নাম ‘মমতার মমতা’, সিপিএমের ধাঁচে হাওড়ায় সাধারণ মানুষের জন্য ক্যান্টিন চালু তৃণমূলের
'ভোটের দিকে তাকিয়ে এসব করছে', কটাক্ষ সিপিএমের
হাওড়া: সিপিএমের পর এবার তৃণমূল। কলকাতার যাদবপুর থেকে জেলার বিভিন্নপ্রান্তে, করোনাকালে অসহায়, অভুক্তদের জন্য ক্যান্টিন চালু করেছে সিপিএম। নাম শ্রমজীবী ক্যান্টিন। স্বল্পমূল্যে খাবার তুলে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে।
লকডাউন শুরুর পর থেকেই চলছে এই ক্যান্টিন। এবার সেই ধাঁচেই হাওড়ার সালকিয়ায় ক্যান্টিন চালু করল তৃণমূল। নাম ‘মমতার মমতা’। স্বল্পমূল্যে সাধারণ মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।
এপ্রসঙ্গে সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের কটাক্ষ, ভোটের দিকে তাকিয়ে এসব করছে। যদিও, শাসক শিবির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
উত্তর হাওড়ার এক তৃণমূল নেতা বলেন, আড়াইশো জনের খাবার দেওয়া হচ্ছে। ভোটের জন্য নয়, সারা বছরই আমরা মানুষের পাশে থাকি, আমরা সিপিএমের থেকে আইডিয়া ধার করিনি।
করোনার প্রভাবে হাওড়া শিল্পাঞ্চলে বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকের আয়ও কমেছে। তাঁদের কথা মাথায় রেখেই ক্যান্টিন চালু বলে দাবি তৃণমূলের। ক্যান্টিনে থাকছে আমিষ ও নিরামিষ দু’ধরনের আয়োজনই।
নিরামিষ পার্সেলে থাকছে ডাল, ভাত, ভাজা ও সব্জির তরকারি। দাম ১৫ টাকা। আবার আর আমিষ পার্সেলে থাকছে ডাল, ভাত, সব্জির তরকারি সঙ্গে মাছ অথবা ডিম। রবিবার থাকবে মুরগির মাংস। দাম ২০ টাকা।
করোনার প্রকোপ না কমা পর্যন্ত এই ক্যান্টিন চলবে বলেই জানিয়েছে তৃণমূল।