কলকাতা: সত্যজিত্ বৈদ্য, কলকাতা: আগামীকাল একদিনের পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (WB Petroleum Dealers' Association)। রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রোল পাম্প (petrol pumps) বন্ধ থাকার কথা। অন্যদিকে, ধর্মঘটের বিরোধিতা করছে আর একটি সংগঠন, ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম।
একদিনের পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে দুই সংগঠনের দুই মত। মঙ্গলবার একদিনের পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। উল্টোদিকে কোভিড পরিস্থিতিতে তাদের অধীনে থাকা বেশিরভাগ পেট্রোল পাম্পই খোলা থাকবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম।
ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, তাদের অধীনে থাকা প্রায় আড়াই হাজার পাম্প মঙ্গলবার বন্ধ থাকবে। ৩ দফা দাবিতে এই ২৪ ঘণ্টার ধর্মঘটের (24-hour-long shutdown) ডাক দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার বৈঠক বসেন সংগঠনের কর্তারা। সেই বৈঠকে ঠিক হয়, অ্যাম্বুল্যান্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু গাড়িকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন এ কথা জানিয়েছেন।
যদিও ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামর দাবি, রাজ্যে তাদের অধীনে থাকা ১ হাজার ৪০০ পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগই খোলা থাকবে। ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের সভাপতি জন মুখোমাধ্যায় বলেছেন, আমরা কোভিড পরিস্থিতিতে এখন ধর্মঘটে যেতে চাইছি না।
মঙ্গলবার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প ধর্মঘটের কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার। ধর্মঘটের প্রভাব পড়লে যে গ্রাহকদেরই ভোগান্তির মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছুদিন আগেই এই ধর্মঘটের কথা জানানো হয়েছিল।