এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস ছড়িয়ে সবাইকে ভুগিয়ে নিজের অর্থনীতি শক্তিশালী করার ছক চিনের, তোপ হরভজনের
শুক্রবারই চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, দেশের মূল ভূখণ্ডের ৩১টি প্রদেশ স্তরের এলাকায়, জিনজিয়াং প্রোডাকশন ও কনস্ট্রাকশন কোরে নতুন করে একটিও নিশ্চিত, সন্দেহভাজন করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর খবর নেই।
নয়াদিল্লি: চিনে নতুন একটিও করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়নি ২৮ মে থেকে, এহেন খবরের প্রতিক্রিয়ায় পড়শী দেশকে তোপ হরভজন সিংহের। চিনকে করোনাভাইরাস ছড়ানোয় দায়ী করেছেন তিনি। পাশাপাশি চিন তার নিজের অর্থনীতি শক্তিশালী করতে গিয়ে বাকি প্রত্যেককে ভুগিয়ে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। হরভজন ট্যুইট করেছেন, ওদের প্ল্যানটা হল সারা বিশ্বে এই করোনাভাইরাস ছড়িয়ে দাও। সবাই যখন এতে ভুগবে, তখন ওরা বসে বসে মজা দেখবে। সারা দুনিয়ার জন্য পিপিই কিট, মাস্ক বানিয়ে নিজেদের অর্থনীতিকে পুষ্ট করবে। #powerhungry হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।
This is what the plan was.. spread this corona virus in the whole world.. while everyone suffer with this they sit happy and watching..making PPE kits,mask etc for the whole world and making their economy powerful ???????? #powerhungry https://t.co/JYKsa6pzBO
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 29, 2020
শুক্রবারই চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, দেশের মূল ভূখণ্ডের ৩১টি প্রদেশ স্তরের এলাকায়, জিনজিয়াং প্রোডাকশন ও কনস্ট্রাকশন কোরে নতুন করে একটিও নিশ্চিত, সন্দেহভাজন করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর খবর নেই। অবশ্য মূল ভূখণ্ডে বাইরে থেকে আসা লোকজনের ১৭৩৪টি করোনাভাইরাস সংক্রমণের খবরও রয়েছে। চিনে সব মিলিয়ে এপর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৮২৯৯৫টি, মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের, সুস্থ হয়ে উঠেছেন ৭৮২৯১ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement