Delhi Weather: কুয়াশার চাদড়ে মোড়া রাজধানী; বিপর্যস্ত জনজীবন, উড়ান পরিষেবায় বিঘ্ন
বিমানবন্দরে পৌঁছনোর আগে কখন কোন বিমান ছাড়বে সেই সম্পর্কে আপডেট নিয়ে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
নায়দিল্লি: ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লির বিস্তির্ণ এলাকা। কুয়াশার জেরে উড়ান পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। দিল্লি বিমানবন্দরে দেরিতে চলাচল করছে ১০০-র বেশি বিমান। উড়ান পরিষেবায় বিঘ্ন নিয়ে আজ ভোর পাঁচটা নাগাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ইন্ডিগো বিমান সংস্থা। বিমানবন্দরে পৌঁছনোর আগে কখন কোন বিমান ছাড়বে সেই সম্পর্কে আপডেট নিয়ে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ভারতে। ঘন কুয়াশার জেরে নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪টি উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার প্রভাব পড়তে পারে উড়ান পরিষেবায়। কারণ দৃশ্যমানতা কম। ফলে বিমান উড়ান এবং অবতরণে বিঘ্ন ঘটতে পারে। অমৃতসর, জম্মু এবং আগ্রা বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্য ছিল। যার জেরে প্রভাব পড়েছে পরিষেবাতে।
এদিকে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। রাজধানীর তাপমাত্রা শুক্রবার ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ঘন কুয়াশার কারণে হাওয়া অফিস বুধবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি ছিল। মঙ্গলবারের তুলনায় তাপামাত্রা ৩.১ ডিগ্রি কমেছে।
অন্যদিকে, রাতের শহরে শীতের আমেজ বজায় থাকলেও কলকাতায় সামান্য বাড়ল দিনের তাপমাত্রা। গতকাল দিনের বেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি থেকে একলাফে কমে হয় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ায়। আজ আবার সেই তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে একলাফে তাপমাত্রা কমে হয়েছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে তাপমাত্রা আরও বেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজই ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। অবহাওয়া দফতর সূত্রে খবর, এর কারণেই আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। যারফলে
পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।