কয়েক মাস পর সুড়ঙ্গ থেকে তোলা হবে দু’টি টানেল বোরিং মেশিন।

West Bengal News Live: পার্ক থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় একটি পার্ক থেকে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম রাহুল বাউড়ি। আজ সকালে পার্কের একটি গাছে বছর কুড়ির ওই তরুণের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই তরুণ। 

WB News Live Updates: চিত্তরঞ্জনে রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে নিজের গাড়িতে রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার।মৃতের নাম আনন্দ ভাট। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় গাড়ি নিয়ে বের হন ওই রেল কর্মী। রাতে বাড়ি না ফেরায় চিত্তরঞ্জন থানায় জানানো হয়। আজ ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে রেল শহরের মধ্যেই কর্নেল সিং পার্কে নিজের গাড়ি থেকে রেল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খুন কি না খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: আজ নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন রাজ্যপাল। বিএসএফের কপ্টারে নন্দীগ্রাম যাবেন। সরেজমিনে ঘুরে দেখবেন নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, কেন্দামারি ও টাউন গ্রাম। এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল।

প্রেক্ষাপট

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন রাজ্যপাল। বিএসএফের কপ্টারে নন্দীগ্রাম যাবেন। সরেজমিনে ঘুরে দেখবেন নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, কেন্দামারি ও টাউন গ্রাম। এলাকা পরিদর্শনের পর জানকীনাথ মন্দির যাবেন রাজ্যপাল।


অসমে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা টেনে দিলেন খোঁচা। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে তৃণমূল।


বাঁকুড়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ভাঙচুর। বাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। হামলার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি সাংসদ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।


তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘড়ছাড়ারা। আর গ্রামে ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি বিজেপির।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.