West Bengal News Live: নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখে নিন এক নজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Dec 2021 05:18 PM
West Bengal News Live Updates: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরি আটকালেন গ্রামবাসীরা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরি আটকালেন গ্রামবাসীরা। মালদার মানিকচকের ঘটনা। খারাপ কাজের অভিযোগ মানতে নারাজ ঠিকাদার সংস্থা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাটমানির কারবার চলছে, বলে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

WB News Live Updates: বৃহস্পতিবার মিলেনিয়াম পার্কের ফেরি ঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চে সফর করলেন মদন মিত্র

বৃহস্পতিবার মিলেনিয়াম পার্কের ফেরি ঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চে সফর করলেন মদন মিত্র। কথা বললেন আমজনতার সঙ্গে। তার আগে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ পরিদর্শনে যান পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র। 

West Bengal News Live Updates: জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা

জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা। বাড়ি ফেরার পথে মারধরের পর এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় করিমুল্লা সর্দারকে। অবস্থার অবনতি হওয়ায় পরে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশ। 

WB News Live Updates: কলকাতার ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স থেকে নিখোঁজ রোগী

কলকাতার ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স থেকে নিখোঁজ রোগী। নিখোঁজ রোগীর নাম মহম্মদ সাদ্দাম। শৌচাগারে যাওয়ার নাম করে নিখোঁজ রোগী। আজই হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। পোশাক পরিবর্তন করে হাসপাতাল থেকে বেপাত্তা রোগী। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। মহম্মদ সাদ্দাম বিহারের বাসিন্দা। 

West Bengal News Live Updates: পথদুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ছেলেহারা বাবার

পথদুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ ছেলেহারা বাবার। ঠিক যে জায়গায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ছেলে, সেখানে ছেলের ছবি লাগানো ফ্লেক্স দিয়ে আস্তে গাড়ি চালানোর আর্জি জানাচ্ছেন বাবা! এমনই দৃশ্য ধরা পড়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিনয়পল্লিতে। 

WB News Live Updates: মালদার মথুরাপুরে ভূতনি ব্রিজ এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালদার মথুরাপুরে ভূতনি ব্রিজ এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কিছুদিন আগে খুন করা হয়েছে, অনুমান পুলিশের, উদ্ধার আধার কার্ড। ১ মাস আগে থেকে নিখোঁজ ছিল জয়ধর মণ্ডল। বিবাদের জেরে জয়ধরকে প্রাণে মারার হুমকি দেয় জামাইবাবু, পরিবার সূত্রে খবর। মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ১। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। 

West Bengal News Live Updates: সব পুরসভার ভোট শেষ হলে, একসঙ্গে গণনার সম্ভাবনা কতটা? প্রশ্ন হাইকোর্টের

সব পুরসভার ভোট শেষ হলে, একসঙ্গে গণনার সম্ভাবনা কতটা? খতিয়ে দেখুক রাজ্য নির্বাচন কমিশন। বুধবার পুরভোট সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। 

WB News Live Updates: বীরভূমের সদাইপুরের জঙ্গলে রাতে গাছ কেটে কাঠ চুরির অভিযোগ

বীরভূমের সদাইপুরের জঙ্গলে রাতে গাছ কেটে কাঠ চুরির অভিযোগ। চুরি রুখতে গিয়ে আহত হলেন বনকর্মীরাই। ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। 

West Bengal News Live Updates: বউবাজারে মাটির নীচ থেকে দুটি বোরিং মেশিনকে তোলার কাজ শুরু হল

বউবাজারে মাটির নীচ থেকে দুটি বোরিং মেশিনকে তোলার কাজ শুরু হল। যন্ত্রাংশ আলাদা করে বোরিং মেশিন দুটিকে তুলে আনতে সময় লাগবে প্রায় দু’মাস।

WB News Live Updates: চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য

চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য। মাদারিহাটে মজুরি বিষয়ক অ্যাডভাইসরি কমিটির সদস্যদের সঙ্গে পরপর দু’দিন বৈঠক বেচারাম মান্নার। নববর্ষে ঘোষণা হতে পারে ন্যূনতম মজুরি, দাবি শ্রমমন্ত্রীর। সমস্যা না মিটলে আন্দোলনের হুমকি বিজেপির।

West Bengal News Live Updates: এবার রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন জাইকভ-ডি

এবার রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন জাইকভ-ডি। কেন্দ্রের তরফ থেকে জানানো হল রাজ্যকে। ৭টি রাজ্যকে পাঠানো হচ্ছে জাইকভ-ডি ভ্যাকসিন
পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে ৩ লক্ষ ডোজ। ১২ থেকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দিতে অনুমতি দিয়েছে কেন্দ্র। এখনই ১২ থেকে ১৮ বছর বয়সীদের জাইকভ-ডি ভ্যাকসিন নয়। আপাতত প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে জাইকভ-ডি। স্বাস্থ্যভবন সূত্রে খবর। 

WB News Live Updates: নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। অভিষেকের উপস্থিতিতে মমতা-গৌতম আদানি বৈঠক। হলদিয়া, খিদিরপুর বন্দরে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী: সূত্র। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘণ্টার বেশি সময় ধরে আদানির বৈঠক। সূত্রের খবর, এপ্রিলে শিল্প সম্মেলনেও আসতে পারেন পারেন গৌতম আদানি। 

West Bengal News Live Updates: উত্তর চব্বিশ পরগনায় বিজেপি নেত্রীর তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষুব্ধ দলেরই একাংশ

তৃণমূল ছেড়ে বিজেপি, আবার তৃণমূল। উত্তর চব্বিশ পরগনায় বিজেপি নেত্রীর তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষুব্ধ দলেরই একাংশ। যদিও এই  নিয়ে মন্তব্য করতে নারাজ তৃণমূলের সাংগঠনিক জেলার সভানেত্রী। স্বার্থসিদ্ধি না হওয়াতেই অনেকে ফিরে যাচ্ছেন। কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে গেল বিজেপি

কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে গেল বিজেপি। কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে মামলা বঙ্গ বিজেপির। অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে আবেদন। 

West Bengal News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৫৭, ১২জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৫৭, ১২জনের মৃত্যু। একদিনে শুধু উঃ ২৪ পরগনাতেই ৫জনের মৃত্যু, ১২২জন আক্রান্ত। কলকাতায় একদিনে ১৫৩জন করোনা সংক্রমিত, ৩জনের মৃত্যু। 

WB News Live Updates: ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট, প্রচার সারল, ডান-বাম সব পক্ষই

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আজ নিজের নিজের ওয়ার্ডে জোরদার প্রচার সারল, ডান-বাম সব পক্ষই।

West Bengal News Live Updates: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

অন্ধ্র-ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় প্রভাবের আশঙ্কা। পরিস্থিতি পর্যালোচনায় দিল্লিতে বৈঠকে প্রধানমন্ত্রী। মুম্বই থেকে কলকাতা ফিরেই নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চান রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জানালেন নিজস্ব মত

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চান রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জানালেন নিজস্ব মত। কেন্দ্রীয় বাহিনী নিয়োগে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা ৪ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেন রাজ্যপাল। এদিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন তিনি। সূত্রের খবর, কেন একদিনে সব পুরসভার ভোট হল না, তাও জানতে চান রাজ্যপাল। এরপর ট্যুইট করে রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করে লেখেন, সাংবিধানিক নিয়ম নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা মেনে চলা উচিত।

West Bengal News Live Updates: ভারতেও এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা

ভারতেও এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা। কর্নাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস। এই মুহূর্তে ২৯টি দেশে ৩৭৩জন ওমিক্রন-সংক্রমিত। কর্নাটকের ওমিক্রন আক্রান্ত ২জনের একজনের বয়স ৬৬, আরেকজনের বয়স ৪৬। 

WB News Live Updates: বানতলায় নির্মীয়মাণ বহুতলে মহিলার রহস্যমৃত্যু

বানতলায় নির্মীয়মাণ বহুতলে মহিলার রহস্যমৃত্যু। নির্মীয়মাণ বহুতল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। খুন বলেই প্রাথমিকভাবে মনে করছে গোয়েন্দা পুলিশ। 

West Bengal News Live Updates: "বিপক্ষের কে নেতা হবেন, তা গণতান্ত্রিকভাবে স্থির হোক,'' ট্যুইটে উল্লেখ প্রশান্ত কিশোরের

সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ভাবধারা ও ব্যাপ্তি শক্তিশালী বিরোধিতার জন্য জরুরি। কিন্তু কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া কোনও ব্যক্তির স্বর্গীয় অধিকার হতে পারে না। বিশেষ করে গত ১০ বছরে যেখানে ৯০ শতাংশ ভোটে কংগ্রেস হেরেছে। নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রশান্ত কিশোরের। বিপক্ষের কে নেতা হবেন, তা গণতান্ত্রিকভাবে স্থির হোক। ট্যুইটে উল্লেখ তৃণমূলের ভোটকুশলীর।

WB News Live Updates: নববর্ষে চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যার সমাধানের ইঙ্গিত

চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য। মাদারিহাটে মজুরি বিষয়ক অ্যাডভাইসরি কমিটির সদস্যদের সঙ্গে পরপর দু’দিন বৈঠক বেচারাম মান্নার। নববর্ষে ঘোষণা হতে পারে ন্যূনতম মজুরি, দাবি শ্রমমন্ত্রীর। সমস্যা না মিটলে আন্দোলনের হুমকি বিজেপির।

West Bengal News Live Updates: বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাজীবের নাম

রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেও, বিজেপির কার্যনির্বাহী কমিটিতে তাঁর নাম রয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভা ভোটের আগে গত জানুয়ারিতে, চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে নাম লেখান রাজীব বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে ৩১ অক্টোবর, ত্রিপুরায় গিয়ে তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন। এরপরও বিজেপির কার্যনির্বাহী কমিটিতে নেতৃত্বের তালিকায় জ্বলজ্বল করছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম। এ নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: শুরু হল বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ অভিযান

পুরভোট জল্পনার মধ্যে বাঁকুড়া পুরসভার দুনম্বর ওয়ার্ডে শুরু হল বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ অভিযান। ভোট বৈতরণী পেরোতে নিছক চমক। কটাক্ষ করেছে বিজেপি। কাজ না করে শুধু কথা বলেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: কলকাতায় পুরভোট, আজ নিজের নিজের ওয়ার্ডে জোরদার প্রচারে প্রার্থীরা

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আজ নিজের নিজের ওয়ার্ডে জোরদার প্রচার সারল, ডান-বাম সব পক্ষই। পুরভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। শাসক-বিরোধী, ডান বাম সব দলই বৃহস্পতিবার সকাল থেকেই নেমে পড়ে প্রচারে। 

WB News Live Updates: রাজ্যের ডেঙ্গি-ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে নগরোন্নয়ন দফতরের চিঠি

রাজ্যের ডেঙ্গি-ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে নগরোন্নয়ন দফতরের চিঠিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের সব পুরসভার সঙ্গে বৈঠকের পর চিঠি। সমন্বয়ের অভাব সার্ভে টিম এবং পুর কর্তৃপক্ষের মধ্যে
পুরসভা এবং স্বাস্থ্য দফতরের মধ্যেও সমন্বয়ের অভাব। রাজ্যস্তরে পরিস্থিতির ওপর নজরদারির অভাব। মশার হটস্পট চিহ্নিত করার ক্ষেত্রে গাফিলতি। মশাদমন অভিযানে গাফিলতি,মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের সরবরাহ করা তেল নিম্নমানের। কলকাতা সহ ২৫ পুরসভা ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত। সব পুরসভাকে চিঠি দিয়ে জানাল নগরোন্নয়ন দফতর। 

West Bengal News Live Updates: অনাস্থা নিয়ে ফের দলীয় নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা

কোচবিহারের দিনহাটার গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিমা খাতুনের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলের ১২ জন সদস্য। ৮ ডিসেম্বর তলবি সভা। সিতাই বিধানসভার অন্তর্গত ১৬ আসনের গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সব সদস্যই তৃণমূলের। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলীয় সদস্যদের একাংশ। উপপ্রধানের অভিযোগ, তিনি ব্লক সভাপতির অনুগামী হওয়ায় সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার অনুগামীরা ষড়যন্ত্র করছে। অভিযোগ মানতে নারাজ বিধায়ক। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হবে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। 

WB News Live Updates: পুরসভার ভোট নিয়ে সরব রাজ্যপাল

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে চাইছেন রাজ্যপাল, খবর সূত্রের। কেন একদিনে হল না সব পুরসভার ভোট? রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল, খবর সূত্রের। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক রাজ্যপালের। 

West Bengal News Live Updates: সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন দম্পতি

পারিবারিক অশান্তির জের। সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন দম্পতি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী দীনেশ প্যাটেল ও তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্ত অধরা. 

WB News Live Updates: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি

ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি। শনিবার থেকে সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফকে। ত্রাণ শিবিরগুলিকেও প্রস্তুত করা হচ্ছে। আজ সন্ধের মধ্যে মত্স্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। যে সমস্ত মত্স্যজীবী গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের কাছাকাছি কোনও দ্বীপে আশ্রয় নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি আটকাতে কৃষকদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

West Bengal News Live Updates: নোদাখালিতে বিস্ফোরণকাণ্ডে নতুন তথ্য

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে বিস্ফোরণকাণ্ডে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, বালির ভিতর রাখা ড্রামে মজুত ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক। শুধু বাজির মশলা মজুত ছিল, নাকি অন্যকিছু, খতিয়ে দেখছে পুলিশ। আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। বিস্ফোরণকাণ্ডে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রকাশ

WB News Live Updates: পুলিশের জালে কসবার ত্রাস সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী

এবার কলকাতা গোয়েন্দা পুলিশের জালে কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী। ধৃতের নাম দিনু যাদব। পুলিশ সূত্রে খবর, গত ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়। খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী দিনু যাদবকে গতকাল ইডেন গার্ডেন্সের সামনে থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। এর আগে ২৩ সেপ্টেম্বর, কৈখালির এক আবাসন থেকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গ্রেফতার হয়।

West Bengal News Live Updates: বিদ্যুৎ সংযোগ দিলেই পৌষমেলা?

বিশ্বভারতী কর্তৃপক্ষ জল, বিদ্যুৎ সংযোগ দিলে পৌষমেলা করতে আপত্তি নেই। বোলপুর পুরসভার চিঠির উত্তরে জানাল শান্তিনিকেতন ট্রাস্ট। মেলার আয়োজন করতে চেয়ে ২২ নভেম্বর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিয়েছিল পুরসভা। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল পৌষমেলা। এবার করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে রীতি মেনে ছোট করে হলেও মেলা হোক চাইছেন আশ্রমিকরা। তবে এখনও বিশ্বভারতীর তরফে কোনও উত্তর মেলেনি বলেই জানিয়েছেন পুরপ্রশাসক পর্ণা ঘোষ।

WB News Live Updates: লোনের টোপে প্রতারণার ফাঁদ

সহজে লোন শোধের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের পরামর্শ। লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের দখলে চলে যাচ্ছে মোবাইল ফোন! অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব হয়ে যাচ্ছে টাকা! কলকাতা শহরে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিবৃতি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।

West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলল বিজেপি।। চেয়ারে বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ রাজু বিস্ত, অমিত মালব্য-সহ একাধিক নেতা টুইট করেছেন। ট্যুইটারে অমিত মালব্য লিখেছেন, জাতীয় সঙ্গীত শুরু করার সময় মুখ্যমন্ত্রী বসেছিলেন।বাংলার সংস্কৃতি, দেশের জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বেশ কিছু ট্রেন বাতিল

ওড়িশা-অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করল রেল। শুক্রবার বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল। 

প্রেক্ষাপট

কলকাতা: অজিত পাঁজার নাতনি, শশী পাঁজার মেয়ে। পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার ভোটের ময়দানে। মায়ের হয়ে এতদিন প্রচার করেছেন, এবার তাঁর হয়ে ৮ নম্বর ওয়ার্ডে মা প্রচারে। প্রথমবার কাউন্সিলর হওয়ার লক্ষ্যে মা শশী পাঁজাই ভরসা পূজা পাঁজার।


চড়ছে পুরভোটের পারদ৷ বামেদের নতুন মুখ অন্বেষা ভৌমিক এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ড থেকে। এত ব্যস্ততার মধ্যেও কীভাবে সুস্থ থাকছেন রাজনৈতিক নেতারা? কি খাচ্ছেন শরীর ঠিক রাখতে? পাওয়ার মিলে আজ অন্বেষা ভৌমিকের খাওয়া-দাওয়ার ছবি৷


বাসে (Bus) উঠে বাসযাত্রীদের সুবিধা অসুবিধার কথা শুনলেন রাজ্য পরিবহণ নিগমের সদ্যনিযুক্ত চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra)। যদুবাবুর বাজার থেকে সরকারি বাসে তিনি ধর্মতলা পর্যন্ত যান। কামারহাটির তৃণমূল বিধায়ক জানান, যাত্রীদের থেকে যা শুনলেন, সে বিষয়ে তিনি পরিবহণ দফতরকে রিপোর্ট দেবেন।


জোরকদমে চলছে পুরসভার প্রচার।  বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা।  ৯১ ও ৯০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী, আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী চৈতালি।  দেখে নেব, দম্পতির পাওয়ার মিল।  


বিশ্বভারতী (ViswaBharati) কর্তৃপক্ষ জল, বিদ্যুৎ সংযোগ দিলে পৌষমেলা করতে আপত্তি নেই। বোলপুর পুরসভার চিঠির উত্তরে জানাল শান্তিনিকেতন ট্রাস্ট। মেলার আয়োজন করতে চেয়ে ২২ নভেম্বর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিয়েছিল পুরসভা। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল পৌষমেলা। 


কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কামিনী তিওয়ারি। মন্দিরে পুজো দিয়ে, প্রচার শুরু করলেন প্রার্থী। প্রচারে জনসংযোগকেই হাতিয়ার করছেন তিনি।


তাপমাত্রা কমলেও কমছে না ডেঙ্গির দাপট। করোনা আবহে ঘরবন্দি বহু পরিবার। ভাইরাসের বাহক মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। তার জেরে ভিড় বাড়ছে হাসপাতালে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াছে বৃষ্টির পূর্বাভাস।


মুম্বই সফরে বাংলার শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কেন শিল্পপতিদের গন্তব্য হওয়া উচিত বাংলা, তা বোঝাতে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। জমি সমস্যা নেই। নষ্ট হয় না কর্মদিবস। বাংলায় লগ্নির জন্য সওয়াল করেন মুম্বইয়ের এক শিল্পপতিও।


সহজে লোন শোধের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের পরামর্শ। লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের দখলে চলে যাচ্ছে মোবাইল ফোন! অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব হয়ে যাচ্ছে টাকা! কলকাতা শহরে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিবৃতি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.