Saayoni Ghosh Arrested:খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ
খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় গ্রেফতার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ
ত্রিপুরা: খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় গ্রেফতার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। কাল ত্রিপুরায় (Tripura) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর যাওয়ার আগেই আজ আগরতলায় (Agartala) গ্রেফতার হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। খুনের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় পুলিশকে বিজেপির দলদাস বলে আক্রমণ করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির নির্দেশেই এই কাজ ত্রিপুরা পুলিশের (Tripura Police), অভিযোগ তৃণমূলের (TMC)।
পুরভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। সায়নী ঘোষকে (Sayani Ghosh) জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় (Agartala east police station) তাণ্ডব বাঁধে। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ইটবৃষ্টির পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ (Tripura Police) তাদের ধাওয়া করে ।
তৃণমূলের (TMC) অভিযোগ, চক্রান্ত করে থানায় ডেকে এনে মারার চেষ্টা করছে ত্রিপুরা পুলিশ (Tripura Police)। এর আগে সকালে আগরতলায় (Agartala) পোলো টাওয়ার হোটেলে হানা দেয় পুলিশ। তৃণমূলের দাবি, মহিলা পুলিশ এসে সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে যেতে চায়। বাধা দেন কুণাল ঘোষ। সায়নীকে (Sayani Ghosh) থানায় নিয়ে যাওয়ার নোটিস কোথায়? জানতে চান কুণাল (Kunal Ghosh)। এই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার (TMC leader)। সায়নীর (Sayani Ghosh) বিরুদ্ধে অভিযোগ ছিল, গতকাল তিনি মুখ্যমন্ত্রী (CM) বিপ্লব দেবের (Biplab Deb) সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি (BJP) সমর্থকদের উত্যক্ত করেন। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি সায়নী ঘোষের (Sayani Ghosh)।
আরও পড়ুন: Siliguri: শিক্ষকদের উদ্যোগে শিলিগুড়িতে কমিউনিটি হলেই খুলল স্কুল
আরও পড়ুন: Malda: চোখে রাসায়নিক ছিটিয়ে টাকা-গয়না লুঠের অভিযোগ, হাসপাতালে ভর্তি হরিশ্চন্দ্রপুরের স্বর্ণ ব্যবসায়ী