West Bengal News Live: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৭০৫ জন, মৃত ১২

Get the latest West Bengal News and Live Updates: তৃণমূলের অভিযোগ, থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে, সাংসদদের গাড়ি ভাঙচুর করা হয়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Aug 2021 07:28 PM
WB News Live Updates: কাল খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল

কাল খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। বাংলার পাশাপাশি, দেশের একাধিক জায়গায় খেলা হবে দিবস ছড়িয়ে দিতে চায় রাজ্যের শাসক দল। তবে গুজরাতে অনুমতি পেয়েও তৃণমূলের কর্মসূচি বাতিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খেলা হবে দিবসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বাম-বিজেপি।

WB News Live Updates: রবিবার কলকাতা থেকে বাইকে বাগনান যাওয়ার সময় মাঞ্জা সুতোয় ডান হাতের বুড়ো আঙুল কাটল বাগনানের ব্যবসায়ী

ফের দুর্ঘটনা চিনা মাঞ্জা সুতোয়। রবিবার কলকাতা থেকে বাইকে বাগনান যাওয়ার সময় মাঞ্জা সুতোয় ডান হাতের বুড়ো আঙুল কাটল বাগনানের ব্যবসায়ী। আঘাত লেগেছে গলাতেও। সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার সময় ঘটে দুর্ঘটনাটি। আহতের নাম গৌতম মান্না (৪৩)। এসএসকেএম-এ চিকিৎসা চলছে তাঁর।

WB News Live Updates: শিক্ষিকা বিজেপি করেন, স্কুল আসতে বারণ করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

শিক্ষিকা বিজেপি করেন। এই কারণে শিক্ষিকাকে স্কুল আসতে বারণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। কাজটা ঠিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

WB News Live Updates: ৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়

৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গণতন্ত্রের বিকাশে বাধা হিংসা, সম্মান করতে হবে মানবাধিকারকে, স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গাঁধীঘাটে গিয়ে বার্তা রাজ্যপালের। 

WB News Live Updates: পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য কাল থেকে  চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড পরিষেবা

পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য কাল থেকে  চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড পরিষেবা। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে সারা দিনে মোট ৬টি ট্রেন চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের তরফে একথা জানানো হয়েছে। 

WB News Live Updates: নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রুপ ডি-র কর্মীদের বিবাদ, আর জি কর হাসপাতালে দফায় দফায় উত্তেজনা

নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রুপ ডি-র কর্মীদের বিবাদ। আর জি কর হাসপাতালে দফায় দফায় উত্তেজনা। পুলিশের মারে আহত ২ জন, দাবি বিক্ষোভকারীদের। প্রতিবাদে আরজি কর হাসপাতালের সামনে অবরোধ। মারধরের অভিযোগ।  

 WB News Live Updates: রাজ্য়ে ১ দিনে করোনা সংক্রমিত, ১ দিনে মৃত্যু ১২ জনের

এক লাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭০৫। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৮,৫৬৩ জন। বুলেটিন অনুযায়ী ১৫ অগাস্ট তারিখে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০,০৩০ জন। গতকালের তুলনায় ৩৮ জন কম। 

WB News Live Updates: প্রথমে বিজেপি হঠাওয়ের ডাক, তারপর গো ব্যাক স্লোগান, ১৫ অগাস্ট ক্ষোভের মুখে রানাঘাটের বিজেপি সাংসদ

প্রথমে বিজেপি হঠাওয়ের ডাক। তারপর গো ব্যাক স্লোগান। ১৫ অগাস্টের সকালে, এভাবেই বাইকবাহিনীর ক্ষোভের মুখে পড়লেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পরিস্থিতি সামাল দিতে গেলে, পুলিশের সঙ্গেও তুমুল বচসায় জড়িয়ে পড়লেন মোটরবাইক আরোহীরা। 

WB News Live Updates: কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর

কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি বিধায়ক গালিগালাজ করায় রুখে দাঁড়ান স্থানীয়রা। বিজেপির অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। 

WB News Live Updates: চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে শিশু বদলের অভিযোগ, ৫ চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল

চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে শিশু বদলের অভিযোগ ৫ চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল। শিশুর মরদেহ সৎকার করা হয়নি, মর্গেই আছে, দাবি হাসপাতালের। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল, থানায় অভিযোগ দায়ের। তদন্তে দোষ প্রমাণে পদক্ষেপ, জানালেন অধ্যক্ষ। হাসপাতালের দাবি নিয়ে পরিবারের প্রশ্ন, আগে বলা হয়েছিল শেষকৃত্য, এখন বলছে মর্গে দেহ।  ৯ অগাস্ট চিত্তরঞ্জন সেবা সদনে শিশু বদলের অভিযোগ ওঠে। 

WB News Live Updates: স্বাধীনতা দিবসে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছে। যোগ দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ দিলীপ ঘোষও গিয়েছেন রাজভবনে।>>

WB News Live Updates: এবার দ্বিতীয় হুগলি সেতুতে চিনা মাঞ্জার ধারে ঝরল রক্ত

এবার দ্বিতীয় হুগলি সেতুতে চিনা মাঞ্জার ধারে ঝরল রক্ত। চিনা মাঞ্জার ধারে কাটল বাইক আরোহী ব্যবসায়ীর গলা। গুরুতর জখম অবস্থায় ভর্তি এসএসকেএমে

WB News Live Updates: বিজেপির উস্কানিতেই হামলা, দাঁড়িয়ে দেখেছে পুলিশ, অভিযোগ দোলার

বিজেপির উস্কানিতেই হামলা। দাঁড়িয়ে দেখেছে পুলিশ। অভিযোগ দোলা সেনের।

WB News Live Updates: যাঁরা বলেন বাংলায় গণতন্ত্র নেই, তাঁরা ত্রিপুরার অরাজকতা দেখে কী বলবেন? প্রশ্ন দেবাংশুর

যাঁরা বলেন বাংলায় গণতন্ত্র নেই, তাঁরা ত্রিপুরার অরাজকতার ছবিগুলো দেখে কী বলবেন? প্রশ্ন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর।

WB News Live Updates: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে 'হামলা'

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এবার সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে, সাংসদদের গাড়ি ভাঙচুর করা হয়। মাথা ফাটে দোলা সেনের ব্যক্তিগত সচিবের। অপরূপা পোদ্দারের ব্যাগ ও নথি ছিনতাই করা হয় বলে অভিযোগ। গোটাটাই নাটক, দাবি বিজেপি নেতৃত্বের।

West Bengal News Live: বাঁকুড়ায় জেলা শাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁকুড়ায় জেলা শাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। ওড়ানো হয় ৭৫টি বেলুন। অন্যদিকে, বাঁকুড়া পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। 

WB News Live Updates: জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে স্বাধীনতা দিবস উদযাপন

কোভিড পরিস্থিতির মধ্যেও দেশের ৭৫তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হল জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে। এদিন নির্ধারিত সময় সকাল ৯টায় জেলাশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। পুলিশবাহিনীর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। পাশাপাশি পুলিশ, সিভিল ডিফেন্স টিমের কুচকাওয়াজ হয়। প্রদর্শিত হয় বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো। তবে কোভিড পরিস্থিতির জন্য ছোট আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। অনুষ্ঠান চত্বরে বেশি মানুষের জমায়েত করতে দেওয়া হয়নি।

West Bengal News Live: ছিনতাইবাজদের কবলে সিভিক ভলান্টিয়ার

মালদার হবিবপুরে ছিনতাইবাজদের কবলে সিভিক ভলান্টিয়ার। মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন হবিবপুর থানার ওই সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, রাস্তায় বাইক আটকে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। না পেয়ে মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে হামলাকারীরা চম্পট দেয় বলে অভিযোগ। জখম সিভিক ভলান্টিয়ার মালদা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হবিবপুর থানার পুলিশ। 

WB News Live Updates: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। 

West Bengal News Live: রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। 

WB News Live Updates: নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক

স্বাধীনতা দিবসের সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক। স্টেশনে ঢোকার মুখে গোলাকার বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। 

West Bengal News Live: ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল

৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে ভাষণও দেন তিনি। 

WB News Live Updates: এবারও দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির পাশাপাশি রেড রোডে করা হয়েছে ৩টে ওয়াচ টাওয়ার। ২৩টা জায়গায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। করোনা আবহে এবারও দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা। 

West Bengal News Live: বাড়তি সতর্ক কলকাতা পুলিশ

১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। 
নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার। 

WB News Live Updates: স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি

নিরাপত্তার কড়াকড়ি মালদা জেলা জুড়েও। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি।  কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে স্থল ও জলপথে চলছে কড়া নজরদারি।

West Bengal News Live: চলছে নাকা চেকিং

হুগলির ব্যান্ডেল স্টেশন ও পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নাকা চেকিং। 
বাড়তি সতর্কতার ছবি  দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েও।

WB News Live Updates: নিরাপত্তা বেষ্টনীতে হাওড়া স্টেশন চত্বর

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি। স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগেও চলছে তল্লাশি।

West Bengal News Live:  রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে।  নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও। 

প্রেক্ষাপট

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনাকালে, সব সতর্কতা মেনে দেশে পালিত হচ্ছে এই দিনটি। রাজ্যজুড়েও এই দিনটি পালিত হচ্ছে। আজ দর্শকশূন্য রেডরোডে হবে স্বাধীনতা দিবস উদযাপন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।


স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে।  নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও। 


৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি। স্নিফার ডগ দিয়ে যাত্রীদের ব্যাগেও চলছে তল্লাশি।


হুগলির ব্যান্ডেল স্টেশন ও পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নাকা চেকিং। বাড়তি সতর্কতার ছবি  দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েও।


নিরাপত্তার কড়াকড়ি মালদা জেলা জুড়েও। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি।  কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে স্থল ও জলপথে চলছে কড়া নজরদারি।


অন্যদিকে স্বাধীনতা দিবসের আগে বর্ধমানের বালিঘাটে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। খাগড়াগড় থেকে ২ কিলোমিটার দূরে বোমা উদ্ধার করা হয়।  


ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।


১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার। 


শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজরদারির পাশাপাশি রেড রোডে করা হয়েছে ৩টে ওয়াচ টাওয়ার। ২৩টা জায়গায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। করোনা আবহে এবারও দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা। 


রাজ্য সরকার সূত্রে খবর, এবার রেডরোডে মাত্র আধঘণ্টার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


অনুষ্ঠানে অংশ নেবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’  ও ‘খেলা হবে’, ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’, ‘পাড়ায় সমাধান’ সহ রাজ্য সরকারের মোট ৯টি ট্যাবলো।


সূত্রের খবর, রেড রোডের অনুষ্ঠান শেষে রেড রোড সংলগ্ন নেতাজি মূর্তি ও পুলিশ মেমোরিয়ালে মালা দিতেও যাবেন মুখ্যমন্ত্রী। 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.