West Bengal News Live: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৫০২, মৃত্যু ৯ জনের

Get the latest West Bengal News and Live Updates: গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন বিজেপির।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Aug 2021 07:33 PM
WB News Live Updates: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে আজ আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে আজ আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। গত ১৩ অগাস্ট প্রাক্তন সভাপতি মহুয়া দাসকে সরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়।  আজ সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন সভাপতি সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আসেন। প্রাক্তন সভাপতি মহুয়া দাস তাঁকে অভ্যর্থনা জানান

WB News Live: রাজ্যে কমল করোনায় মৃতের সংখ্যা, একদিনে আক্রান্ত ৫০২ জন

সোমবার পাঁচের কোটায় নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০১ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৯,০৬৫ জন। ১৬ অগাস্টে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৮৩২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

WB News Live Updates: বাঁকুড়ায় ই ওয়ালেট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ২

বাঁকুড়ায় ই ওয়ালেট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ২। ধৃতদের থেকে উদ্ধার বিপুল পরিমাণ সিম কার্ড, কিউ আর কোড। জেলা পুলিশ জানিয়েছে, প্রতারণাচক্রের জাল কতদূর ছড়িয়েছে তারই তদন্ত চলছে।

WB News Live: কংগ্রেস ছেড়ে অভিষেকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে সুস্মিতা দেব

কংগ্রেস ছেড়ে অভিষেকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে সুস্মিতা দেব। মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব তৃণমূলে। অভিষেকের সঙ্গে বৈঠকের পর নবান্নে গেলেন সুস্মিতা। সুস্মিতা দেবকে স্বাগত জানিয়ে ট্যুইট তৃণমূল কংগ্রেসের

WB News Live Updates: মুদিয়ালিতে তৃণমূলে কার্যালয়ের সামনে ফুটবল খেলায় মাতলেন সাংসদ মালা রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম

খেলা হবে দিবসের পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন। মুদিয়ালির প্রতাপাদিত্য রোডে তৃণমূলে কার্যালয়ের সামনে ফুটবল খেলায় মাতলেন সাংসদ মালা রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম। একুশে রাজ্যে খেলা হবে স্লোগান তুলে তৃণমূল জিতেছে, ২০২৪-এ দেশজুড়ে খেলা হবে। জিতবে তৃণমূল। খেলার ফাঁকেই দাবি করলেন ফিরহাদ হাকিম।  সোনারপুরে খেলা হবে দিবস উদযাপন করেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

WB News Live: মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের জামিন

মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের জামিন। ২০ হাজার টাকার বন্ডে প্রদীপ ঘোষের ছেলে সজলের জামিন। শুক্রবার বাড়ির দরজা ভেঙে সজলকে গ্রেফতার করে পুলিশ। সার্চ ওয়ারেন্ট, পুলিশ হেফাজতের আর্জি খারিজ করল আদালত। 

WB News Live Updates: নাকা তল্লাশিতে মিলল ফের ভুয়ো কল সেন্টারের হদিশ নোয়াপাড়ায়

কেঁচো খুঁড়তে কেউটে। নাকা তল্লাশিতে মিলল ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। গতকাল রাতে নোয়াপাড়ার পিনকল মোড়ে নাকা তল্লাশি চলছিল। সন্দেহ হওয়ায় একটি গাড়ি আটক করে পুলিশ। ৬ জনকে আটক করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৭টা মোবাইল ফোন ও ল্যাপটপ।পুলিশের দাবি, কল সেন্টার খুলে জালিয়াতির কারবার ফেঁদে বসে প্রতারকরা। ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। নিউ ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত এই চক্রের জাল ছড়ানো রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live: প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদীর পরিবার? কলকাতায় অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।

প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদীর পরিবার? কলকাতার বেনিয়াপুকুরে পথচারীর পায়ের ওপর গাড়ির চাকা তুলে দেওয়ার অভিযোগ বেপরোয়া প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় পথচারীর বাড়িতে ভাঙচুর, লুঠপাট ও শ্লীলতাহানির অভিযোগ। দুই অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

WB News Live Updates: বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি। গ্রেফতার সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্ত, কল্যাণ চৌবেরা। প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্না। গ্রেফতার করা হয় শুভেন্দু-দিলীপ-দেবশ্রী চৌধুরীদের। 

WB News Live Updates: মুচিপাড়াকাণ্ডে ধৃত সজল ঘোষকে আজ ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

মুচিপাড়াকাণ্ডে ধৃত সজল ঘোষকে আজ ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, সার্চ ওয়ারেন্টেরও আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। পুলিশের দাবি, ঘটনার দিন বিজেপি নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্র উদ্ধার ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহে গতকাল সজল ঘোষকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে বিজেপি নেতার পরিবার পুলিশ কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। সজল ঘোষের পরিবারের দাবি, তল্লাশিতে আসেইনি পুলিশ।

WB News Live Updates: বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি ঘিরে ধন্ধুমার বাঁকুড়ার বিষ্ণুপুরেও

কলকাতার পাশাপাশি বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি ঘিরে ধন্ধুমার বাঁকুড়ার বিষ্ণুপুরেও। রবীন্দ্র-মূর্তির সামনে বিশাল পুলিশ বাহিনী আটকাতেই তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে অভিযোগ বিজেপির।

WB News Live Updates: পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালনে 'বাধা'র অভিযোগ বিজেপির

পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালনে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাজ্য পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি পালন বিজেপির রানি রাসমনি অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশের পর গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। এরপর মহামারী আইনে গ্রেফতার করা হয় বিজেপি নেতারা। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয়। প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারি, দিলীপ ঘোষেরা। শুভেন্দুকে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। এরপর কেন্দ্রীয় বাহিনী- রাজ্য পুলিশ ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি। প্রতিবাদে অবস্থানে বিজেপির মহিলা মোর্চা। গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরিও।  

WB News Live Updates: পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি পালন বিজেপির

রাজ্য পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি পালন বিজেপির। রানি রাসমনি অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশ শুরু। বিক্ষোভ শুরুর আগেই গ্রেফতার করা হল বিজেপি নেতাদের। মহামারী আইনে গ্রেফতার সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্তদের। 

WB News Live Updates: ব্যারাকপুরেও লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা

রাজ্যের অন্যান্য জায়গার মতো ব্যারাকপুরেও লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা। রাত থেকে লম্বা লাইন। সকালে ভিড় বাড়তে শুরু করার পরই ধাক্কাধাক্কি শুরু হচ্ছে। সেখানে মানা হচ্ছে না কোভিড বিধি।

WB News Live Updates: খেলা দিবস উদযাপন ফিরহাদ হাকিম-মালা রায়-লাভলি মৈত্রদের

দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন। মুদিয়ালির প্রতাপাদিত্য রোডে তৃণমূলে কার্যালয়ের সামনে ফুটবল খেলায় মাতলেন সাংসদ মালা রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম। একুশে রাজ্যে খেলা হবে স্লোগান তুলে তৃণমূল জিতেছে, ২০২৪-এ দেশজুড়ে খেলা হবে। জিতবে তৃণমূল। খেলার ফাঁকেই দাবি করলেন ফিরহাদ হাকিম।  সোনারপুরে খেলা হবে দিবস উদযাপন করেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

WB News Live Updates: সল্টলেকের দত্তাবাদে তৃণমূলের নেতৃত্বে অভিনবভাবে খেলা দিবস পালন

একদল শাড়ি, আরেক দল সালোয়ার-কামিজ পরে খেললেন ফুটবল। কেউ এই প্রথমবার মাঠে নামলেন, পা ছোঁয়ালেন ফুটবলে। সল্টলেকের দত্তাবাদে তৃণমূলের নেতৃত্বে অভিনবভাবে খেলা দিবস পালন হল। খেললেন এলাকার মহিলারা। প্রতিদিন হাত-খুন্তি নাড়ি, ময়দানে নেমে খেলার ভাবনা মুখ্যমন্ত্রীকে দেখে, জানিয়েছেন মহিলা ফুটবল খেলোয়াড়রা।

WB News Live Updates: মুচিপাড়াকাণ্ডে ধৃত সজল ঘোষকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

চিপাড়াকাণ্ডে ধৃত সজল ঘোষকে আজ ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, সার্চ ওয়ারেন্টেরও আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। পুলিশের দাবি, ঘটনার দিন বিজেপি নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্র উদ্ধার ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহে গতকাল সজল ঘোষকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে বিজেপি নেতার পরিবার পুলিশ কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। সজল ঘোষের পরিবারের দাবি, তল্লাশিতেই আসেই পুলিশ।

WB News Live Updates: ফের ২৮ দিনের জন্য পিছল নারদ মামলার শুনানি

ফের ২৮ দিনের জন্য পিছোল নারদ মামলার শুনানি। আজ শুনানি পিছোতে চেয়ে আবেদন করে সিবিআই। ১০ দিন শুনানি পিছোনোর আবেদন করে। ‘সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত’ সেই কারণে সময় চায় সিবিআই। একমাস পরে আজ ফের শুনানি হওয়ার কথা ছিল। তার আগেই শুনানি পিছোনোর আবেদন করে সিবিআই। এই মামলায় হলফনামা দিয়ে আপত্তি জানাল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, কল্যাণ বন্দ্যেপাধ্যায়কে পার্টি করায় বিরোধিতা। মামলায় পার্টি করা নিয়ে বিরোধিতা জানিয়ে হলফনামা। হলফনামা দিয়ে আপত্তি জানাল রাজ্য। হলফনামা গ্রহণ করেছে আদালত।

WB News Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই লম্বা লাইন। কয়েকহাজার মহিলা ভিড় করেছেন লাইনে। সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই নেই মাস্ক। খবর পেয়ে ক্যাম্পে যান মন্ত্রী স্বপন দেবনাথ। পুলিশকে মাস্ক বিলির পরামর্শ দেওয়ার পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলাদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানান মন্ত্রী। যদিও এরপরও বিশৃঙ্খলা অব্যাহত থাকে। 

WB News Live Updates: কলকাতার পুর স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের নতুন নিয়মে বিভ্রান্তি

কবে কোন ডোজ দেওয়া হবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, আজ থেকে পুর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সোম, বুধ, শুক্র, এই তিন দিন দেওয়া হবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই তিন দিন দেওয়া হবে প্রথম ডোজ। কিন্তু নতুন নিয়ম জানা না থাকায় হয়রানি বেড়েছে। ম্যাটাডোর, মিনিডোর, অটো ভাড়া করে দূর-দূরান্ত থেকে এসেও ভ্যাকসিন না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে। নতুন নিয়ম নিয়ে সেভাবে প্রচার না হওয়াতেই এই বিভ্রান্তি, দাবি ভ্যাকসিন গ্রাহকদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পাশাপাশি, অব্যাহত ভ্যাকসিন-হয়রানি। এসএসকেএমে রাত থেকে লম্বা লাইন। 

WB News Live Updates: নারদ মামলায় নতুন মোড়

পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলায় নতুন মোড়। শুনানি পিছোতে চেয়ে আবেদন সিবিআই-এর। ১০ দিন শুনানি পিছনোর আবেদন। 'দেশের সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত’, সেই কারণে সময় চাইল সিবিআই। একমাস পরে আজ ফের শুনানি হওয়ার কথা। তার আগেই শুনানি পিছোনোর আবেদন সিবিআই-এর। 

WB News Live Updates: 'বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই', খেলা দিবসে কটাক্ষ দিলীপের

রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ। এদিন ইকো পার্কে শরীর চর্চা করতে এসে মাতলেন ফুটবল খেলায়। খেলতে গিয়ে একবার পড়েও যান বিজেপি রাজ্য সভাপতি। খেলা হবে দিবসে দিলীপ ঘোষের কটাক্ষ, খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে। এদিনের খেলায় গোলও করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই।

WB News Live Updates: বাগবাজারে উদ্বোধন নতুন প্যাথলজিক্যাল ল্যাবের

বাগবাজারে উদ্বোধন হল নতুন প্যাথলজিক্যাল ল্যাবের। রামকৃষ্ণ মিশন ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে এই ল্যাব। রবিবার, ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। এতদিন বাগবাজার মায়ের বাড়িতেই ছিল এই প্যাথলজিক্যাল ল্যাব। সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায়, বাগবাজার খালের পাশে, নতুন ভবন নির্মাণ করা হয়। নাম দেওয়া হয়েছে মা সারদা চ্যারিটেবল ডিসপেনসারি অ্যান্ড প্যাথলজি সেন্টার। 

WB News Live Updates: নদিয়ায় বাইকবাহিনীর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ

নদিয়ায় বাইকবাহিনীর বিক্ষোভের মুখে পড়লেন জগন্নাথ সরকার। নেপথ্যে তৃণমূল রয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি সাংসদ। প্রচার পেতে নিজেরাই এসব করেছেন।পাল্টা দাবি করেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে গেলে, পুলিশের সঙ্গেও তুমুল বচসায় জড়িয়ে পড়লেন মোটরবাইক আরোহীরা। 

WB News Live Updates: গুরুতর আহত চালককে এসএসকেএম-এ আনার পর মৃত্যু

মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমা। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের ব্লক সভাপতি। গুরুতর আহত চালককে এসএসকেএম-এ আনার পর মৃত্যু। গুরুতর জখম নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। নেপথ্যে কংগ্রেস-সিপিএম-বিজেপির হাত, অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ অস্বীকার করে দাবি বিরোধীদের। 

WB News Live Updates: মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি

মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় এসএসকেএমে মৃত্যু হল গাড়িচালকের। গুরুতর জখম তৃণমূল নেতার সঙ্গী নিরাপত্তারক্ষী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে, তৃণমূল ব্লক সভাপতি ও রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। দোষীদের গ্রেফতারের দাবিতে রাতে রানিনগর থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। থানায় যান রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। বিজেপি-কংগ্রেস-সিপিএম একজোট হয়ে হামলা চালিয়েছে বলে তাঁর দাবি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অভিযোগ বিজেপি শিবিরের। হামলা-যোগ অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেসও।

WB News Live Updates: খেলা শুরু করেছিলেন সুজিত বসুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে ফুটবল খেললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোস। ১০ নম্বর জার্সি পড়ে ফরওয়ার্ডে খেললেন মন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের আয়োজন। মন্ত্রী জানালেন, খেলা হবে দিবসের প্রস্তুতি। খেলা হবে দিবস-এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হবে।

WB News Live Updates: ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল

বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের উদ্যোগে ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অবশেষে সোমবার রাজ্য সরকারের উদ্যোগে পালিত হতে চলেছে ‘খেলা হবে’ দিবস। নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক!!!
প্রশাসনের অনুমতি পেয়ে গুজরাতের গোধরায় ‘খেলা হবে’ দিবস উপলক্ষ্যে ফুটবল ম্যাচের আয়োজন করেছিল ঘাসফুল শিবির।

WB News Live Updates: আজ খেলা হবে দিবস

আজ খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নামছে তৃণমূল। বাংলার পাশাপাশি, দেশের একাধিক জায়গায় খেলা হবে দিবস ছড়িয়ে দিতে চায় রাজ্যের শাসক দল। তবে গুজরাতে অনুমতি পেয়েও তৃণমূলের কর্মসূচি বাতিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খেলা হবে দিবসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বাম-বিজেপি।

WB News Live Updates: আজ থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড

পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য আজ থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে সারা দিনে মোট ৬টি ট্রেন চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। জানিয়েছে, দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে।

WB News Live Updates: মহানগরের রাস্তায় চলমান মিউজিয়াম

মহানগরের রাস্তায় চলমান মিউজিয়াম। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ট্রামের মধ্যে, প্রদর্শনশালার আয়োজন করা হয়। দুটি কামরাজুড়ে শুধুই দেশভাগের যন্ত্রণার ছবি। এই ট্রাম আগামী ২ দিন থাকবে এসপ্ল্যানেড ট্রামডিপোয়। এরপর ঘুরবে গোটা শহরে। 

WB News Live Updates: বৃষ্টিতে ভিজবে উত্তর, দক্ষিণে বাড়বে গরম

দক্ষিণবঙ্গে গরম বাড়বে। উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ।   

WB News Live Updates: রাজ্যে হিংসা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের জন্য লজ্জার। রাজ্যে হিংসা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য সম্পর্কে জানেনই না। রাজ্যপাল সম্পর্কে পাল্টা মন্তব্য করেছে তৃণমূল। কটাক্ষের সুর সিপিএমের গলাতেও।

WB News Live Updates: রাজ্যের চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

প্রেক্ষাপট

আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ খেলা হবে দিবস সফল করতে কোমর বেঁধে নামছে তৃণমূল। বাংলার পাশাপাশি, দেশের একাধিক জায়গায় খেলা হবে দিবস ছড়িয়ে দিতে চায় রাজ্যের শাসক দল।


গতকাল ত্রিপুরায় ফের আক্রান্ত হয়েছে তৃণমূল। একইদিনে একাধিকবার তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়ি ভাঙচুর হয়। ১০ বিজেপি কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগে এফআইআর করেছেন অপরূপা। অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, কোনও হামলাই হয়নি। নাটক করছে তৃণমূল, এমনটাই অভিযোগ। 


ত্রিপুরায় দুই তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। বিজেপি শাসিত বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দোলা সেনের ব্যক্তিগত সচিবের সিটি স্ক্যান করা হয়।


নদিয়ার দুই জায়গায় আক্রান্ত বিজেপি। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ। ভীমপুরে রানাঘাটের বিজেপি সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। এই দুটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, বিষয়টি অস্বীকার করেছে শাসকশিবির।


মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের জন্য লজ্জার। রাজ্যে হিংসা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য সম্পর্কে জানেনই না। রাজ্যপাল সম্পর্কে পাল্টা মন্তব্য করেছে তৃণমূল। কটাক্ষের সুর সিপিএমের গলাতেও।


নদিয়ার দুই জায়গায় আক্রান্ত বিজেপি। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ। ভীমপুরে রানাঘাটের বিজেপি সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। দুটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, অস্বীকার করেছে শাসকশিবির। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে। থানায় অভিযোগ জানান বিধায়ক। তৃণমূলের পাল্টা দাবি, স্থানীয় মানুষের সঙ্গে বিবাদের জেরে অশান্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.