এক্সপ্লোর
Advertisement
স্ট্যালোনের শরীরে ট্রাম্পের মুখ! 'বক্সার' ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট
এবার বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেল তাঁর একটি ছবি ঘিরে। নিজের ফোটোশপ করা একটি ছবি পোস্ট করলেন ট্যুইটারে। এর মাধ্যমে কী ইঙ্গিত করতে চাইলেন তিনি?
নিউ ইয়র্ক: কখনও কথায়, কখনও কার্যকলাপে, বারবার নিজেকে অন্যরকম প্রমাণ করে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। এবার বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেল তাঁর একটি ছবি ঘিরে। নিজের ফোটোশপ করা একটি ছবি পোস্ট করলেন ট্যুইটারে। এর মাধ্যমে কী ইঙ্গিত করতে চাইলেন তিনি?
ট্রাম্পের এই ছবি ঘিরে নানারকম মন্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় বক্সার চরিত্র রকি বালবোয়ার চেহারায় বসানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের মুখ! এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সিলভেস্টার স্ট্যালোন। ১৯৮২ তে হিট ছবি ‘রকি ৩’-র পোস্টারে স্ট্যালোনের মুখে বসিয়েছেন নিজের মুখ।
নেটিজেনরাও এই ছবি নিয়ে নানারকম মজা করছেন।
কেউ কেউ আবার ‘সিম্পসন’-এর হোমারের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্পের, যেখানে সে আয়নায় নিজেকে দেখে আর স্বপ্ন দেখে পেশীবহুল শরীরের।
একজন তো ট্রাম্পের আরেকটি বক্সার অবতারে ছবি পোস্ট করেছেন। যেখানে রিং এ তাঁর প্রতিদ্বন্দ্বি ন্যান্সি পেলোসি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের হার্ট অ্যাটাকের খবর চাউর হয়। সেই নিয়ে বেশ হইচইও পড়ে যায়। তবে সেইসব কথাকে গুজন বলে ওড়াতেই ট্রাম্পের এই পোস্ট, এমনটাই মনে করছেন নেটিজেনরা। ট্রাম্পের চিকিতসক সিন পি কোনলি জানিয়েছেন, কোনও বড়সর হৃদরোগ নয়, সম্প্রতি রুটিন চেকআপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement